1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

বরফ ছাড়া স্কি!

২২ নভেম্বর ২০১৯

সমতল দেশে থাকলে পাহাড়ের আনন্দ উপভোগ করা যায় না৷ তবে স্কি-প্রেমীদের সাধ পূরণ করতে ডেনমার্কে কৃত্রিম পাহাড় তৈরি করে তাক লাগিয়ে দিয়েছে স্থপতিদের এক কোম্পানি৷ ফলে কোপেনহেগেন শহরে বরফ ছাড়াই স্কি করার আনন্দ পাওয়া যাচ্ছে৷

কোপেনহেগেন শহরের কোপেনহিল নামের কৃত্রিম স্কি রানছবি: DW

ডেনমার্কের রাজধানী কোপেনহেগেনে আকর্ষণের অভাব নেই৷ এবার কোপেনহিল নামের কৃত্রিম স্কি রান সারা বছর বরফ ছাড়াই স্কি করার সুযোগ করে দিয়েছে৷ পর্বতহীন এই দেশের মানুষের জন্য ৮৫ মিটার উঁচু টিলাটি মনোরঞ্জনের নতুন আকর্ষণ হয়ে উঠেছে৷

কোপেনহেগেনের বাণিজ্যিক বন্দর এলাকায় আবর্জনা পুড়িয়ে বিদ্যুৎ উৎপাদন কেন্দ্রের উপর অসাধারণ এই স্কি রান গড়ে তোলা হয়েছে৷ সেখানকার ধোঁয়া মোটেই অস্বাস্থ্যকর নয়, কারণ, এই বিদ্যুৎ কেন্দ্রটি বিশ্বের সবচেয়ে পরিষ্কার ও আধুনিক কেন্দ্রগুলির একটি৷

স্কি করতে নকল পাহাড় গড়েছে যারা

03:01

This browser does not support the video element.

বিশ্ববিখ্যাত স্থাপত্য কোম্পানি ‘বিয়ার্কে এঙ্গেলস গ্রুপ’-এর ডাভিড সালে এই অভিনব প্রকল্পের সঙ্গে যুক্ত ছিলেন৷ সালে বলেন, ‘‘ডেনমার্কের জনসংখ্যা প্রায় ৫০ লাখ৷ অথচ প্রায় ৫ লাখ মানুষ তাঁদের বাৎসরিক ছুটি থেকে ৫ দিন বার করে অন্য কোনো দেশে স্কি করতে যান৷ নরওয়ে, সুইডেন অথবা দক্ষিণে আলপ্স পর্বতে গিয়ে তাঁদের পছন্দের এই খেলার স্বাদ পেতে হয়৷ ডেনমার্কে সেই সুযোগ নেই৷ এবার প্রায় পাহাড়ের মতো উঁচু ভবনটি পেয়ে আমরা কোপেনহেগেনের মানুষকে শহরের মাঝে স্কি করার সুযোগ দিতে চেয়েছিলাম৷’’

নীচে একটি দোকানে মানুষ প্রয়োজনীয় সাজসরঞ্জাম ভাড়া নিতে পারেন৷ শিখরে ওঠার জন্য কনভেয়ার বেল্ট ও স্কি লিফট রয়েছে৷ স্কিচালক ও স্নোবোর্ড অনুরাগীরা স্লালোম কোর্সে কসরত দেখাতে পারেন৷ নীচে একটি পার্কেও সেই সুযোগ রয়েছে৷ আসল বরফের মতো অনুভূতি পেলেই হলো৷

কপেনহিল কোপেনহেগেন শহরের সর্বশেষ আকর্ষণ হয়ে উঠবে কিনা, তা জানা নেই৷ তবে এর ফলে শহরে সবুজের সমারোহ আরও বেড়ে গেল৷

ডানিয়েলা স্পেট/এসবি

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