1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

ড্রোন হামলার কথা জানত না সৌদি আরব

৫ জানুয়ারি ২০২০

ইরাকের বাগদাদে ড্রোন হামলার বিষয়ে সৌদি আরবের সাথে কোনো পরমার্শ করেনি যুক্তরাষ্ট্র৷ এমন দাবি করেছেন সৌদি এক কূটনীতিক৷

Auslandreise US-Präsident Trump in Saudi-Arabien - Schwertkämpfer
ছবি: Picture alliance/Zumapress/S. Craighead

এদিকে উত্তেজনা নিরসনে ইরাকের প্রধানমন্ত্রীকে ফোন করেছেন সৌদি বাদশাহ৷ 

গত শুক্রবার বাগদাদের বিমান বন্দরের বাইরে ড্রোন হামলায় ইরানের কুদস বাহিনীর প্রধান কাসেম  সোলেইমানিকে হত্যা করে যুক্তরাষ্ট্র৷ যুক্তরাষ্ট্রের উপর সম্ভাব্য হামলা ঠেকাতেই সোলেইমানিকে হত্যা করা হয়েছে বলে দাবি তাদের৷

তবে এ হামলার বিষয়ে যুক্তরাষ্ট্র মধ্যপ্রাচ্যে তাদের দীর্ঘ দিনের সহযোগী সৌদি আরবের সাথে কোনো আলোচনা করেনি বলে জানিয়েছেন দেশটির একজন কূটনীতিক৷

নাম প্রকাশ না করার শর্তে বার্তাসংস্থা এএফপিকে এ কূটনীতিক জানান, ‘‘ড্রোন হামলার বিষয়ে সৌদি আরবের সাথে আলোচনা করা হয়নি৷''  

এদিকে সোলেমানিকে হত্যার ভয়ংকর প্রতিশোধ নেওয়ার ঘোষণা দিয়েছে ইরান৷ আর তাই পাশের দেশ সৌদি আরব চলমান উত্তেজনায় ঝুঁকির মধ্যে রয়েছে, বলছেন বিশ্লেষকরা৷

তবে উত্তেজনা প্রশমনে আলোচনা চালিয়ে যাওয়া ও সংযম প্রদর্শনের আহ্বান জানিয়েছে সৌদি আরব৷ শনিবার সৌদি বাদশাহ সালমান ইরাকের প্রধানমন্ত্রীর সাথে টেলিফোনে কথা বলেন ও চলমান উত্তেজনা প্রশমনে কাজ করার উপর জোরারোপ করেন৷

সৌদির ক্রাউন প্রিন্স মোহাম্মদ বিন সালমান দেশটির উপ-প্রতিরক্ষামন্ত্রী খালিদ বিন সালমানকে চলমান বিষয়ে আলোচনা করতে ওয়াশিংটন ও লন্ডনে যাওয়ার নির্দেশনা দিয়েছেন বলে জানিয়েছে দেশটির সংবাদমাধ্যমগুলো৷

আরআর/এফএস (এএফপি)     

 

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ

ডয়চে ভেলে থেকে আরো সংবাদ