ডোমিনিকান রিপাবলিকে নাইট ক্লাবের ছাদ ভেঙে মৃত ৭৯
৯ এপ্রিল ২০২৫
এই ঘটনায় আহত হয়েছেন আরো ১৬০ জন।
স্থানীয় মরাঙ্গে উৎসবে যোগ দিয়ে তারা জমায়েত হয়েছিল স্যান্টো ডমিনগোর এই বিখ্যাত ক্লাবে। এই মুহুর্তে উদ্ধারকার্য চলছে।
উদ্ধারকারীদের বক্তব্য
উদ্ধারকারী সংস্থা সেন্টার অফ এমার্জেন্সি অপারেশানের ডিরেক্টর হুয়ান ম্যানুয়েল মেন্ডেজ বলেন, "আমাদের ধারণা ধ্বংসস্তূপের নিচে অনেকেই বেঁচে আছেন। সেই কারণেই আমরা হালও ছাড়ছি না। নিচ থেকে শেষ মানুষটিকেও আমরা উদ্ধার করব।"
এদিন সাধারণ মানুষদের পাশাপাশি এই ক্লাবে উপস্থিত ছিলেন একাধিক বিখ্যাত ব্যক্তিও। সাবেক মেজর লিগ বেসবল খেলোয়াড় অক্টাভিয়া ডোটেল, উত্তরপশ্চিমের মন্টেক্রিস্টির গভর্নর এবং বেসবল খেলোয়াড় নেলসন ক্রুজের বোন নেলসি ক্রুজ সহ একাধিক ব্যক্তির মৃত্যু হয়েছে বলে জানা গেছে।
ওই ক্লাবে গান গাইছিলেন রুবি পেরেজ। স্থানীয় সূত্রে খবর, ঘটনায় মৃত্যু হয়েছে তার। তবে হুয়ান ম্যানুয়েল মেন্ডেজ জানান, ফরেনসিক দল এখনও তার মৃত্যুর কথা নিশ্চিত করেনি।
জনপ্রতিনিধি ব্রে ভারগস আহত হয়েছেন।
এনরিকে পোলিনো বলেন, "ঘটনাটা হঠাৎ করে ঘটে যায়। প্রাথমিক ভাবে আমি ভেবেছিলাম ভূমিকম্প হচ্ছে। সেই কারণেই আমি মাথা ঢেকে মাটিতে শুয়ে পড়েছিলাম। দলের একজন স্যাক্সোফোন বাদক মারা গেছেন। আমরা রুবিকে খুঁজতে চেষ্টা করেছি। কিন্তু ও যেই জায়গাতে গান গাইছিল সেখানে শুধুই ধ্বংসস্তূপ।"
স্থানীয় সংবাদও মাধ্যম জানিয়েছে ঘটনার সময় ওই ক্লাবে পাঁচশ থেকে এক হাজার মানুষ উপস্থিত ছিলেন।
'প্রাণ বাঁচানোই মূল উদ্দেশ্য এখন'
দেশের প্রেসিডেন্ট ল্যুই আবিনাডর তার এক্স হ্যান্ডেলে লেখেন, উদ্ধারকারী দল ক্লান্তিহীন ভাবে কাজ চালাচ্ছে।
তিনি লেখেন, "জেট সেট নাইটক্লাবের ঘটনায় আমরা মর্মাহত। আমরা পুঙ্খানুপুঙ্খ ভাবে নজর রাখছি। উদ্ধারকারী দল নিরন্তর কাজ চালাচ্ছে।" আহত এবং নিহতদের পরিবারের প্রতিও সমবেদনা জানান তিনি।
আবিনাডর ঘটনাস্থল পরিদর্শন করেন। উপস্থিত পরিজন প্রতি সমবেদনা দেখান তিনি। মিডিয়ার মুখোমুখি না হলেও, ঘটনাস্থলে পৌঁছে তিনি বলেন, "প্রাণ বাঁচানোই মূল উদ্দেশ্য এখন। এই ঘটনা আমাদের সবাইকে আহত করেছে।"
এসসি/জিএইচ(এপি, এএফপি, রয়টার্স)