1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

ডেঙ্গু রোগী ভর্তিতে নতুন রেকর্ড

হারুন উর রশীদ স্বপন ঢাকা
৫ আগস্ট ২০১৯

হাসপাতালে ডেঙ্গু রোগী ভর্তিতে নতুন রেকর্ড হয়েছে৷ সোমবার ২৪ ঘন্টায় দুই হাজার ৬৫ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন, যা একদিনে এ পর্যন্ত সর্বোচ্চ৷

Bangladesch Dengue-Patienten im Krankenhaus von Dhaka
ছবি: DW/M. Mostafigur Rahman

বর্তমান পরিস্থিতিতে প্রতি ঘন্টায় ৮৬  জন ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি হচ্ছেন৷

এ অবস্থায় ডেঙ্গু পরীক্ষার কিট-এর সংকটও দেখা দিয়েছে৷ শুধু তাই নয়, মশা মারার ওষুধ কবে আসবে তা কেউ বলতে পারছেন না৷ ডেঙ্গু চিকিৎসা ও ব্যবস্থাপনায় চরম সমণ্বয়হীনতা স্পষ্ট৷ ফলে কে কী করছেন, তা কেন্দ্রীয়ভাবে জানার কোনো সুযোগ নেই৷ যে যার মতো করে ডেঙ্গু প্রতিরোধে কাজ করছেন৷

এডিস মশা মারার জন্য হাইকোর্টের নির্দেশে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন দু'টি ওষুধের নমুনা সোমবার ঢাকায় আনতে পেরেছে৷ ওই দু'টি নমুনা ভারত থেকে আনা হয়েছে৷ তবে কোন ব্র্যান্ডের ওষুধ, তা জানানো হয়নি৷ এই ওষুধের কার্যকারিতা পরীক্ষা করে সফল হলে আমদানির সিদ্ধান্ত নেয়া হবে৷ এটা অনেক সময়সাপেক্ষ৷ গত শুক্রবার আরেকটি ভারতীয় মশা মারার ওষুধ পরীক্ষা করে দেখা গেছে তাতে মশা মরে না৷

ঢাকা উত্তরের মেয়র আতিকুল ইসলাম দু'দিন আগে চীন থেকে মশা মারার ওষুধ আনার ঘোষণা দিলেও তার কোনো প্রক্রিয়া এখনো শুরু হয়নি৷ ফলে, আগে আনা ভারতীয় ওষুধেই মশা মারার কাজ চলছে৷ এদিকে ডেঙ্গু হয়েছে কিনা তা টেস্ট করার কিটের সংকট শুরু হয়েছে৷ ঢাকার বাইরে জেলা পর্যায়ে এই সংকট চরমে৷ কিটের অভাবে অনেককেই ফিরিয়ে দেয়ার অভিযোগ পাওয়া গেছে৷ আর এই সুযোগে দাম বাড়িয়ে দেয়া হয়েছে৷ এই সংকট প্রধানত ডেঙ্গু নির্ণয়ের এনএস-১ কিট নিয়ে৷ স্যালাইনের সংকটও আছে কম-বেশি৷

ডা. উত্তম কুমার বড়ুয়া

This browser does not support the audio element.

তবে ঔষধ প্রশাসন অধিদপ্তরের মহাপরিচালক মেজর জেনারেল মাহবুবুর রহমান ডয়চে ভেলেকে বলেন, ‘‘কিটের স্বল্পতা আছে, তবে সংকট নেই৷ এখন প্রতিদিন দুই লাখের মতো কিট আমদানি হচ্ছে৷ ঢাকার বাইরে জেলা শহরেও ডিস্ট্রিবিউটররা কিট পাঠাচ্ছেন৷ আর আগামীকাল (মঙ্গলবার) আমরা দেশেই কিট উৎপাদন শুরু করছি৷ প্রথম পর্যায়ে দিনে ৪০ হাজার কিট উৎপাদন করা হবে৷ তিন ধরনের কিটই উৎপাদন হবে৷''

তিনি দাবি করেন, ‘‘আসলে আতঙ্কের কারণে সবাই এখন টেস্ট করাতে ছুটছেন, এই কারণেই কিটের স্বল্পতা৷''

