1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

ট্রাম্প আর ক্লিনটনের ‘যুদ্ধ'

১৯ অক্টোবর ২০১৬

ভোট যুদ্ধের আগে চলছে কথার যুদ্ধ৷ কখনো জনসভায়, কখনো বা স্টুডিওতে৷ তবে গত কিছুদিন ধরে যুক্তরাষ্ট্রের দুই প্রেসিডেন্ট পদপ্রার্থীর অন্য এক যুদ্ধ দেখে রসিকজন অফুরান আনন্দ পাচ্ছেন৷ প্রায় ২০ লক্ষ বার দেখা হয়েছে সেই ‘যুদ্ধ'!

USA Chicago Kostümladen Trump und Hillary Masken
যুক্তরাষ্ট্রে নির্বাচনী হাওয়াছবি: DW/M. Santos

সত্যিই তিন সপ্তাহের একটু বেশি সময়ে প্রায় ২০ লক্ষ বার দেখা হয়েছে হিলারি ক্লিনটন আর ডোনাল্ড ট্রাম্পের ভীষণ মজাদার এক ‘যুদ্ধ'৷ কয়েকদিন আগে ডেমোক্র্যাট দলের প্রার্থী হিলারি ক্লিনটন আর রিপাবলিকান দলের প্রার্থী ডোনাল্ড ট্রাম্পের বিতর্ক দেখে যাঁরা হতাশ হয়েছেন, তাঁরা চাইলে এই প্রতিযোগিতাটা দেখতে পারেন৷ প্রতিযোগিতাটা অবশ্য কাল্পনিক৷ রাজনৈতিক বিতর্কের নামে কাদা ছোড়াছুড়ি না করে দুই প্রেসিডেন্ট প্রার্থী যে অন্যরকম সুস্থ প্রতিযোগিতাতেও একে অন্যকে হারানোর চেষ্টা করতে পারতেন, ছোট্ট এক ভিডিওতে তা-ই দেখানো হয়েছে৷

ভিডিওতে হিলারি আর ট্রাম্প সেজে নেচেছেন দুই মডেল৷ দুর্দান্ত নাচ৷ নাচের আগে ‘ডিবেট', অর্থাৎ বিতর্কও ছিল৷ সেখানে ট্রাম্পকে প্রথমেই দু' হাত দেখিয়ে বলতে শোনা যায়, ‘‘এই দেখুন, আমার হাতের আকারে কোনো সমস্যা নেই৷'' হিলারি ক্লিনটন বলে ওঠেন, ‘‘তিনি সত্যিই যদি মনে করেন যে তাঁর কিছু লুকানোর নেই, তাহলে ‘ট্যাক্স রিটার্ন' বিষয়ক সমস্ত তথ্য প্রকাশ করছেন না কেন?'' বেমক্কা প্রশ্নের প্রাথমিক ধাক্কা সামলে ট্রাম্পের জবাব,‘‘হিলারি, আমি সেটা ই-মেল করে পাঠিয়েছিলাম, কিন্তু আপনি সম্ভবত সেটা ডিলিট করে দিয়েছেন৷'' এরকম মজার প্রশ্নোত্তর পর্বের পরেই শুরু হয় নাচের প্রতিযোগিতা৷ সেই প্রতিযোগিতার নাম দেয়া হয়েছে, ‘ড্যান্স ব্যাটেল', অর্থাৎ ‘নাচের যুদ্ধ'৷ সেই যুদ্ধে কে জিতেছেন? ভিডিওটি দেখে আপনিই বলুন!

এসিবি/জেডএইচ

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ

ডয়চে ভেলে থেকে আরো সংবাদ