1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

ড্রাইভারের সঙ্গে নারী সাইক্লিস্টের তর্কের ভিডিওটি ভুয়া

২৩ ফেব্রুয়ারি ২০১৭

ইন্টারনেটে কিছু দেখলে আজকাল বিশ্বাস করা কষ্টকর হয়ে যাচ্ছে৷ এই তো দু'দিন আগে এক ভিডিও সামাজিক যোগাযোগের মাধ্যমে আলোড়ন সৃষ্টি করলো৷ কিন্তু এখন দেখা যাচ্ছে ভিডিওটি ভুয়া৷

Screenshot Video Female cyclist gets revenge on cat-calling workmen
ছবি: YouTube/Droll

লন্ডনের রাস্তায় সাইকেল চালিয়ে যাচ্ছিল এক তরুণী৷ হঠাৎ সিগন্যালে দাঁড়ালে তাঁর ডান দিকে থাকা একটি ভ্যান গাড়ি থেকে চালক হাত বাড়িয়ে দিলেন মেয়েটির চুল ধরতে৷ প্রতিবাদ করলো মেয়েটি৷ আর ভ্যানের চালক করলেন অশ্লীল মন্তব্য৷

ঘটনা এখানেই শেষ নয়৷ সিগন্যাল সবুজ হলে গাড়িটি ছুটে বেরিয়ে গেলেও মেয়েটি দ্রুত সাইকেল চালিয়ে কিছুদূর গিয়ে ভ্যানটিকে দাঁড়ানো অবস্থায় পেলো৷ প্রচণ্ড ক্ষোভে ভ্যান গাড়ির ডানদিকের ‘উইং মিরর’ ভেঙে ফেলেন তিনি৷ এরপর সাইকেল চালিয়ে বেরিয়ে যান৷ পুরো ঘটনা পেছনে থাকা একটি গাড়ির ড্যাশক্যামে রেকর্ড হয় যা পরবর্তীতে ফেসবুকসহ বিভিন্ন সামাজিক যোগাযোগের সাইটে প্রকাশ করা হয়৷

এই পর্যন্ত পড়ার পরে মনে হতে পারে মেয়েটা বেশ সাহসী এক কাজ করেছেন৷ এবং অবশ্যই তা সবার শেয়ার করা উচিত৷ কিন্তু গোমর ফাঁস করেছে বাজফিড৷ সামাজিক যোগাযোগ মাধ্যমভিত্তিক অনলাইন পত্রিকাটি এক প্রতক্ষদর্শী জানিয়েছেন যে তিনি আলোচিত মেয়েকে আগেই ভ্যানের চালকের সঙ্গে কথা বলতে দেখেছেন এবং এক ব্যক্তি তাদের কিভাবে কী করতে হবে তা বুঝিয়েছেন৷ শুধু তাই নয়, ভিডিওটি ফিল্ম করা হয়েছে দুইবারের চেষ্টায়৷ রেডিটেও একসংক্রান্ত তথ্য-প্রমাণ হাজির করা হয়েছে৷

বাজফিড-এর প্রতিবেদনের পর ভিডিও প্রথম যে ফেসবুক পাতা থেকে শেয়ার করা হয়েছিল তা মুছে ফেলা হয়েছে৷ বিশ্বের বড় বড় যেসব সংবাদপত্র এটি নিয়ে প্রতিবেদন প্রকাশ করেছিল তারাও তা আপডেট করেছে৷

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ

ডয়চে ভেলে থেকে আরো সংবাদ