1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

বিশ্ব চ্যাম্পিয়ন সাঁতারু নিষিদ্ধ

২৫ জানুয়ারি ২০১৪

এর আগে নিষিদ্ধ হয়েছিলেন সের্গেই মাককভ৷ ড্রাগ নেয়ার অভিযোগ উঠেছে রাশিয়ার এই সাঁতারুর বিরুদ্ধে৷ একই অভিযোগে নিষিদ্ধ হলেন আরেক রুশ সাঁতারু ইউলিয়া এফিমোভা৷ তিনবারের বিশ্বচ্যাম্পিয়ন তিনি!

DLRG Schwimmkurs Rettungsschwimmer Ausbildung Kinder
ছবি: DLRG

২০১২ সালের লন্ডন অলিম্পিকে রাশিয়ার হয়ে ব্রোঞ্জ পদক জিতেছিলেন ইউলিয়া এফিমোভা৷ ২১ বছর বয়সি রুশ সুন্দরী ‘শর্ট কোর্স' সাঁতারে অপ্রতিরোধ্য৷ বিশ্ব চ্যাম্পিয়নশিপে স্বর্ণপদক জিতেছেন তিনবার৷ ৫০ এবং ২০০ মিটার (শর্ট কোর্স) ব্রেস্টস্ট্রেক সাঁতারে বিশ্বরেকর্ড গড়েছেন৷ একটি বিশ্বরেকর্ড এখনো তাঁর দখলে৷

কিন্তু ড্রাগ নেয়ার বিষয়টি নিশ্চিতভাবে প্রমাণিত হলে বিশ্বরেকর্ড, তারকামর্যাদা সবই হারাবেন এফিমোভা৷ সাঁতারের সর্বোচ্চ সংস্থা ফিনা জানিয়েছে, গত অক্টোবরে ড্রাগ টেস্টের জন্য এফিমোভা যে মূত্র-নমুনা দিয়েছিলেন তাতে নিষিদ্ধ স্টেরয়েড ডিহাইড্রোএপিয়ানড্রোসটেরন পাওয়া গেছে৷ এ কারণে রাশিয়ার এই তারকা সাঁতারুকে অস্থায়ীভাবে নিষিদ্ধ করার সিদ্ধান্ত নিয়েছে ফিনা৷ ড্রাগ টেস্টের পরবর্তী ধাপগুলোতে নির্দোষ প্রমাণিত হলে এফিনোভার ওপর থেকে আরোপিত নিষেধাজ্ঞা অবশ্য প্রত্যাহার করা হতে পারে৷

এর আগে আরেক রুশ সাঁতারু সের্গেই মাককভের ওপরও নিষেধাজ্ঞা আরোপ করে ফিনা৷ গত ২০ জানুয়ারি থেকে তিনি সাঁতারের সব ধরণের প্রতিযোগিতায় নিষিদ্ধ৷ ইউলিয়া এফানোভার বিরুদ্ধে আরোপিত নিষেধাজ্ঞা কার্যকর হয়েছে ২১ জানুয়ারি থেকে৷

এসিবি/ডিজি (এএফপি, এপি)

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য
স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ

ডয়চে ভেলে থেকে আরো সংবাদ