ডোনাল্ড ট্রাম্প কোত্থেকে টাকা ধার করেন, তা জানেন? জার্মানির বৃহত্তম আর্থিক প্রতিষ্ঠান ডয়চে ব্যাংকের কাছ থেকে৷ ডয়চে ব্যাংক ট্রাম্পকে আড়াইশ' কোটি ডলার ঋণ দিয়েছে৷ তবে দেনাদার-পাওনাদারের সম্পর্কটা খুব সহজ নয়৷
বিজ্ঞাপন
ডোনাল্ড ট্রাম্পের পূর্বপুরুষরা এসেছিলেন ফ্রাঙ্কফুর্টের কাছে কালস্টাট নামের একটি ছোট্ট গ্রাম থেকে৷ গ্রামটি আঙুরের ক্ষেত আর ওয়াইন তৈরির জন্য খ্যাত৷ ধনকুবের ট্রাম্পের যখন ঋণের দরকার হয়, তখন সেই ঋণও আসে ফ্রাঙ্কফুর্ট থেকে: ট্রাম্প তার প্রয়োজনীয় অর্থের একটা বড় অংশ পান জার্মানির বৃহত্তম ব্যাংক ডয়চে ব্যাংকের কাছ থেকে, ঋণ হিসেবে৷
ডয়চে ব্যাংকের সঙ্গে ট্রাম্পের লেনদেন শুরু হয় ১৯৯৫ সালে, যখন ট্রাম্প ব্যাংক অফ ম্যানহ্যাটান ট্রাস্ট বিল্ডিং নামে পরিচিত একটি বহুতল ভবন কেনেন৷ ১৯৩০ সালে নির্মিত এই সুদৃশ্য স্কাইস্ক্র্যাপারটি এককালে বিশ্বের সর্বোচ্চ ভবন ছিল৷ ডয়চে ব্যাংকের কাছ থেকে ১২৫ মিলিয়ন ডলার ঋণ নিয়ে ট্রাম্প বাড়িটি কিনতে সমর্থ হন৷ সে-যাবৎ দু'পক্ষের মধ্যে আরো অনেক লেনদেন হয়েছে৷
মিত্র থেকে প্রতিপক্ষ
২০০৩ সালে ডয়চে ব্যাংক ট্রাম্প হোটেলস অ্যান্ড ক্যাসিনো রিসর্টস-কে মোট ৪৬৮ মিলিয়ন ডলারের ঋণ দেয় তথাকথিত ফিক্সড ইনকাম বিনিয়োগ হিসেবে - অর্থাৎ দেনদারকে বছরের বাঁধা তারিখে বাঁধা পরিমাণ অর্থ বা সুদ জমা করতে হবে৷ জার্সি শোর-এ তাঁর ক্যাসিনোগুলো চালানোর জন্য ট্রাম্পের এই ঋণের প্রয়োজন ছিল৷ ব্যবসা পরে লাটে ওঠে যখন কেম্পানির ফ্ল্যাগশিপ ‘তাজ মহল' ক্যাসিনো পর্যন্ত লাভের বদলে লোকসান করতে শুরু করে৷
২০০৫ সালে ডয়চে ব্যাংক শিকাগোর ট্রাম্প ইন্টারন্যাশনাল হোটেল অ্যান্ড টাওয়ারের জন্য ট্রাম্পকে ৬৪০ মিলিয়ন ডলার ঋণ দেয়৷ ডয়চে ব্যাংকের নজর ছিল ১২ মিলিয়ন ডলার ফি-র দিকে৷ এই শিকাগো লেনদেন থেকেই ট্রাম্প আর ডয়চে ব্যাংকের মধ্যে বিরোধের সূচনা৷
ডোনাল্ড ট্রাম্পের মজার ৯টি উক্তি
ট্রাম্পকে পছন্দ বা অপছন্দ যা-ই করুন, তিনি যে পুরোদস্তুর একজন এন্টারটেইনার বা বিনোদনকারী তা আপনিও হয়ত মানবেন৷ এবার ছবিঘরে থাকছে তার অদ্ভুত ও মজার কিছু উক্তি৷
ছবি: Getty Images/B. Pugliano
৭/১১?
