1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

ডেঙ্গুতে কেমন আছেন বস্তিবাসীরা?

হারুন উর রশীদ স্বপন ঢাকা
২৮ জুলাই ২০১৯

প্রতিদিনই বাড়ছে ডেঙ্গু রোগীর সংখ্যা৷ হাসপাতালে রোগী ভর্তির নতুন রেকর্ড হয়েছে রবিবার৷ মোট ৮২৪ জন ভর্তি হয়েছেন এদিন৷ ডেঙ্গু আক্রান্ত হওয়ার ঝুঁকিতে আছেন অনেকেই৷

Bangladesh Dengue
ছবি: DW/H. U. R. Swapan

তবে পিছিয়ে পড়া জনগোষ্ঠির মধ্যে সচেতনতা কম থাকায়, স্বাস্থ্য বিষয়ে তাঁদের প্রতি বিশেষ নজর দেওয়ার কথা বলছেন বিশেজ্ঞরা৷

ডেঙ্গু প্রতিরোধে সরকার নানা কর্মসূচী হাতে নিলেও এর ফল কতটা পাচ্ছেন ঢাকার বস্তিবাসী ও ভাসমান মানুষ? দেশব্যাপী ডেঙ্গুর ভয়াবহতায় কারাগারের বাসিন্দারাই বা কেমন আছেন?

রাজধানীর শুক্রাবাদ এলাকার ভাঙ্গাবাজার বস্তিতে থাকেন আব্দুল মালেক৷ তাঁদের এলাকায় সিটি কর্পোরেশনের লোকজন এখনো মশা নিধনের কোন কর্মসূচী নিয়ে যায়নি৷ তিনি বলেন, ‘‘সিটি কর্পোরেশনের লোকজনও যায়নি আর আমরাও জানাইনি৷ তবে আমাদের এখানে প্রচুর মশা৷ এনিয়ে বস্তির মালিকেরও কোনো উদ্যোগ নেই৷''  তিান আরো বলেন, ‘‘ডেঙ্গু মশা কামড়ালে জ্বর হবে৷ ডাক্তারের কাছে যাবো৷ আল্লাহ যা করবেন তাই হবে৷ আর কী হবে!’’

একই অভিজ্ঞতা কলাবাগান বউবাজার বস্তির বাসিন্দা আনোয়ার হোসেনের৷ ওই বস্তিতেও সিটি কর্পোরেশনের মশক নিধন দল যায়নি৷ তবে তাঁর কথা, ‘‘আমাদের এলাকায় ডেঙ্গু মশা হয়না৷  আমাদের কেউ এখনো ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়নি৷’’

আতঙ্ক থাকলেও আক্রান্ত হওয়ার খবর তেমন পাইনি: সুলাতান হোসেন

This browser does not support the audio element.

ঢাকার সবচেয়ে বড় বস্তি হলো গুলশান এলাকার কড়াইল বস্তি৷ এ বস্তিতে কমপক্ষে চার লাখ মানুষ বাস করেন৷ কড়াইল বস্তির বাসিন্দা সুলাতান হোসেনের অভিজ্ঞতা অবশ্য আলাদা৷ তিনি বলেন, ‘‘আমাদের এই বস্তিতে সিটি কর্পোরেশন নিয়মিত মশার ওষুধ ছিটাচ্ছে৷ আমাদের এলাকার ওয়ার্ড কমিশনার তৎপর আছেন৷ আমাদের এখানে আতঙ্ক থাকলেও কেউ আক্রান্ত হওয়ার খবর তেমন পাইনি৷ বস্তি হলেও পরিস্কার পরিচ্ছন্ন আছে৷''

জনসংখ্যা বিশেষজ্ঞ ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের পপুলেশন সায়েন্স বিভাগের অধ্যাপক ড. একেএম নূর-উন-নবী বলেন, ‘‘ঢাকা শহরে এখন দুই কোটি লোকের বাস৷ আর এর ৪০ ভাগ মানুষই বস্তিতে থাকেন অথবা ভাসমান৷ সেই হিসেবে তাদের সংখ্যা ৮০ লাখেরও বেশি৷ আরো ৫০ লাখ মানুষ প্রতিদিন ঢাকা শহরে আসা-যাওয়া করেন৷বস্তির মানুষ প্রান্তিক, দরিদ্র জনগোষ্ঠী৷ তাদের জন্য কখনোই বিশেষ কোনো ব্যবস্থা থাকেনা৷ কিন্তু থাকা উচিত৷ কারণ তাদের স্বাস্থ্য সচেতনতা এমনিতেই কম৷ তাদের চিকিৎসা ব্যবস্থাও  অপ্রতুল৷''

