1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

ডোনাল্ড ট্রাম্প: একটি প্রতিকৃতি

৪ নভেম্বর ২০১৬

ডোনাল্ড ট্রাম্প গত চল্লিশ বছর ধরে নিজেকে একটি ব্র্যান্ড নেম-এ পরিণত করে ফেলেছেন৷ তাঁর দু’জন জীবনীকারের মতে, ট্রাম্পের ব্যক্তিত্বের চাবিকাঠি হলো তাঁর আত্মপ্রীতি৷

ডোনাল্ড ট্রাম্প
ছবি: Getty Images/J.J. Mitchell

আগ্রাসী, বিক্ষিপ্ত, নীতিহীন, বস্তুবাদী, দাম্ভিক, চতুর, বিশৃঙ্খল, চটজলদি ও ক্যারিসম্যাটিক – ট্রাম্প সম্পর্কে নানা ধরণের বিশেষণ ব্যবহার করা হয়েছে৷ তবে তার মধ্যে নার্সিসিজম বা আত্মপ্রীতি এবং সেলসম্যান, এই দু’টি কথা বার বার এসে পড়ে৷

গোয়েন্ডা ব্লেয়ার ট্রাম্প ও ট্রাম্প পরিবারের অন্যান্য সদস্যদের সম্পর্কে দু’টি বই লিখেছেন৷ তিনি ডয়চে ভেলেকে বলেন, ‘‘উনি একজন সেলসম্যান, ওনার নিজের সেলসম্যান৷ নিজের প্রতি ওনার অগাধ বিশ্বাস৷ যদি কেউ কখনো বলে বসে যে, ওনার করা কোনো কাজ বা প্রকল্প সাফল্য পায়নি – তাহলে উনি এমন ব্যবহার করেন, যেন ওনাকে ভীমরুলে কামড়েছে৷ দেখে বোঝা যায় যে, উনি অত্যন্ত আঘাত পেয়েছেন, আত্মশ্লাঘায় আঘাত৷’’

Pleased to meet: Donald Trump

01:51

This browser does not support the video element.

টিমোথি এল. ও’ব্রায়েন ‘‘ট্রাম্পনেশন’’ বইটির লেখক৷ ও’ব্রায়েন নাকি তাঁর বইতে আভাসে-ইঙ্গিতে বলার চেষ্টা করেছেন যে, ট্রাম্প নিজেকে যতটা বড়লোক বলে থাকেন, আসলে তিনি ততটা নন – এই অভিযোগ তুলে ডোনাল্ড ট্রাম্প টিমোথি এল. ও’ব্রায়েনের বিরুদ্ধে পাঁচ বিলিয়ন ডলারের মামলা করেন৷ তবে ট্রাম্প সে মামলায় জিততে পারেনি৷

ও’ব্রায়েন বলেন, ‘‘উনি আসলে একটি সাত বছরের ছোট ছেলে যার বয়স খালি বেড়ে গেছে৷ একা একা ওঁর সঙ্গে কথা বললে ভালোই লাগে, কিন্তু ওনার আসলে কোনো শৃঙ্খলাবোধ নেই: ব্যক্তিগতভাবে, আবেগ-অনুভূতির দিক থেকে, আর্থিক বিচারে বা জনসমক্ষে৷ উনি গভীরভাবে নার্সিসিস্ট৷ জীবনের প্রতিটি মুহূর্তে ওনার একমাত্র চিন্তা হল তিনি নিজে৷’’

ব্লেয়ার আর ও’ব্রায়েন দুজনেই একমত যে, আমরা টেলিভিশনে ডোনাল্ড ট্রাম্পকে যা দেখি, বাস্তবেও তিনি তাই৷ ‘‘উনি যেভাবে কথা বলেন, উনি ঠিক তাই’’, বলেছেন ব্লেয়ার৷ কাজেই ট্রাম্প কেমন ব্যক্তি, সেটা প্রশ্ন নয়; প্রশ্ন হলো, তিনি রিপাবলিকান পার্টির মনোনয়ন পেলেন কি করে?

অ্যাংরি অ্যামেরিকান

ট্রাম্পের ব্যক্তিত্বের সমালোচনা করা যতই সহজ হোক, বহু মার্কিনির মধ্যে যে ক্ষোভ ও রোষ জমা হয়ে রয়েছে, তা চ্যানেল করার ক্ষমতা যে ট্রাম্পের আছে, তা তাঁর জীবনীকাররাও স্বীকার করেন৷ ও’ব্রায়েন বলেন, ‘‘২০০৮ সালের আর্থিক সংকটের সুদীর্ঘ ছায়া পড়ে ট্রাম্পের মনোনয়ন সম্ভব হয়েছে৷ ঐ সংকটের ফলে শিল্পায়ন-পরবর্তী যুগের বহু শ্রমিক শ্রেণির মার্কিনির মধ্যে গভীর অনিশ্চয়তার সৃষ্টি হয়৷ তারা বন্ধকী ঋণ শোধ করতে পারবেন কিনা; তাদের পেনশন, সন্তানদের শিক্ষার খরচ, এ সবের কি হবে৷ তথাকথিত অ্যামেরিকান ড্রিম-ই যেন বিপন্ন হয়ে পড়ে৷’’