‘‘আমি ওখানেই ছিলাম, আমি দেখছিলাম পুলিশ আর দমকলবাহিনী ছোটাছুটি করছে৷ ৭/১১ এ ওয়ার্ল্ড ট্রেড সেন্টার বিধ্বস্ত হওয়ার ঠিক পর মুহূর্তের ঘটনা৷’’ ট্রাম্প আসলে ৯/১১-র কথা বলতে গিয়ে ভুল তারিখ বলেছিলেন৷
ছবি: Reuters/C. Allegri
গোপনাঙ্গের ইঙ্গিত
‘‘এই হাতগুলোর দিকে তাকান, এগুলো ছোট? (রিপাবলিকান প্রতিদ্বন্দ্বী মার্কোর উদ্দেশে) সে বলেছে, যেহেতু আমার হাতগুলো ছোট, তাই অন্য অঙ্গগুলোও ছোট৷ কিন্তু আমি বলছি, না, সেখানে কোনো সমস্যা নেই৷’’ (আসলে ট্রাম্প এখানে পুরুষাঙ্গ বোঝাতে চেয়েছেন৷)
ছবি: Reuters/M. Segar
অন্যের স্ত্রীর ঢাক পেটানো
প্রতিদ্বন্দ্বী প্রার্থী টেড ক্রুজের উদ্দেশ্যে টুইটারে: ‘‘টেড আমার স্ত্রী মেলানিয়ার একটি ছবি তার প্রচারণায় ব্যবহার করেছেন৷ সাবধান টেড, আমিও তোমার স্ত্রীর ঢাক পেটাতে পারি৷’’
ছবি: Reuters/M. Segar
মেয়ে
‘‘ইভাঙ্কা যদি আমার মেয়ে না হতো তাহলে আমি তার সঙ্গে হয়ত প্রেম করতাম৷’’ ইভাঙ্কা ট্রাম্পের বয়স ৩৪ বছর৷
ছবি: picture-alliance/AP Photo/J. Scott Applewhite
হিলারির স্বামী সন্তুষ্টি
‘‘হিলারি যেখানে নিজের স্বামীকে সন্তুষ্ট করতে পারে না, সেখানে পুরো অ্যামেরিকার জনগণকে কীভাবে সন্তুষ্ট করবেন?’’ ট্রাম্পের ইশারা বিল ক্লিনটন আর মনিকার সেই স্ক্যান্ডালের প্রতি৷
ছবি: DW/R. Spina
হিলারি প্রসঙ্গ
‘‘হিলারি ক্লিনটনের জনপ্রিয়তা আসলে ‘নারী’ স্ট্যাম্প এর জন্য৷ সত্যি কথা হলো, তিনি যা অঙ্গীকার করছেন, তার কিছুই দিতে পারবেন না৷ যদি হিলারি পুরুষ হতেন, তাহলে ৫ ভাগও ভোট পেতেন না৷ তিনি নারী বলেই এত ভোট পাচ্ছেন৷ আর মজার ব্যাপার হলো, নারীরা তাকে একদম পছন্দ করেন না৷’’
ছবি: Getty Images/S. Platt
বারাক ওবামার জন্মনিবন্ধন জাল
‘‘একটা গুরুত্বপূর্ণ সূত্র জানিয়েছে, বারাক ওবামার জন্ম নিবন্ধন আসলে জাল-’’ ট্রাম্পের উদ্দেশ্য ওবামার জন্ম যে যুক্তরাষ্ট্রে নয় তা খুঁজে বের করা এবং মানুষকে জানানো৷
ছবি: Getty Images/J.-J. Mitchell
ট্রাম্পের আইকিউ
‘‘আমার আইকিউ সাধারণের চেয়ে অনেক বেশি৷ দুঃখিত, এ নিয়ে আপনাদের দুঃখ পাওয়ার কিছু নেই, কারণ, এতে আপনাদের কোনো হাত নেই৷’’
ছবি: picture alliance/AP Photo/E. Vucci
মেক্সিকোর মানুষ
‘‘যখন মেক্সিকো যুক্তরাষ্ট্রে মানুষ পাঠায়, তারা তাদের সেরা মানুষদের পাঠায় না৷ এমন মানুষদের পাঠায় যাদের সমস্যা রয়েছে আর সেই সমস্যাগুলো তারা আমাদের উপর চাপিয়ে দেয়৷ সেইসব মানুষ মাদক আনে, অপরাধ আনে, পাশাপাশি তারা ধর্ষক৷ কেবল অল্প কয়েকজন ভালো মানুষ৷’’
