1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

চীনা ফুটবলের দূত হচ্ছেন বেকহ্যাম

৫ মার্চ ২০১৩

রেয়াল মাদ্রিদের গ্যালাকটিকো, লস অ্যাঞ্জেলেস গ্যালাক্সি এবং প্যারিস স্যাঁ-জার্মাঁ’র পর বেকহ্যাম ব্র্যান্ড নেমটি এবার কাজে লাগবে চীনা ফুটবলের মলিন ভাবমূর্তিকে পালিশ করতে৷

ছবি: picture-alliance/dpa

চীনা ফুটবলের এখন ঠিক হাঁড়ির হাল না হলেও, অবস্থা খুব ভালো নয়৷ বাইরে থেকে দিদিয়ের দ্রোগবা কি নিকোলা আনেল্কা'র মতো – একটু প্রবীণ হলেও – যে সব আন্তর্জাতিক তারকাদের বহু অর্থব্যয়ে আনা হয়েছিল চীনা প্রিমিয়ার লিগের আকর্ষণীয়তা বাড়াতে, তারা একটি মরশুমের পরেই উঁচু মানের ফুটবলের টানে চীন ছেড়ে অন্যত্র গেছেন৷

বিশ্বে চীনা ফুটবলের দূত হচ্ছেন ডেভিড বেকহ্যামছবি: picture-alliance/dpa

চীনা ফুটবলে দুর্নীতি, বিশেষ করে ম্যাচ-ফিক্সিং, সুবিদিত৷ সেই সূত্রেই চীনা ফুটবল সমিতি সিএফএ বিগত তিন বছর ধরে আস্তাবল সাফ করার চেষ্টা করে আসছে এবং সম্প্রতি ফুটবলের ৫৮ জন কর্মকর্তাকে শাস্তি দিয়েছে৷ সব মিলিয়ে বেকহ্যামকে বিশ্বব্যাপী চীনা ফুটবলের ব্র্যান্ড অ্যাম্বাস্যাডার করার আদর্শ সময়৷

৩৭ বছর বয়সী বেকহ্যাম গতবছরের লন্ডন অলিম্পিক্সের জন্য স্পেশাল অ্যাম্বাস্যাডার ছিলেন৷ এবার তাঁর কাজ হবে চাইনিজ সুপার লিগ সিএসএল'কে বিশ্বের দরবারে হাজির করা এবং ১৫০ কোটি মানুষের দেশ গণপ্রজাতন্ত্রী চীনে ফুটবলকে জনপ্রিয় করা৷

বেকহ্যাম একটি বিবৃতিতে বলেছেন, চীনা ফুটবলের ইতিহাসে এমন একটি বিশেষ মুহূর্তে এ'ধরনের একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করার সুযোগ পেয়ে তিনি নিজেকে সম্মানিত বোধ করছেন৷ অপরদিকে সিএফএ তাদের বিবৃতিতে বলেছে, ২০১৩ সালে চীনে পেশাদারি ফুটবল বিশ বছর পার করবে৷ ডেভিড বেকহ্যামের দৌত্য চীনা ফুটবল ও সিএসএল'এর প্রতি সারা বিশ্বের মনোযোগ আকর্ষণ করবে বলে তাদের ধারণা৷

এ'বছরের চীনা সুপার লিগের মরশুম শুরু হচ্ছে আগামী শুক্রবার৷ বেকহ্যাম সিএসএল'এর বিভিন্ন খেলা দেখবেন, ক্লাবগুলোয় গিয়ে চীনা ফুটবল সম্পর্কে ধারণা করবেন৷ সবচেয়ে বড় কথা, তিনি চীনের কচিকাঁচাদের ফুটবল খেলার প্রেরণা যোগাবেন ও তাদের জন্য আদর্শ হয়ে উঠবেন৷

বেকহ্যামের ভাষায়: ‘‘(ফুটবল) একটি চমৎকার খেলা যা সারা পৃথিবীর মানুষদের উৎসাহিত করে এবং গোটা পরিবারকে এক করে৷ কাজেই আমি আরো বেশি ফ্যানদের এই খেলাটার সঙ্গে পরিচয় করিয়ে দেওয়ার সুযোগ পেয়ে খুশি৷''

এসি / এসবি (রয়টার্স)

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য
স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ

ডয়চে ভেলে থেকে আরো সংবাদ