1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

কুং ফু পান্ডা তিন

৭ আগস্ট ২০১২

হলিউডের ক্রমবর্ধমান চায়না কনেকশনের আরো একটা প্রমাণ পাওয়া গেল মঙ্গলবার৷ ড্রিমওয়ার্কস অ্যানিমেশন ও তাদের চীনা সহযোগীরা পরবর্তী কুং ফু পান্ডা ছবিটি শাংহাইতে তৈরি হবে বলে ঘোষণা দিয়েছে৷

KUNG FU PANDA 2 © 2010 DreamWorks Animation LLC
ছবি: 2010 DreamWorks Animation LLC

একে পান্ডা, তায় কুং ফু – এ'তো প্রায় স্বদেশে প্রত্যাবর্তন৷ কিন্তু তার বাণিজ্যিক পটভূমিটা কিছু কম কৌতূহলোদ্দীপক নয়৷ মার্কিন যুক্তরাষ্ট্র এবং ইউরোপে সিনেমার টিকিট বিক্রি বেশ দুর্বল৷ ওদিকে চীনে সিনেমা হলগুলোর রমরমা৷ এটা হল হলিউডের হঠাৎ চীনের প্রেমে পড়ে যাওয়ার প্রথম কারণ৷

দ্বিতীয়ত, চীনে এখন যে পরিমাণ পুঁজি, তাতে ফিল্ম ফাইন্যান্সিং'এর এরকম স্বর্গরাজ্য আর কোথাও পাওয়া যাবে না৷ অপরদিকে চীনের ফিল্ম বাজার কড়া সরকারি নিয়ন্ত্রণে৷ কাজেই স্থানীয় চীনা সহযোগীদের নিয়ে কাজ করার অনেক সুবিধা আছে৷

অ্যাসোসিয়েটেড প্রেসের খবর অনুযায়ী ড্রিমওয়ার্ক অ্যানিমেশনের স্থানীয় চীনা সহযোগীরা সবাই হল রাষ্ট্রীয় মালিকানার: চায়না মিডিয়া ক্যাপিটাল, শাংহাই মিডিয়া গ্রুপ এবং শাংহাই অ্যালায়েন্স ইনভেস্টমেন্ট৷ এবং তাদের নতুন জয়েন্ট ভেঞ্চার বা যৌথ উদ্যোগ হল শাংহাই ওরিয়েন্টাল ড্রিমওয়ার্কস ফিল্ম অ্যান্ড টেকনোলজি কোম্পানি, যাতে ড্রিমওয়ার্কসের অংশীদারি হবে ৪৫ শতাংশ এবং তার চীনা সহযোগীদের ৫৫ শতাংশ – চীনা আইন যেমনটি চায়৷

এই নতুন কোম্পানি কুং ফু পান্ডা তিন তৈরি করবে৷ ওরিয়েন্টাল ড্রিমওয়ার্কস বছরে এক থেকে তিনটি অবধি ছবি তৈরি করবে৷ সে কাজে ফিল্ম প্রোডাকশনের প্রায় দু'হাজার পেশাদারি কর্মী নিযুক্ত হবে৷ এটা হবে চীনে অ্যানিমেশন বা কার্টুন ছবি তৈরি করার বৃহত্তম কেন্দ্র, যদিও সেখানে ভিডিও গেমস, মিউজিকাল এবং অন্যান্য পণ্য তৈরিরও উদ্যোগ নেওয়া হবে৷

এভাবে শাংহাই'এর সুহুই এলাকায় তিন বিলিয়ন ডলারের বেশি খরচে একটি মনোরঞ্জন এলাকা গড়ে উঠবে, যাতে সিনেমা, থিয়েটার, রেস্তরাঁ এবং পর্যটকদের জন্য অন্যান্য আকর্ষণ থাকবে৷ এলাকাটি নাকি লন্ডনের ওয়েস্টএন্ড কিংবা নিউ ইয়র্ক সিটির ব্রডওয়ে'র মতো হয়ে উঠবে৷ এটি খোলা হবে ২০১৬ সালে৷ এবং মুক্তি পাবে কুং ফু পান্ডা তিন৷

ড্রিমওয়ার্কস তো একা নয়, ওয়াল্ট ডিজনি কোম্পানিও চীনে যৌথ প্রযোজনা করছে৷ তাতে নাকি কিছু কিছু চীনা উপাদান রাখা হচ্ছে যাতে এ ধরণের ছবি চীনাদের মনে ধরে৷ অন্যদিকে চীনে কুং ফু পান্ডার বিশাল জনপ্রিয়তা দেখে কর্তাব্যক্তিরা মাথা ঘামাতে শুরু করেন, এরকম চীনা গল্পে হলিউড চীনের স্টুডিওগুলোকে টেক্কা দেয় কিভাবে৷ অন্যদিকে চীনে বছরে মাত্র বিশটি বিদেশি ছবি মুক্তি পেতে দেওয়া হয়৷

কুছ পরোয়া নেই, কুং ফু পান্ডা থাকলে বলতো৷ জয়েন্ট ভেঞ্চার আছে কি করতে?

এসি / ডিজি (এপি)

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য
স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ

ডয়চে ভেলে থেকে আরো সংবাদ