ছবি: Getty Images/B. Pugliano
9 ছবি1 | 9
ওয়াল স্ট্রিট জার্নাল পত্রিকার বিবরণ অনুযায়ী, ট্রাম্প এই শিকাগো ঋণের ওপর ২০০৮ সালে যে ৩৩৪ মিলিয়ন ডলার দেয়ার কথা ছিল তা দিতে ব্যর্থ হন - তার কারণ নাকি মার্কিন বাড়ি বন্ধকী বাজারে সংকট৷ টাকা ফেরৎ দেওয়া তো দূরের কথা, ট্রাম্প ডয়চে ব্যাংকের বিরুদ্ধে মামলা করে বসেন এই বলে যে, আর্থিক সংকটের কারণে ট্রাম্প পেমেন্ট করতে অসমর্থ হন, সেটাকে ‘অ্যাক্ট অফ গড' বা ঈশ্বরের মর্জি বলে গণ্য করা উচিৎ ও ব্যাংকের উচিৎ, ট্রাম্পকে সময়ে পেমেন্ট করার দায়িত্ব থেকে মুক্তি দেওয়া৷ এমনকি ট্রাম্প ডয়চে ব্যাংকের বিরুদ্ধে আরো তিন বিলিয়ন ডলারের মামলা ঠোকেন এই বলে যে, বাড়ি বন্ধকী বাজারের সংকটের সময় ডয়চে ব্যাংক যেভাবে ঋণ দিয়েছিল, তা থেকেই ট্রাম্পের যাবতীয় সমস্যার সৃষ্টি৷ পরিবর্তে ডয়চে ব্যাংকও ট্রাম্পের বিরুদ্ধে ৪০ মিলিয়ন ডলারের মামলা করে এই বলে যে, ট্রাম্প এই টাকার জন্য ব্যক্তিগত গ্যারান্টি দিয়েছিলেন৷
মিটমাট, কিন্তু তিক্ততা থেকে গেছে
দু'পক্ষই পরে আপোশ করেছে, কিন্তু সম্পর্কটা আর পুরোপুরি ঠিক হয়নি৷ অবশ্য অনুরাগ-বিরাগ এক কথা, আর প্রাইভেট ক্লায়েন্ট সার্ভিস আরেক কথা৷ তাই শিগগিরই ডয়চে ব্যাংক ট্রাম্পকে মিয়ামিতে তাঁর ডোরাল গল্ফ রিসর্ট অ্যান্ড স্পা-র জন্য ১২৫ মিলিয়ন ডলার ঋণ দেয়৷ ট্রাম্পের সঙ্গে আরো বড় একটি লেনদেন হয় ২০১২ সালে, যখন ডয়চে ব্যাংক ট্রাম্পকে ১২৯০, অ্যাভিনিউ অফ দ্য অ্যামেরিকাস ঠিকানায় একটি বহুতল ভবন নির্মাণের জন্য ৯৫০ মিলিয়ন ডলার ঋণ দেয়৷ আপাতত ওয়াশিংটন ডিসি-র ওল্ড পোস্ট অফিসের ডেভেলপমেন্টের জন্য ট্রাম্পকে অর্থ জোগাচ্ছে ডয়চে ব্যাংক৷
কুৎসিত কুকুরদের প্রতিযোগিতায় ‘ডোনাল্ড ট্রাম্প’!
যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ায় আবার অনুষ্ঠিত হলো কুৎসিত কুকুরদের প্রতিযোগিতা৷ বিশ্বের সেরা কুৎসিত কুকুরদের প্রতিযোগিতায় আলাদাভাবে নজর কাড়লো একটি কুকুর৷ তার চুলের সঙ্গে নাকি ডোনাল্ড ট্রাম্পের একটা মিল আছে৷
ছবি: picture-alliance/dpa/P. Dasilva
বিশ্বের সবচেয়ে কুৎসিত কুকুর
এবারের ফাইনালে ছিল ১৫টি কুৎসিত কুকুর৷ ১৪ জনকে পিছনে ফেলে চ্যাম্পিয়ন, অর্থাৎ বিশ্বের সবচেয়ে কুৎসিত কুকুর হয়েছে ওপরের ছবির ‘সুইটপি’৷ নীল চোখের এই চাইনিজ চিহুয়াহুয়া কুকুর দেখতে আসলে ‘সুইট’, নাকি কুৎসিত, আপনিই বলুন৷
ছবি: picture-alliance/dpa/P. Dasilva
সেরা বন্ধু
