1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

ডোপিং’এর দায়ে আজীবন নিষিদ্ধ আর্মস্ট্রং

২৪ আগস্ট ২০১২

অ্যামেরিকার বিখ্যাত সাইক্লিস্ট ল্যান্স আর্মস্ট্রং ডোপিং’এর দায়ে তাঁর ‘ট্যুর দ্য ফ্রঁস’ শিরোপা হারাচ্ছেন৷ একইসঙ্গে তাঁকে আজীবন নিষিদ্ধ করা হয়েছে৷ আর্মস্ট্রং অবশ্য তাঁর বিরুদ্ধে আনীত অভিযোগ অস্বীকার করেছেন৷

ছবি: dapd

মার্কিন অ্যান্টি ডোপিং সংস্থা ইউএসএডিএ শুক্রবার আর্মস্ট্রং'এর সাতটি ‘ট্যুর দ্য ফ্রঁস' খেতাব বাতিলের সিদ্ধান্ত নিয়েছে৷ ইতিমধ্যে অবসর গ্রহণ করা এই সাইক্লিস্টকে আজীবন নিষিদ্ধ করার ঘোষণাও দিয়েছে সংস্থাটি৷ ৪০ বছর বয়সি আর্মস্ট্রং ১৯৯৯ থেকে ২০০৫ সাল অবধি টানা সাতবার সবচেয়ে মর্যাদাপূর্ণ ‘ট্যুর দ্য ফ্রঁস' সাইকেল প্রতিযোগিতার খেতাব জয় করেন৷

ইউএসএডিএ প্রধান ট্রাভিস টাইগার্ট জানিয়েছেন, ১৯৯৮ সালের পহেলা আগস্ট থেকে আর্মস্ট্রং যেসব পদক পেয়েছেন, সেগুলো ফেরত দিতে হবে৷ গত জুন মাসে ইউএসএডিএ তাঁর বিরুদ্ধে ডোপিং এবং তাঁর বিশ্বচ্যাম্পিয়ান দলের বিরুদ্ধে নীতি ভঙ্গের বিষয়াদি ধামাচাপা দেওয়ার ষড়যন্ত্রের অভিযোগ আনে৷ ডোপিং কর্মকাণ্ড গোপন করতে আর্মস্ট্রংকে সহায়তা করায় আরো পাঁচ সাইক্লিস্টের বিরুদ্ধে অভিযোগ আনা হয়েছে৷ অ্যান্টি ডোপিং সংস্থাটি এক চিঠিতে জানিয়েছে, ২০০৯ এবং ২০১০ সালে আর্মস্ট্রং'এর কাছ থেকে সংগৃহীত নমুনাগুলো ডোপিং'এর সঙ্গে ‘পুরোপুরি সঙ্গতিপূর্ণ'৷

ল্যান্স আর্মস্ট্রং’এর সাতটি ‘ট্যুর দ্য ফ্রঁস' খেতাবই হয়ত কেড়ে নেয়া হবে...ছবি: dapd

টাইগার্ট এক বিবৃতিতে বলেছেন, ‘‘আমাদের মতো যারা খেলাধুলা এবং ক্রীড়ানায়কদের ভালেবাসেন, তাদের জন্য আজ এক দুঃখের দিন৷''

এদিকে ল্যান্স আর্মস্ট্রং জানিয়েছেন, ইউএসএডিএ'এর এই সিদ্ধান্তের বিরুদ্ধে আর লড়াই করবেন না তিনি৷ তবে তাঁর বিরুদ্ধে আনীত সকল অভিযোগ তীব্রভাবে প্রত্যাখ্যান করেছেন আর্মস্ট্রং৷ এক বিবৃতিতে তিনি বলেন, ‘‘ট্রাভিস টাইগার্ট যাই বলুক না কেন, এই অদ্ভুত এবং ঘৃণ্য দাবির সপক্ষে তাঁর কাছে কোনো বাস্তবিক তথ্যপ্রমাণ নেই৷'' অবসরপ্রাপ্ত এই সাইক্লিস্ট বরং ইউএসএডিএ'র বিরুদ্ধে আইন ভঙ্গের অভিযোগ এনেছেন৷ তিনি দাবি করেন, আট বছরের সীমাবদ্ধতা সত্ত্বেও সংস্থাটি তাঁর বিরুদ্ধে ১৭ বছরের পুরনো অভিযোগ এনেছে৷ তিনি সংস্থাটির ডোপিং পরীক্ষার পদ্ধতি নিয়ে প্রশ্ন তোলেন এবং তাঁর বিরুদ্ধে কর্তৃপক্ষের আনীত অভিযোগ চ্যালেঞ্জ করেন৷

আর্মস্ট্রং বলেন, ‘‘ইউএসএডিএ একটি পেশাদার আন্তর্জাতিক সাইকেল প্রতিযোগিতার উপর নিয়ন্ত্রণ দাবি করতে পারে না৷ তাসত্ত্বেও তারা আমার সাতটি ‘ট্যুর দ্য ফ্রঁস' খেতাবে কেড়ে নিতে চাইছে৷''

এআই / ডিজি (এএফপি, ডিপিএ, রয়টার্স)

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য
স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ

ডয়চে ভেলে থেকে আরো সংবাদ

ইউরোপ