1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

ডোনাল্ড ট্রাম্পকে রুখবে কে?

গ্রেহেম লুকাস/এসি২৬ ফেব্রুয়ারি ২০১৬

রিপাবলিকান প্রেসিডেন্ট পদপ্রার্থীর খোঁজে গত কয়েক মাস ধরে যা চলেছে, তা'তে অ্যামেরিকা ও বাকি বিশ্ব আশ্চর্য৷ বৈষম্য ও বিদ্বেষের ওপর নির্ভর করে ডোনাল্ড ট্রাম্পের প্রচার সাফল্যে বিস্মিত ডিডাব্লিউ-র গ্রেহেম লুকাস৷

Donald Trump Fans Nevada USA Wahlkampf
ছবি: Reuters/J.Young

একাধারে গেম শো হোস্ট ও বিলিওনেয়ার ডোনাল্ড ট্রাম্পের কোনো রাজনৈতিক অভিজ্ঞতা নেই৷ অন্যদিকে তিনি তাঁর প্রতিদ্বন্দ্বী, সংখ্যালঘু ও মহিলাদের সম্পর্কে নানা ধরনের আপত্তিকর কথাবার্তা বলেছেন৷ সব সত্ত্বেও ট্রাম্প এখন তাঁর প্রতিদ্বন্দ্বীদের চেয়ে এগিয়ে৷

আইওয়া ককাসে স্বল্প ব্যবধানে পরাজিত হবার পর ট্রাম্প এবার একাধিক রিপাবলিকান প্রাইমারিতে বিপুল সংখ্যাগরিষ্ঠতায় জিতেছেন৷ রিপাবলিকান ভোটাররা দৃশ্যত ট্রাম্পের ভুঁইফোড় ধরণ-ধারণ পছন্দ করেন৷ তিনি বলেন, তিনি ওয়াশিংটনের ‘এস্ট্যাবলিশমেন্ট', অর্থাৎ ক্ষমতাশীল মহলের অংশ নন৷ তিনি বলেন, তিনি অ্যামেরিকাকে আবার মহান করে তুলবেন - তার অর্থ যাই হোক না কেন৷ মধ্যপ্রাচ্যে আবার মার্কিন সৈন্য পাঠানো থেকে শুরু করে মেক্সিকো সীমান্তে প্রাচীর নির্মাণ, এ সব বিষয়ে নানা হঠকারী মন্তব্য করা ছাড়া ট্রাম্প তাঁর রাজনৈতিক কর্মসূচির বিশেষ কোনো আভাস দেননি৷ বরং আসল বিস্ময়কর বস্তুটি হল এই যে, বাদবাকি রিপাবলিকান প্রার্থীরা ট্রাম্পের সহজাত দুর্বলতাগুলোকে তুলে ধরতে পারেননি অথবা তুলে ধরতে চাননি৷

আগামী পয়লা মার্চ অনুষ্ঠিত হবে যুক্তরাষ্ট্রের দক্ষিণাঞ্চল জুড়ে সুপার টিউসডে-র একাধিক প্রাইমারি৷ গত বৃহস্পতিবারের রিপাবলিকান বিতর্কে যেন তারই কিছুটা আঁচ পাওয়া গেল৷ মার্কো রুবিও ও টেড ক্রুজ, বাদবাকি রিপাবলিকান প্রার্থীদের মধ্যে যারা এগিয়ে, উভয়েই ট্রাম্প-কে আক্রমণ করেছেন - বিশেষ করে তথাকথিত ‘‘ট্রাম্প'' ইউনিভার্সিটির ব্যাপারে৷ হতাশ ছাত্ররা ট্রাম্পের বিরুদ্ধে একাধিক মামলা দায়ের করেছে৷ রুবিও আর ক্রুজ ট্রাম্পের বিরুদ্ধে প্রতারণার অভিযোগ করেন৷ এছাড়া ট্রাম্প যে তাঁর আয়কর সংক্রান্ত নথিপত্র প্রকাশ করেননি, সেজন্যও তাঁর সমালোচনা করা হয়৷ অর্থাৎ ট্রাম্পের দুই প্রতিদ্বন্দ্বী এবার তাঁর নিজের টোটকা প্রয়োগ করে তাঁকে বিব্রত করেছেন৷

গ্রেহেম লুকাস, ডয়চে ভেলে

যারা ঐ টেলিভিশন বিতর্ক দেখেছেন, তারা এখন নিজেদের প্রশ্ন করছেন: ট্রাম্পের প্রতিদ্বন্দ্বীদের তাঁর উপর এ-ধরনের জোরালো আক্রমণ চালাতে এতোদিন লাগল কেন? মিডিয়ার মতোই, ক্রুজ আর রুবিও হয়তো প্রত্যাশা করছিলেন যে, ট্রাম্প নিজের থেকেই উপে যাবেন - একটা বিরাট ভুল৷ কিন্তু বৃহস্পতিবারের বিতর্কের পর এবার তাঁরা সক্রিয় হবেন বলে প্রত্যাশা করা যায়৷ প্রশ্ন হল: বড় দেরি হয়ে যায়নি তো? ট্রাম্প কি সত্যিই মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট হতে চলেছেন? হ্যাঁ, তা সম্ভব৷ তাহলে একটা তালগোল পাকাবে৷

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