নেদারল্যান্ডসের এক শহরে করোনা আক্রান্ত প্রথম রোগীর খোঁজ পাওয়ার কয়েক সপ্তাহ আগেই সেই শহরের ড্রেনের পানিতে করোনা ভাইরাসের সন্ধান পেয়েছেন বিজ্ঞানীরা৷
বিজ্ঞাপন
তাঁরা আশা করছেন, ড্রেনের পানি পরীক্ষার মাধ্য়মে আগেই করোনার উপস্থিতি জানা যেতে পারে। সোমবার এই তথ্য জানান গবেষকরা৷
‘কেডাব্লিউআর ওয়াটার রিসার্চ ইনস্টিটিউট’ আমস্টারডাম বিমানবন্দরসহ আটটি শহরের ড্রেনের পানি পরীক্ষা করেছে। এর মধ্য়ে ইউট্রেখট শহরের কাছে অবস্থিত আমার্সফর্ট শহরের সুয়েজ প্ল্য়ান্টের পানিতে ৫ মার্চ করোনার সন্ধান পাওয়া যায়। এর কয়েক সপ্তাহ পর ঐ শহরে প্রথম করোনা আক্রান্ত রোগী শনাক্ত করা হয়৷
নেদারল্য়ান্ডসে প্রথম করোনা ধরা পড়ে ২৭ ফেব্রুয়ারি৷
একটি এলাকায় করোনা আছে কিনা, তা জানতে ঐ এলাকার সম্ভাব্য রোগীদের উপর পরীক্ষার আগে সেখানকার ড্রেনের পানি পরীক্ষা একটি গুরুত্বপূর্ণ উপায় হতে পারে বলে ঐ গবেষণা আভাস দিচ্ছে৷
অনেক কোভিড-১৯ রোগীর মলে করোনা ভাইরাসের উপস্থিতি পাওয়া গেছে। ফলে ড্রেনের পানি পরীক্ষা করে কোনো এলাকায় করোনা আছে কিনা, তা জানা যেতে পারে৷
এর আগে পোলিওভাইরাস শনাক্তের জন্য় ড্রেনের পানি পরীক্ষা করা হয়েছে৷
অন্য গবেষকরা যেন এই গবেষণাটি পর্যালোচনা করতে পারেন তাই একটি স্বাস্থ্য বিষয়ক ওয়েবসাইটে সেটি প্রকাশ করা হয়েছে৷
ইলিয়ট ডগলাস/জেডএইচ
করোনা থেকে বাঁচতে যা কিছু সাবধানে ধরবেন
কোন কোন জিনিসে করোনা ভাইরাস লুকিয়ে থাকতে পারে? কোন জিনিসগুলোতে বুঝেশুনে হাত দিতে হবে? দেখুন ছবিঘরে...
ছবি: picture-alliance/Kontrolab/IPA/S. Laporta
দরজার হাতল
গবেষণা বলছে, দরজার হাতলে পাঁচ দিন পর্যন্ত টিকে থাকতে পারে করোনা ভাইরাস। সুতরাং, সাবধান! সব সময় পরিষ্কার রাখুন দরজার হাতল। অথবা হাত দিলে সেই হাত খুব ভালো করে ধুয়ে নিন।
ছবি: picture-alliance/dpa Themendienst/F. Gabbert
চামচ
আপনার এলাকায় এখনো রেস্তোরাঁ বা অফিসের ক্যাফেটেরিয়া খোলা আছে? করোনার আতঙ্কের এই সময়েও সেখানে খেতে হয়? তাহলে চামচ বা কাঁটাচামচ ব্যবহারের ক্ষেত্রে সাবধান। অনেকেই বলছেন, করোনায় সংক্রমিত কেউ ব্যবহার করলে চামচে অনেকক্ষণ জীবাণু থেকে যেতে পারে।
ছবি: picture-alliance/dpa/J. Kalaene
টেডি বিয়ার
এমনিতে টেডি বিয়ার নিরাপদ। এমন খেলনার মাধ্যমে সংক্রমণের ঝুঁকির কথা কোনো গবেষণায় উঠে আসেনি। তবে খেলনা তৈরিতে প্লাস্টিক, কার্ডবোর্ড ইত্যাদি ব্যবহার করলে তার মাধ্যমে ঝুঁকি তৈরি হতে পারে।
ছবি: picture-alliance/dpa/S. Gollnow
প্যাকেট, চিঠি ইত্যাদি
যুক্তরাষ্ট্রের রকি মাউন্টেন ল্যাবরেটরির এক গবেষণা বলছে, কার্ডবোর্ড বা কাগজে তৈরি কোনো দ্রব্যে ৭২ ঘণ্টা পর্যন্ত থাকতে পারে করোনা ভাইরাস।
ছবি: picture-alliance/dpa/T. Weller
পোষা প্রাণীতেও ঝুঁকি?
না, পরিষ্কার-পরিচ্ছন্ন রাখলে পোষা প্রাণীর মাধ্যমে সংক্রমিত হওয়ার কথা এখনো গবেষকরা নিশ্চিত করে বলেননি।
ছবি: picture-alliance/dpa/AP/A. Tarantino
ফলমূল, শাকসবজি
না, ভালো করে ধুয়ে নিলে ফলমূল, শাক সবজির মাধ্যমেও করোনায় সংক্রমিত হওয়ার ঝুঁকি নেই। সুতরাং প্রয়োজনীয় সাবধানতা অবলম্বন করে নিশ্চিন্তে খান।
ছবি: picture-alliance/Kontrolab/IPA/S. Laporta
ফ্রোজেন ফুড
করোনা ভাইরাস তাপমাত্রা হিমাঙ্কের ২০ ডিগ্রি নীচে নেমে গেলেও তরতাজা থাকে। সুতরাং ফ্রিজে রাখা প্যাকেটজাত খাবার খুব ভালো করে গরম না করে একদম খাবেন না।