বিশ্বচ্যাম্পিয়নশিপ জেতার পর মনিব জেসন ভুর্টসের সঙ্গে বিজয় উদযাপন করছেন সুইটপি রাম্বো৷ জেসন আর সুইটপি’র বন্ধুত্বের বন্ধনটা খুব দৃঢ়৷ একবার দুজনই এক মোটরবাইক দুর্ঘটনায় প্রায় মরতে বসেছিলেন৷ দুর্ঘটনার পর নতুন করে পাওয়া জীবনে দুজনই দুজনের সেরা বন্ধু৷
ছবি: picture-alliance/dpa/P. Dasilva
কুৎসিতদের বংশ
এই কুকুরটির নাম রাস্কেল ডিয়ক্স৷ বংশের ঐতিহ্য ধরে রেখে এবার সে-ও এসেছিল কুৎসিত কুকুরদের বিশ্ব চ্যাম্পিয়নশিপে৷ এই প্রতিযোগিতায় অংশ নেয়ার দীর্ঘ এক ইতিহাস আছে রাস্কেল ডিয়ক্সের পরিবারের৷ তার বাবা ২০০২ সালে হয়েছিল বিশ্ব চ্যাম্পিয়ন৷ এছাড়া বিশ্বের ১৭টি প্রতিযোগিতায় পেয়েছিল প্রথম স্থান৷ ৭টি বিশ্ব শিরোপা জেতায় গিনেস বুকে নাম উঠেছে প্রমাতামহ চি চি-র৷ এছাড়া দুই মাতামহও বিশ্বখেতাব জিতেছেন তিনবার করে৷
ছবি: picture-alliance/dpa/P. Dasilva
কুকুরের রূপচর্চা
যারা কুকুর পোষেন, তাদের অনেকেই পোষা কুকুরকে সন্তানের মতো স্নেহ করেন৷ তাই টাকা-পয়সা খরচ করে তাদের সুস্থ, সুন্দর রাখার চেষ্টাও করেন আপ্রাণ৷ ছবিতে দেখুন, কুৎসিত কুকুরদের প্রতিযোগিতায় একজন তার কুকুরের পা পর্যন্ত সাজিয়ে নিয়ে এসেছেন৷ কুকুরেরও পেডিকিউর, ভাবা যায়!
ছবি: picture-alliance/dpa/P. Dasilva
‘কুকুর রাজ্যের ডোনাল্ড ট্রাম্প’
হ্যাঁ, ক্যালিফোর্নিয়ায় কুৎসিত কুকুরদের বিশ্ব চ্যাম্পিয়নশিপেও ছিলেন যুক্তরাষ্ট্রের আসন্ন প্রেসিডেন্ট নির্বাচনে রিপাবলিকান দলের প্রার্থী ডোনাল্ড ট্রাম্প৷ দর্শক হিসেবে নয়, একেবারে প্রতিযোগী হিসেবেই ছিল ‘ট্রাম্প’! সবাই বলে, ওপরের ছবির এই কুকুরটির চুল নাকি একেবারে ট্রাম্পের চুলের মতো৷ কারো কারো মনে হয়েছিল এ চুল হয়তো নকল৷ কুকুরের মালিক তাদের আশ্বস্ত করতে বলেছেন, ‘এই চুল একশ ভাগ ন্যাচারাল৷’’
ছবি: picture-alliance/dpa/P. Dasilva
5 ছবি1 | 5
সব মিলিয়ে ট্রাম্পকে ডয়চে ব্যাংকের দেয়া ঋণের পরিমাণ আড়াই বিলিয়ন ডলার - তার মধ্যে আবার এক বিলিয়ন ডলার ঋণের গ্যারান্টি ধরা নেই৷ ডয়চে ব্যাংক যে শুধু ট্রাম্পের বৃহত্তম ঋণদাতা, তা-ই নয়, বলতে কি, ডয়চে ব্যাংক ট্রাম্পের একমাত্র ঋণদাতা৷ ওয়াল স্ট্রিট জার্নালের বিবরণ অনুযায়ী সিটিগ্রুপ, জেপি মরগ্যান চেজ, মরগ্যান স্ট্যানলি প্রমুখ মার্কিন ব্যাংক অনেকদিন আগেই ট্রাম্পের সঙ্গে লেনদেন বন্ধ করেছে ,কেননা ট্রাম্পের ব্যর্থতার খতিয়ান তাঁর সাফল্যের খতিয়ানের মতোই সুপরিচিত৷
প্রতিবেদন: লার্স হাল্টার/এসি
সম্পাদনা: আশীষ চক্রবর্ত্তী
ডয়চে ব্যাংকের সঙ্গে আইনের লড়াইয়ে কি জিততে পারবেন ট্রাম্প? প্রিয় পাঠক, আপনার মতামত জানান নীচের ঘরে৷