নগর বিশেষজ্ঞ স্থপতি মোবাশ্বির হোসেন বলেন, ‘‘বস্তির বাসিন্দা এবং ভাসমান মানুষ ছাড়াও ঢাকায় তিনটি ‘ছিটমহল' আছে৷ এগুলো হলো ক্যান্টমমেন্ট এলাকা, বিজিবি সদর দপ্তর এবং বিমানবন্দর৷ এসব এলকায় সিটি কর্পোরেশন কিছু করতে পারেনা৷ আমার প্রস্তাব হচ্ছে ঢাকার সব এলাকায় একযোগে একই সময়ে এডিস মশা নির্মূলে কাজ করা উচিত৷ আলাদাভাবে ভিন্ন ভিন্ন সময়ে করলে তা কম কার্যকর হবে৷''

এদিকে প্রিভেন্টিভ মেডিসিন বিশেষজ্ঞ ডা. লেলিন চৌধুরী বলেন, ‘‘আসলে ডেঙ্গুর জন্য বস্তি বা অভিজাত এলাকা আলাদা কোনো গুরুত্ব বহন করেনা৷ এডিস মশা যে পরিবেশে জন্মায় সেই পরিবেশ যেখানে হবে সেখানেই মানুষ ডেঙ্গু আক্রান্ত হবে৷ তাই এডিস মশা যাতে জন্মাতে না পারে সেই ব্যবস্থা নিতে হবে৷ সেটা বস্তি হোক আর অভিজাত এলাকা হোক৷''

দরিদ্র জনগোষ্ঠীর জন্য বিশেষ ব্যবস্থা থাকা উচিত: ড. একেএম নূর-উন-নবী

This browser does not support the audio element.

ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের বস্তি উন্নয়ন কর্মকর্তা আনোয়ার হোসেন ভুঁইয়া ডয়চে ভেলেকে বলেন, ‘‘ডেঙ্গুর বিষয়ে বস্তিবাসীদের জন্য আমাদের আলাদা কোনো কর্মসূচি নেই৷ সবার জন্যই স্বাস্থ্য অধিদপ্তরের নির্দেশনা অনুযায়ী কাজ করা হচ্ছে৷ বস্তিতেও আমরা মশার ওষুধ ছিটাচ্ছি৷ সচেতনতামূলক কর্মসূচি  চালাচ্ছি৷'' দক্ষিণ সিটি কর্পোরেশন থেকেও একই কথা জানানো হয়৷

এদিকে কারা-কর্তৃপক্ষ দাবি করেছে, কারাগারগুলোতে এডিস মশার উপস্থিতির কোনো প্রমাণ এখনো পাওয়া যায়নি৷ কারাগারের কোনো বাসিন্দা এখনো ডেঙ্গু আক্রান্ত হননি বলে জানান তারা৷ ঢাকা কেন্দ্রীয় কারাগারের জেলার মাহবুবুল ইসলাম বলেন, ‘‘আমাদের কারাগার অনেক পরিস্কার পরিচ্ছন্ন৷ এখানে আমরা কোনো পানি জমতে দেইনা৷ আমাদের কয়েদিরা পালা করে নিয়মিত কারাগার পরিস্কার রাখেন৷ আর মশা নিধনে আমাদের নিজস্ব ব্যবস্থা আছে৷ আমরা নিয়মিত মশার ওষুধ স্প্রে করি৷ কারাগারে মশারি ব্যবহার করা হয়না৷''

স্বাস্থ্য অধিদপ্তরের সর্বশেষ হিসাব অনুযায়ী এবছর ২৮ জুলাই পর্যন্ত ১১ হাজার ৬৫৪ জন ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন৷ শুধু জুলাই মাসের ২৮ দিনে ভর্তি হয়েছেন নয় হাজার ৫১০ জন৷ আর একদিনে হাসপাতালে ভর্তির নতুন রেকর্ড সৃষ্টি হয়েছে রবিবার, ৮২৪ জন৷ তার আগের দিন শনিবার ভর্তি হয়েছেন ৭৪৯ জন৷
 

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য
স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