জিকা ভাইরাস, জন্মনিরোধ, গর্ভপাত ও ডোনাল্ড ট্রাম্প সম্পর্কে মন্তব্য করেছেন পোপ৷ তাঁকে ‘খ্রিষ্টান নয়' বলায় ট্রাম্প শুরু করেছেন পোপের সমালোচনা৷আইএস ভ্যাটিক্যানে হামলা চালালেই নাকি বোঝা যাবে ট্রাম্প কত বড় খ্রিষ্টান৷
বিজ্ঞাপন
মেক্সিকো সফর শেষে ভ্যাটিকানে ফেরার আগে সাংবাদিকদের মুখোমুখি হয়েছিলেন ক্যাথলিক খ্রিষ্টানদের সর্বোচ্চ ধর্মগুরু পোপ ফ্রান্সিস৷ আধুনিক মনস্কতা এবং বেশ সাহসী মন্তব্যের কারণে ইতিমধ্যে আলোচিত পোপ আবারও আলোচনায় এসেছেন তাঁর কিছু মন্তব্যের কারণে৷ জিকা ভাইরাসের প্রাদূর্ভাব রোধের বিষয়ে কথা বলতে গিয়ে জন্ম নিয়ন্ত্রণ এবং গর্ভপাতের বিষয়েও সরাসরি মন্তব্য করেছেন ৮০ বছর বয়সি ধর্মীয় নেতা৷ এমনিতে জন্মনিরোধ এবং গর্ভপাতের বিরোধী হলেও জিকা ভাইরাসের কারণে শিশুর ‘ত্রুটিযুক্ত জন্মের' চেয়ে জন্মনিরোধ এবং গর্ভপাত কম খারাপ কিনা – এমন একটি প্রশ্নের জবাবে পোপ বলেছেন, ‘‘গর্ভপাত মোটেই কম অশুভ নয়৷ গর্ভপাত একটি অপরাধ৷ এটা একজনকে বাঁচানোর জন্য আরেকজনকে মেরে ফেলার নামান্তর৷ এমন কাজ মাফিয়ারা করে থাকে৷''
তবে গর্ভধারণ এড়ানোর জন্য ব্যবস্থা গ্রহণ সম্পর্কে পোপ ফ্রান্সিস বলেন, ‘‘গর্ভধারণ এড়ানোটা কখনোই চূড়ান্ত রকমের অশুভ বিষয় নয়৷''
জিকা ভাইরাসের সংক্রমণ মূলত সংক্রমিত মশার কারণেই হয়৷ তবে অনিয়ন্ত্রিত যৌনমিলনের কারণেও কিছু মানুষের সংক্রমিত হওয়ার প্রমাণ পাওয়া গেছে৷
প্রয়োজনে জন্মনিরোধক ব্যবহার করায় কোনো সমস্যা নেই – এমন মত প্রকাশ করতে গিয়ে চার দশক আগে যে একজন ক্যাথলিক ধর্মযাজকের অনুমতিতে সন্ন্যাসিনীরাও জন্মনিরোধক ব্যবহার করেছিলেন সেই দৃষ্টান্ত তুলে ধরেন পোপ ফ্রান্সিস৷ তিনি জানান, পোপ পল (ষষ্ঠ)-এর সময়ে একবার আফ্রিকায় মানবিক সেবাদানের মিশনে গিয়ে ধর্ষণের ঝুঁকির মুখোমুখি হয়েছিলেন খ্রিষ্টান সন্ন্যাসীরা৷ ধর্ষণের কারণে অনেকে অনাকাঙ্খিতভাবে গর্ভধারণও করেছিলেন৷ তখন সন্ন্যাসীদের গর্ভনিয়ন্ত্রণের জন্য আগাম ব্যবস্থা নেয়ার অনুমতি দিয়েছিলেন বলে জানান পোপ ফ্রান্সিস৷
জিকা ভাইরাস ছড়ানো মশা মারতে মাছ ও ব্যাঙ