ব্লেয়ারেরও তাই মত৷ ‘‘এই ‘বাদ পড়া’ নিয়ে দেশে প্রচুর অসন্তুষ্টি আছে; যে ব্যক্তিরা দেশ চালাচ্ছেন, তাদের বিরুদ্ধে; এমন একটি কংগ্রেস, যেখানে শুধু বিবাদ....দোষ তো কারুকে দিতে হবে৷ ট্রাম্প এসে দোষীদের একটা লম্বা লিস্টি ধরিয়ে দিয়েছেন, মেক্সিকো থেকে আসা বহিরাগত থেকে শুরু করে মুসলিম মহিলা, ওদিকে মিথ্যাবাদী মিডিয়া৷’’

জনতার কাছে ট্রাম্পের আকর্ষণ হলো তাঁর আত্মবিশ্বাস, যা নাকি ছেলেবেলা থেকেই তাঁর মনে গাঁথা হয়ে আছে – বলেন ব্লেয়ার৷ ব্যক্তিগত জীবনে ট্রাম্প কোনোরকম মাদক স্পর্শ করেন না৷ তাঁর একমাত্র নেশা হল সাফল্য৷ ‘‘ওনার মূল্যবোধের কেন্দ্রবিন্দু হলো, অর্থোপার্জন এবং যে কোন মূল্যে জেতা’’, বলেন ব্লেয়ার৷

অপরিকল্পিত

ও’ব্রায়েন বলেন, ট্রাম্প দীর্ঘমেয়াদি কোনো পরিকল্পনা করেন না৷ ব্যবসাপত্র যখন ভালো চলছে না, তখন ট্রাম্প যেন নিজের অজান্তেই রাজনীতিতে এসে পড়েন; ঠিক যেমন ট্রাম্প রিয়াল এস্টেট ডেভেলপার থেকে টিভি সেলিব্রিটি হয়ে দাঁড়ান, তারপর আন্ডারওয়্যার থেকে শুরু করে স্টেক বা ভডকা বা বাড়িঘর এনডর্স করতে শুরু করেন৷ এই পন্থায় ট্রাম্প যে স্কিলটি আবিষ্কার করেন, সেটি হলো ফ্রি মার্কেটিং৷ যদিও তিনি জানেন যে, প্রেসিডেন্ট হবার যোগ্যতা তাঁর নেই – এই হলো ও’ব্রায়েনের অভিমত৷

ট্রাম্পের কোনো আন্তরিক রাজনৈতিক মতামত আছে বলে তাঁর জীবনীকাররা মনে করেন না৷ অতীতে তিনি একাধিক দলনিরপেক্ষ, এমনকি বামপন্থি অবস্থানকেও সমর্থন করেছেন৷ সম্ভবত রিপাবলিকান তরফে সুযোগ আছে দেখে তিনি হাত বাড়ান৷ এছাড়া আছে তাঁর প্রেসিডেন্ট ওবামার প্রতি গভীর বিরূপতা৷

মজাদার কিন্তু বিপজ্জনক

ট্রাম্প সম্পর্কে এই হলো তাঁর জীবনীকারদের রায়৷ তিনি কোনো মতাদর্শে বা নৈতিকতায় বাঁধা নন৷ অপরদিকে তাঁর মধ্যে সম্ভবত কোনো গভীর অনিশ্চয়তা লুকিয়ে আছে, নয়ত তাঁর নিজের সম্পদ নিয়ে, অথবা মহিলাদের প্রতি তাঁর আকর্ষণীয়তে নিয়ে এতটা হামবড়াই করার প্রয়োজন পড়ত না৷ সব মিলিয়ে ট্রাম্প জনতার মনোরঞ্জন করতে পারেন; কিন্তু তাঁর নিজস্ব নানা দোষত্রুটি, এছাড়া চলতি বিশ্ব সম্পর্কে তাঁর জ্ঞান ও আগ্রহের অভাবের কারণে তাঁকে হোয়াইট হাউসের জন্য যোগ্য প্রার্থী হিসেবে গণ্য করা যায় না৷

জেফারসন চেজ/এসি

আপনার কী মনে হয়? ট্রাম্পই কি যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট হতে চলেছেন? লিখুন নীচের ঘরে৷

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য

আরো সংবাদ দেখান
স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