1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

‘ডেটিং কোচের’ সিঙ্গাপুরে প্রবেশ নিষেধ

২৯ নভেম্বর ২০১৪

ইংরেজিতে তাদের বলা হয় ‘পিক-আপ আর্টিস্ট’ বা ‘ডেটিং কোচ’৷ এদের কাজ মেয়েদের পটানো বা সহজ করে বললে যৌনসঙ্গী খুঁজে নেয়ার বিভিন্ন কৌশলগুলো ছেলেদের শেখানো৷ এরকম এক ‘শিল্পীকে’ নিয়ে এখন গোটা বিশ্বেই তোলপাড় চলছে৷

Verhütung Geburtenkontrolle Pille Kondom Schwangerschaft Kontrazeption
ছবি: picture alliance / CTK

ব্রিটেনের পর এবার সিঙ্গাপুরও ‘পিক-আপ আর্টিস্ট' জুলিয়া ব্লাংককে সেদেশে প্রবেশ নিষেধ করেছে৷ মেয়ে পটানো বিষয়ক সেমিনার করতে সিঙ্গাপুরে যাওয়ার কথা ছিল তাঁর৷ কিন্তু অনলাইন প্রতিবাদের মুখে বুধবার সিঙ্গাপুর সরকার সাফ জানিয়ে দিয়েছে, নারীদের প্রতি জবরদস্তি আচরণে উৎসাহ সৃষ্টি করতে পারে এমন কোনো সেমিনার আয়োজন করতে সিঙ্গাপুরে প্রবেশ করেত দেয়া হবে না ব্লাংককে৷

এর আগে গত সপ্তাহে ইংল্যান্ডও এ ধরনের ঘোষণা দিয়েছিল৷ ব্লাংক তাঁর ওয়ার্ল্ড ট্যুরের অংশ হিসেবে এশিয়ার অন্য যেসব দেশে যেতে চাচ্ছেন, সেসব দেশও তাঁকে ভিসা না দেয়ার আভাস দিয়েছে৷

২৬ বছর বয়সি ব্লাংক ‘রিয়েল সোশ্যাল ডাইনেমিক্স' নামক একটি প্রতিষ্ঠানের ডেটিং কোচ৷ তাঁর দাবি হচ্ছে, তিনি একজন নারীকে কিভাবে আকৃষ্ট করতে হয় তা পুরুষদের শেখান৷ তবে তাঁর প্রশিক্ষণের ধরন নারীদের প্রতি অবমাননাকর বলেই অনেকে বিবেচনা করেন৷

ইউটিউবে প্রচারিত তাঁর বিভিন্ন ভিডিওতে দেখা গেছে যে, তিনি পুরুষদেরকে নারীদের প্রতি আগ্রাসী মনোভাব প্রদর্শনকে উৎসাহ দিচ্ছেন৷ এমনকি অল্পক্ষণের জন্য মেয়েদের গলা টিপে শ্বাসরোধ করার মতো কৌশল কিংবা তাঁদের মানসিক নির্যাতনের মাধ্যমে সেক্স করতে রাজি করানোর বুদ্ধিও দেন এই ‘পিক-আপ আর্টিস্ট'৷

মেয়ে পটানোর এ সব পদ্ধতি ব্লাংক কোথায় শিখেছেন, তা অবশ্য জানা যায়নি৷ ‘রিয়েল সোশ্যাল ডাইনামিক্স'-এর ওয়েবসাইটে উল্লেখ করা হয়েছে তিনি সুইজারল্যান্ডের একটি ‘প্রেস্টিজিয়াস' বিশ্ববিদ্যালয়ে লেখাপড়া করেছেন৷ সুইস অ্যামেরিকান এই নাগরিক বর্তমানে যুক্তরাষ্ট্রে বসবাস করছেন৷

প্রসঙ্গত, ব্লাংককে জার্মানিতেও নিষিদ্ধ করার দাবি উঠেছে৷ ‘নো রেপ প্রোমো' শিরোনামে এ সংক্রান্ত এক অনলাইন পিটিশনে স্বাক্ষর করেছেন দেড়লাখের বেশি মানুষ৷ কেউ কেউ অবশ্য তাঁর পক্ষও নিচ্ছেন৷ ব্লাংককে জার্মানিতে প্রবেশে বাধা দিলে তা ‘বাকস্বাধীনতায় হস্তক্ষেপ' হতে পারে মত তাঁদের৷ জার্মান সরকারের তরফ থেকে অবশ্য এই বিষয়ে এখনও কিছু বলা হয়নি৷

এআই/ডিজি (এএফপি)

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য
স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ

ডয়চে ভেলে থেকে আরো সংবাদ