দক্ষিণ অ্যামেরিকায় জিকা ভাইরাসের ‘ভেক্টর’ প্রতিরোধে নানা ধরনের পন্থা নেওয়া হচ্ছে – তাদের অধিকাংশই প্রকৃতিদত্ত অথবা জেনেটিক ইঞ্জিনিয়ারিং পদ্ধতিতে সৃষ্ট৷ লক্ষ্য হলো, মশার লার্ভা বা কীট বিনষ্ট করে মশা কমানো৷
ছবি: Reuters/U. Marcelino
মশককীট খেকো মাছ
এল সালভাদর-এর সান দিয়েগো সৈকতে কিশোররা জাম্বো নামের এক ধরনের মোটা স্লিপার মাছ ধরে আনে৷ পরে জল রাখার পিপেয় এই জাম্বো মাছ ছেড়ে দিলে, সেই মাছ মশার লার্ভে বা কীটগুলোকে খেয়ে ফেলে৷ ‘এডিস এজিপ্টাই’ মশার কামড় থেকেই জিকা ভাইরাস ছড়ায়৷ (ছবিতে ব্রাজিল-এর একটি মিষ্টি জলের মাছকে দেখা যাচ্ছে)৷
ছবি: Matheus Volcan
মশা দিয়ে মশা মারা
জিকা ভাইরাস মায়ের পেটের ভ্রুণে মাইক্রোসেফালি রোগের অবতারণা ঘটায়, যা থেকে নবজাতকের মস্তক ও মস্তিষ্কের বিকাশ স্বাভাবিকের তুলনায় ছোট হয়৷ নয়ত জিকা ভাইরাসের জ্বর প্রাণঘাতী নয়৷ কলম্বিয়া আর ব্রাজিলেই জিকা ভাইরাসের প্রকোপ আপাতত সবচেয়ে বেশি৷ কলম্বিয়ার আন্তিয়োকিয়া বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞানীরা মশকদের মধ্যে ওলবাখিয়া নামের একটি জীবাণু ছড়ানোর চেষ্টা করছেন, যার ফলে এডিস মশা মানুষকে সংক্রমিত করতে পারবে না৷
ছবি: Imago
মশাখেকো ব্যাঙ
যেখানে বিপদ, সেখানেই ব্যবসা ফাঁদার সুযোগ ও সম্ভাবনা৷ তাই আর্জেন্টিনায় সাত ডলার দরে ব্যাঙ বিক্রি হচ্ছে – সেই ব্যাঙ নাকি মশার বংশ ধ্বংস করে মানুষজনকে এডিস আর জিকার হাত থেকে বাঁচাবে৷ এ কাজে ব্যাঙ নাকি মশা তাড়ানোর ক্রিমের চেয়ে বেশি কার্যকর৷
ছবি: picture alliance/WILDLIFE/P. Oxford
অরগ্যানিক কীটনাশক
‘এডিস এজিপ্টাই’ মশা শুধু জিকা নয়, ডেঙ্গু রোগের ভাইরাস ও চিকুঙ্গুনিয়া জ্বরের ভাইরাসও বহন করে৷ এই মশার কীট ধ্বংসের জন্য পেরুতে কোকো, ইউকা, অ্যাসপারাগাস আর আলু মিশিয়ে একটি ‘বায়োলার্ভিসাইড’ বা অরগ্যানিক কীটনাশক তৈরি করা হচ্ছে৷
ছবি: AP
তেজস্ক্রিয়তা দিয়ে মশার প্রজনন ক্ষমতা রোধ
ব্যাপারটা নিয়ে আপাতত পরীক্ষা-নিরীক্ষা চলেছে৷ মূল ধারণাটা হলো, মশকদের উপর রশ্মি বিকিরণের ফলে পুরুষ মশারা নিষ্ফলা হয়ে পড়বে, কাজেই নারী মশারা ডিম পাড়তে পারবে না৷
