1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

ডেসটিনি’র কার্যক্রম

৭ এপ্রিল ২০১২

বাংলাদেশের বিতর্কিত বেসরকারি বাণিজ্যিক প্রতিষ্ঠান ডেসটিনি-২০০০ বন্ধ করে দিতে পারে সরকার৷ অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিত জানিয়েছেন, এই প্রতিষ্ঠানটির কার্যক্রম তদন্তে একাধিক অনুসন্ধান কমিটি গঠন করা হয়েছে৷

Korruption in Bangladesch, Banknoten als Bestechung Datum: 06.12.2011 Eigentumsrecht: AHM Abdul Hai, Bengali Redaktion, DW, Bonn
Symbolbild Bangladesch Korruption Banknoten Geld Bestechungছবি: DW

তারা যাতে তাদের সম্পদ সরিয়ে ফেলতে না পারে সেই ব্যবস্থা নেয়া হয়েছে৷ প্রতিষ্ঠানটি উচ্চ মুনাফার প্রলোভন দেখিয়ে ঢাকাসহ সারাদেশ থেকে সাধারণ মানুষের কয়েক হাজার কোটি টাকা নিয়েছে৷

সারা দেশে ডেসটিনি-২০০০ এর গ্রাহক রয়েছে প্রায় এক কোটি৷ আর তাদের শাখা রয়েছে কয়েক হাজার৷ তারা মুলত উচ্চ মুনাফার প্রলোভন দেখিয়ে সাধারণ মানুষের কাছ থেকে অর্থ নেয়৷ সর্বশেষ তারা কো-অপারেটিভ হাউজিংয়ের নামে বাংলাদেশ ব্যাংকের অনুমোদন ছাড়াই ব্যাংকিং কার্যক্রম শুরু করে৷ আর শেয়ার বিক্রির নামে মানুষের কাছ থেকে টাকা সংগ্রহ করে৷ বাংলাদেশ ব্যাংক তদন্ত করে তাদের এই কাজকে অবৈধ এবং প্রতারণা মূলক বলে রিপোর্ট দেয়৷

বাংলাদেশে এরকম আরো একটি প্রতিষ্ঠান ‘যুবক' ২০০৬ সালে সরকার বন্ধ করে দেয়৷ তারাও সাধারণ মানুষের কাছ থেকে কয়েক হাজার কোটি টাকা হাতিয়ে নিয়েছিল৷ অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিত সাংবাদিকদের জানিয়েছেন, যুবক বন্ধের আগেই তদন্ত চলাকালে তাদের সম্পদ সরকার জিম্মায় নিয়ে নেয়৷ এখন পুরো তদন্ত শেষ করে ওই সম্পদ থেকে সাধারণ মানুষের অর্থ ফেরত দেয়া হবে৷ একই ভাবে ডেসটিনি-২০০০-এর বিরুদ্ধেও একাধিক দল সরকারের নির্দেশে তদন্ত করছে৷ আর এই পর্যায়ে যেন তারা কোন সম্পদ স্থানান্তর করতে না পারে তার ব্যবস্থা নেয়া হয়েছে৷ যাতে ওই সম্পদ থেকে সাধারণ মানুষের অর্থ ফেরত দেয়া যায়৷

অর্থমন্ত্রী জানান, মাল্টি লেভেল মার্কেটিং বা এমএলএম-এর নামে ডেসটিনিসহ যেসব প্রতিষ্ঠান প্রতারণা করছে তা বন্ধে আইন প্রণয়ন করা হবে৷ তবে তিনি মনে করেন, সমবায়ের নামেও অনেক প্রতারক প্রতিষ্ঠান আছে৷ তারা বাংলাদেশ ব্যাংকের অনুমোদন ছাড়াই নানা ধরনের ব্যাংকিং কার্যক্রম চালাচ্ছে৷

বাংলাদেশে ডেসটিনির মতো ছোট বড় শতাধিক প্রতিষ্ঠান আছে৷তারা মাল্টি লেভেল মার্কেটিংএর নামে সাধারণ মানুষের সঙ্গে প্রতারণা করছে৷ তাই বাংলাদেশ ব্যাংক এধরনের প্রতিষ্ঠানের সঙ্গে লেনদেন না করতে সাধারণ মানুষকে সতর্ক করে দিয়েছে৷ ডেসটিনি-২০০০ সাধারণ মানুষের টাকায় টেলিভিশন চ্যানেল, সংবাদপত্র, শিল্প প্রতিষ্ঠান গড়ে তুলেছে৷ এসব প্রতিষ্ঠান এখন সরকারের নজরদারিতে আছে৷

প্রতিবেদন: হারুন উর রশীদ স্বপন, ঢাকা

সম্পাদনা: হোসাইন আব্দুল হাই

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ

ডয়চে ভেলে থেকে আরো সংবাদ