1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

ডেভিড এবং ভিক্টোরিয়া বেকহ্যামের চতুর্থ সন্তান আসছে

১০ জানুয়ারি ২০১১

ডেভিড এবং ভিক্টোরিয়া বেকহ্যাম গ্রীষ্মে তাঁদের চতুর্থ সন্তান আশা করছেন৷ লস অ্যাঞ্জেলেস ভিত্তিক এই দম্পতির ইতোমধ্যেই তিনটি পুত্র সন্তান রয়েছে৷ ব্রুকলিন(১১), রোমিও(৮) এবং ক্রুজ(৫) এই খবরে দারুণ খুশি বলে জানানো হয়েছে৷

ফুটবলার ডেভিড এবং সাবেক স্পাইস গার্ল ভিক্টোরিয়া যখন জাপানেছবি: AP

সাবেক ম্যানচেস্টার ইউনাইটেড ও ইংল্যান্ড স্টার ডেভিড, সাবেক স্পাইস গার্ল ভিক্টোরিয়াকে বিয়ে করেন ১৯৯৯ সালে৷ তবে তাঁদের চতুর্থ মণিটি কবে আসছে তার সঠিক তারিখ জানাতে অস্বীকার করেছেন ভিক্টোরিয়া বেকহ্যামের মুখপাত্রী৷ তিনি জানান, এই খবরে স্বাভাবিকভাবেই দুই পরিবারই খুব খুশি৷ এই খবর যেদিন ঘোষণা করা হয়, একই দিনে আরো একটি ঘোষণায় জানানো হয়, ৩৫ বছর বয়সী বেকহ্যাম ১০ ফেব্রুয়ারি পর্যন্ত টটেনহ্যামে প্রশিক্ষণ নিতে রাজি হয়েছেন৷ এর আগে ধারণা করা হয়েছিল, লস এ্যাঞ্জেলেস গ্যালাক্সি স্টার এবং বীমা প্রিমিয়ামের মধ্যে চুক্তি নিয়ে জটিলতা দেখা দেওয়ায়, বেকহ্যাম ক্লাবের জন্যে নাও খেলতে পারেন৷ তবে টটেনহ্যামের বস বলেছিলেন তিনি আশা ছাড়ছেন না৷ আলোচনা চালিয়ে যাচ্ছেন৷

বেকহ্যাম পরিবারের সদস্যরা বর্তমানে যুক্তরাজ্যে রয়েছেন৷ হার্টফোর্ডশায়ারে তাদের একটি ম্যানশনও রয়েছে৷ ফেব্রুয়ারিতে ভিক্টোরিয়া বেকহ্যামের নিউ ইয়র্ক ফ্যাশন উইকে যোগদান এবং ডেভিড বেকহ্যামের লস এ্যাঞ্জেলেস গ্যালাক্সিতে ফিরে না যাওয়া পর্যন্ত, বেকহ্যাম পরিবার যুক্তরাজ্যেই থাকবেন বলে আশা করা হচ্ছে৷

৩৬ বছর বয়সী ভিক্টোরিয়া বেকহ্যাম সাম্প্রতিক বছরগুলোতে ফ্যাশনের দিকে ঝুঁকে পড়েছেন৷ খুব সফলভাবেই তিনি তার নিজস্ব লেবেলের জিনিসপত্র তৈরী করতে শুরু করেছেন৷ ভোগ ম্যাগাজিনের ২০১১ সালের ফেব্রুয়ারি সংখ্যায় ভিক্টোরিয়া বেকহ্যাম আরেকটি সন্তান হওয়ার চিন্তা-ভাবনার কথা প্রকাশ করেন৷ তিনি বলেন, ‘‘হয়তো বা আরেকটি সন্তান, তবে মেয়ে হবার সম্ভাবনা খুব কম৷''

প্রতিবেদন:ফাহমিদা সুলতানা

সম্পাদনা:অরুণ শঙ্কর চৌধুরী

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ

ডয়চে ভেলে থেকে আরো সংবাদ