ছবি: Kerry Skyring
ধোঁয়া দিয়ে মশা তাড়ানো
এককালে গোয়ালঘরে যা করা হতো, জিকা-ডেঙ্গুর তাড়নায় সেই পুরনো পদ্ধতিই এখন সবচেয়ে জনপ্রিয় হয়ে উঠেছে, বিশেষ করে যখন অধিকাংশ দেশেই ডিডিটি ছড়ানো নিষিদ্ধ৷ মুশকিল এই যে, ধোঁয়া দিয়ে মশা তাড়ানো গেলেও, মশার ডিম ও কীট অক্ষত থেকে যায়৷
ছবি: Reuters/O. Rivas
6 ছবি1 | 6
যুক্তরাষ্ট্রের রিপাবলিকান দলের নেতা ডোনাল্ড ট্রাম্প সম্পর্কেও তাঁর মন্তব্য জানতে চেয়েছিলেন সাংবাদিকরা৷ ট্রাম্প যে ১ কোটি ১০ মানুষকে যুক্তরাষ্ট্র থেকে বের করে দেয়ার ঘোষণা দিয়েছেন, বলেছেন প্রেসিডেন্ট হলে তিনি যুক্তরাষ্ট্র-মেক্সিকো সীমান্তে দেয়াল তুলে অভিবাসীদের স্রোত বন্ধ করবেন – এ সব সম্পর্কে পোপের মন্তব্য, ‘‘কোনো ব্যক্তি যদি সেতু না গড়ে মানুষের মাঝে দেয়াল গড়তে চায়, তাহলে সে খ্রিষ্টান নয়৷''
এই মন্তব্য শুনে তেলেবেগুনে জ্বলে উঠেছেন ডোনাল্ড ট্রাম্প৷ উল্টে পোপ ফ্রান্সিসের সমালোচনা করে বলেছেন, ‘‘একজন ধর্মীয় নেতার কারো ধর্মবিশ্বাস নিয়ে প্রশ্ন তোলাটা খুব লজ্জাজনক৷'' এখানেই থেমে থাকেননি ট্রাম্প৷ নিজের ধর্মানুরাগ সম্পর্কে ধারণা দিতে গিয়ে বিতর্কিত এই রিপাবলিকান নেতা বলেন, ‘‘আমরা তো জানি আইএস বা আইসিস-এর প্রধান লক্ষ্য হলো ভ্যাটিকানে হামলা চালানো৷ আমি নিশ্চিতভাবেই বলতে পারি, আইসিস যদি কখনো ভ্যাটিকানে হামলা চালায় তখন পোপ নিশ্চয়ই ভাববেন ডোনাল্ড ট্রাম্প প্রেসিডেন্ট হলেই ভালো হতো, কেননা তিনি থাকলে কখনোই এ হামলা হতো না৷''
জিকা ভাইরাস সম্পর্কে আপনার যা জানা উচিত
বর্তমানে আলোচিত এক ভাইরাস ‘জিকা’৷ ভারত, পাকিস্তানে এই ভাইরাস ছড়িয়ে পড়ার খবর পাওয়া গেলেও বাংলাদেশ এখনও এ থেকে মুক্ত৷ তবে সতর্ক থাকতে হবে৷
ছবি: picture-alliance/AP Photo/F. Dana
লক্ষণ
জ্বর, ব়্যাশ (চামড়ায় লাল ফুসকুড়ি), গোঁড়ালিতে ব্যথা, চোখ লাল হয়ে যাওয়া – জিকা ভাইরাসে আক্রান্ত হলে সাধারণত এ সব লক্ষণ দেখা দেয়৷ এছাড়া পেশীতে ও মাথায়ও ব্যথা হতে পারে৷ জিকা ভাইরাসে আক্রান্ত প্রতি পাঁচজনের মধ্যে একজনের অসুস্থ হওয়ার সম্ভাবনা থাকে৷
ছবি: Getty Images/AFP/N. Almeida
