1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

ডোনাল্ড ট্রাম্প এখনও এগিয়ে

১৬ ডিসেম্বর ২০১৫

চলতি বছরে যুক্তরাষ্ট্রে রিপাবলিকান প্রেসিডেন্ট পদপ্রার্থীদের শেষ টিভি বিতর্কে জেব বুশ ডোনাল্ড ট্রাম্পকে আক্রমণ করেছেন বটে, কিন্তু দলীয় সমর্থনের দৌড়ে এখনও ট্রাম্প-ক্রুজ-রুবিও এগিয়ে৷

USA Wahl Republikaner Präsidentenkandidaten TV Debatte
ছবি: Reuters/M. Blake

মঙ্গলবার সিএনএন সঞ্চালকদের পরিচালনায় যে আটজন রিপাবলিকান প্রার্থী টেলিভিশন বিতর্কে নামেন, তাঁদের মধ্যে একমাত্র জেব বুশ-ই ট্রাম্পকে সরাসরি আক্রমণের সাহস পেয়েছেন, বলে পর্যবেক্ষকদের মনে হয়েছে৷

‘‘ডোনাল্ড ভালো মন্তব্য করতে পারে৷ কিন্তু ও একজন বিশৃঙ্খল প্রার্থী এবং পরে একজন বিশৃঙ্খল প্রেসিডেন্ট হবে'', বলেছেন ৬২ বছর বয়সি বুশ৷ যার উত্তরে ৬৯ বছর বয়সের ট্রাম্প জবাব দিয়েছেন, ‘‘ ও ইয়্যা, আর তুমি হবে ‘টাফ গাই'৷'' অন্য প্রার্থীরা ট্রাম্পকে ঘাঁটানো থেকে বিরত থেকেছেন৷

সব মিলিয়ে বছরের শেষ রিপাবলিকান বিতর্ক থেকে ডোনাল্ড ট্রাম্পের জয়যাত্রায় কোনো বাধা পড়েছে বলে মনে হচ্ছে না৷ ট্রাম্প যদি বুদবুদই হন, তবুও তা ফাটার কোনো লক্ষণ দেখা যাচ্ছে না, লিখেছে ফাইন্যান্সিয়াল টাইমস৷

আসলে ট্রাম্প-এর যা করার ছিল, তা তিনি গত সপ্তাহেই করেছেন: মুসলিমদের যুক্তরাষ্ট্রে ঢুকতে না দেওয়ার পরিকল্পনা ঘোষণা করে শুধু অ্যামেরিকা নয়, সারা বিশ্বকে সচকিত করেছেন৷

তার ফলে তাঁকে স্বদেশে ও বিদেশে রোষ থেকে শুরু করে ব্যঙ্গ অবধি সব ধরনের প্রতিক্রিয়ার সম্মুখীন হতে হয়েছে৷ নোবেল পুরস্কার বিজয়ী অষ্টাদশী পাকিস্তানি তরুণী মালালা ইউসুফজাই ট্রাম্প-এর মনোভাবের নিন্দা করে বলেছেন যে, রিপাবলিকান পদপ্রার্থীর মন্তব্য ‘বিদ্বেষপূর্ণ' এবং এর ফলে আরো বেশি সন্ত্রাসবাদী সৃষ্টি হবে৷

গত ৭ই ডিসেম্বর ডোনাল্ড ট্রাম্প মুসলিমদের যুক্তরাষ্ট্রে প্রবেশের উপর নিষেধাজ্ঞার পরিকল্পনা ঘোষণা করেন৷ তা-তে রিপাবলিকান পদপ্রার্থী হবার প্রতিযোগিতায় তাঁর কোনো ক্ষতি হয়েছে বলে মনে হচ্ছে না, সর্বাধুনিক রয়টার্স/ইপসোস জরিপ যার প্রমাণ৷ সেই জরিপে রিপাবলিকান ভোটারদের ৩৩ শতাংশ ট্রাম্পকে সমর্থন করেন৷ দ্বিতীয় স্থানে রয়েছেন টেক্সাসের সেনেটর ৪৪ বছর বয়সি টেড ক্রুজ, যিনি কিউবান বংশোদ্ভূত; ক্রুজ-এর সমর্থন ১৫ শতাংশ৷ তৃতীয় স্থানে অবসরপ্রাপ্ত নিউরোসার্জন বেন কার্সন, যার সমর্থন ১২ শতাংশ৷ চতুর্থ: আরেক কিউবান বংশোদ্ভূত রাজনীতিক, ফ্লোরিডার সেনেটর মার্কো রুবিও, এনার বয়সও ৪৪; এবং সমর্থন ১০ শতাংশ৷ তার পরে আসছেন জেব বুশ, যার সমর্থন ৯ শতাংশ৷

আইএস-এর এলাকায় ইন্টারনেট বন্ধ করে দেওয়া হোক: ডোনাল্ড ট্রাম্পছবি: Reuters/Mike Blake

ক্রুজ গত সপ্তাহে নিউ ইয়র্কের একটি ফান্ড-রেইজিং অনুষ্ঠানে প্রশ্ন তোলেন যে, মার্কিন পারমাণবিক অস্ত্রসম্ভারের দায়িত্ব নেবার মতো বিবেচনাবুদ্ধি ট্রাম্প-এর আছে কিনা৷ মঙ্গলবারের বিতর্কে উভয়ে তা নিয়ে বিশেষ উচ্চবাচ্য করেননি৷ তথাকথিত ‘ইসলামিক স্টেট'-এর বিরুদ্ধে সামরিক পন্থা নিয়ে ক্রুজ আর রুবিও-র মধ্যে বুনিয়াদি ফারাক হলো এই যে, ক্রুজ চান আইএস-এর এলাকার ওপর ব্যাপক বোমাবর্ষণ আর রুবিও চান সেই সঙ্গে স্থলসৈন্য৷

ওদিকে ডোনাল্ড ট্রাম্প-এর নয়া প্রস্তাব হলো, আইএস-এর এলাকায় ইন্টারনেট বন্ধ করে দেওয়া হোক৷

ট্রাম্পের মুসলিমদের যুক্তরাষ্ট্রে ঢুকতে না দেওয়ার পরিকল্পনা সম্পর্কে আপনার মতামত চাই৷ লিখুন নীচের ঘরে৷

এসি/ডিজি (রয়টার্স, এপি)

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ

ডয়চে ভেলে থেকে আরো সংবাদ