তবে সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক অধ্যাপক ডাঃ উত্তম কুমার বড়ুয়া ডয়চে ভেলেকে বলেন, ‘‘এখনো টেস্ট কিটের সংকট আছে৷ আমার হাসপাতালেও স্বল্পতা আছে৷ প্রতিদিনের কিট আমাকে প্রতিদিন সংগ্রহ করতে হয়৷ নুন আনতে পান্তা ফুরায়৷''

এদিকে স্বাস্থ্য অধিদপ্তর এ পর্যন্ত  ডেঙ্গুতে মৃতের সংখ্যা ১৮ বলছে৷ কিন্তু বেসরকারি হিসেবে এই সংখ্যা ৮৫৷ আর গত ২৪ ঘন্টায় মারা গেছেন ৬ জন৷ স্বাস্থ্য অধিদপ্তরের হিসেব, জানুয়ারি থেকে এ পর্যন্ত হাসপাতালে ভর্তি মোট ডেঙ্গু রোগী  ২৭ হাজার ৪৩৭ জন৷ এর মধ্যে ঢাকার বাইরে ছয় হাজার ৬৪৬ জন৷ সর্বশেষ ২৪ ঘন্টায় ভর্তি হয়েছেন দুই হাজার ৬৫ জন, যা এপর্যন্ত একদিনে হাসপাতালে ডেঙ্গু রোগী ভর্তির সর্বোচ্চ রেকর্ড৷ আগের দিন রবিবার ভর্তি হয়েছেন এক হাজার ৮৭৪ জন৷ আর আগস্ট মাসের এই পাঁচদিনে ভর্তি হয়েছেন নয় হাজার ৬০০ জন৷ প্রতি ঘন্টায় এখন ৮৬ জন ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি হচ্ছেন৷

ডা. এবিএম আব্দুল্লাহ

This browser does not support the audio element.

ডাঃ উত্তম কুমার বড়ুয়া বলেন, ‘‘এই পরিস্থিতিতে আমরা নানা ধরনের সমন্বয়হীনতা দেখছি৷ বিশেষ করে এডিস মশা নিধন নিয়ে সমন্বয়হীনতা চরমে৷ ওষুধের ক্ষেত্রেও এটা হয়েছে৷ আমি মনে করি, এবারের ডেঙ্গু এটা জাতীয় সংকট৷ তাই এটা সম্মিলিতভাবে জাতীয় পর্যায়ে মোকাবেলা করা উচিত৷ একটি জাতীয় কমিটি করা প্রয়োজন৷ সেখানে দল-মত নির্বিশেষে সব ধরনের বিশেষজ্ঞ পর্যায়ের ব্যক্তিদের থাকা উচিত৷ তাঁরা চিকিৎসা, ব্যবস্থাপনা, ওষুধ, এডিস মশা, পরিস্কার পরিচ্ছন্নতা সব বিষয়ে পরামর্শ দেবেন৷ সেই অনুযায়ী কাজ হবে৷ আগামীর প্রস্তুতি নিতে হবে৷ কলকাতা এটা করে সফল হয়েছে৷''

বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের মেডিসিন অনুষদের সাবেক ডিন অধ্যাপক ডা. এ বি এম আব্দুল্লাহ ডয়চে ভেলেকে বলেন, ‘‘সব মিলিয়ে সমন্বয়হীনতা আছে৷ মশা মারতে হবে৷ ওষুধ লাগবে৷ চিকিৎসা লাগবে৷ অনেক কিছুই অনেকে বুঝতে পারেননি৷ ফলে অনেক কিছু হচ্ছে বিচ্ছিন্নভাবে৷ কিন্তু এখন একটি জাতীয় পর্যায়ে সমন্বয় কমিটি গঠন করা প্রয়োজন৷ এটা শুধু এখন নয়, আগামীর জন্যও প্রয়োজন৷ না হলে সংকট ঠোকানো যাবে না৷'' তিনি আরো বলেন, ‘‘সমন্বয়হীনতার কারণে অনেক অপচয়ও হয়৷''

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য
স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ

ডয়চে ভেলে থেকে আরো সংবাদ