নামকরণের ইতিহাস
‘জিকা’ নামটি নেয়া হয়েছে উগান্ডার জিকা বন থেকে৷ ১৯৪৭ সালে হলুদ জ্বর নিয়ে গবেষণার সময় বিজ্ঞানীরা জিকা বনে একটি খাঁচায় একটি বানর রাখে৷ পরে বানরটি জ্বরে পড়লে তার দেহে একটি সংক্রামক এজেন্টের উপস্থিতি শনাক্ত করা হয়৷ ১৯৫২ সালে এর নাম দেয়া হয় জিকা ভাইরাস৷ এরপর ১৯৫৪ সালে নাইজেরিয়ায় এক মানুষের দেহে এই ভাইরাস পাওয়া যায়৷
ছবি: Reuters/R. Paiva
যেসব দেশে ছড়িয়েছে
২০১৫ সাল নাগাদ আফ্রিকা, দক্ষিণ-পূর্ব এশিয়া এবং দক্ষিণ ও মধ্য অ্যামেরিকার কয়েকটি দেশে এই ভাইরাস ছড়িয়ে পড়ে৷ সম্প্রতি যুক্তরাষ্ট্রের দু’জন নাগরিকের শরীরেও এই ভাইরাসের সংক্রমণ ধরা পড়েছে৷
যেভাবে ছড়ায়
এডিস ইজিপ্টি নামের মশার কামড়ের মাধ্যমে এই ভাইরাস মানুষের শরীরে প্রবেশ করে৷ ফলে মশার কামড় থেকে বাঁচার যে উপায়গুলো আছে সেগুলো মেনে চললেই এই ভাইরাসের আক্রমণ থেকে বাঁচা যাবে৷
ছবি: picture-alliance/J. Gathany/Centers for Disease Control and Prevention via AP
গর্ভবতী নারীরা বেশি সাবধান!
সম্প্রতি একটি বিষয়ে নিশ্চিত হতে পারছেন না গবেষকরা৷ তাঁদের কারও মত হচ্ছে, কয়েকটি দেশে শিশুদের ‘মাইক্রোসেফালি’ রোগে আক্রান্ত হওয়ার কারণ জিকা ভাইরাসে আক্রান্ত গর্ভবতী মা৷ এই রোগ হলে শিশুদের মস্তিষ্কের গঠন ঠিকমতো হয় না, ফলে শিশুর বুদ্ধি প্রতিবন্ধী হওয়া, শারীরিক বৃদ্ধি অস্বাভাবিক বা বিলম্বিত হওয়া থেকে শুরু করে অকালে মারা যাওয়ার আশঙ্কাও বেড়ে যায়৷ বৈজ্ঞানিকভাবে অবশ্য এটি এখনও প্রমাণ করা যায়নি৷
ছবি: picture-alliance/AP Photo/F. Dana
ভ্যাকসিন নেই
এই রোগের চিকিৎসায় এখনও কোনো প্রতিষেধক আবিষ্কৃত হয়নি৷ ফলে সতর্ক থাকাটাই হবে সবচেয়ে বুদ্ধিমানের কাজ৷ অবশ্য এই রোগে আক্রান্ত হয়ে মারা যাওয়ার ঘটনা বিরল৷
ছবি: Reuters/J. Cabezas
6 ছবি1 | 6
এসিবি/ডিজি (এএফপি, রয়টার্স, ডিপিএ)
পোপ ফ্রান্সিস ডোনাল্ড ট্রাম্প সম্পর্কে বলেছেন, ‘‘কোনো ব্যক্তি যদি সেতু না গড়ে মানুষের মাঝে দেয়াল গড়তে চায়, তাহলে সে খ্রিষ্টান নয়৷'' প্রিয় পাঠক, আপনি কি তাঁর সঙ্গে একমত? নীচে আপনার মন্তব্য লিখুন৷