1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

ড্রোন হামলায় ‘বাংলাদেশি’ জঙ্গি নিহত, ব্রিটেনে বিতর্ক

৯ সেপ্টেম্বর ২০১৫

ড্রোন হামলা চালিয়ে জঙ্গি হত্যা নিয়ে ব্রিটেনে বিতর্ক চলছে৷ নিহতদের মধ্যে বাংলাদেশি বংশোদ্ভূতও রয়েছে৷ ভারতের ইমামরা আইএস-এর নিন্দা জানিয়ে বলেন, ইসলামের নাম ব্যবহার করলেও এদের কাজ ইসলামসম্মত নয়৷

Symbolbild - Drohne
ছবি: Reuters/P.-T. Fallon

জঙ্গি সংগঠন ইসলামিক স্টেট (আইএস)-এর হত্যা, ধর্ষণ, নারী এবং ভিন্ন ধর্মাবলম্বীদের প্রতি চরম অবমাননাকর, অমানবিক আচরণকে আগেও অনেক দেশের অনেক ইসলামি চিন্তাবিদ ‘অনৈসলামিক' আখ্যা দিয়েছেন৷ আইএস জঙ্গিদের ‘প্রকৃত মুসলমান' না মানার পক্ষে যুক্তিও দেখিয়েছেন তাঁরা৷ ভারতের বিশিষ্ট ইমামরাও সে কথা বলেছেন আনুষ্ঠানিক বিবৃতির মাধ্যমে৷ সামাজিক যোগাযোগের মাধ্যমেও এসেছে সে খবর৷

ওদিকে ব্রিটেনেও আইএস জঙ্গিরা এখন আলোচনায়৷ আইএস জঙ্গিরা ‘মুসলমান' কিনা, তাদের আচরণ এবং কাজকর্ম মানবিক নাকি অমানবিক – তা নিয়ে অবশ্য প্রশ্ন ওঠেনি৷ ইসলামি খেলাফত কায়েমের নামে আইএস যে চরম নিষ্ঠুরতা প্রদর্শন করছে এবং এর ফলে তারা যে শাস্তিযোগ্য অপরাধ করছে সে সম্পর্কে জঙ্গিদের অনেক স্বজনও একমত৷ তারপরও বিতর্ক এবং বিতর্কটা মূলত আইএস জঙ্গি হত্যার প্রক্রিয়া নিয়ে৷

সম্প্রতি ব্রিটেনের প্রধানমন্ত্রী ডেভিড ক্যামেরন রুহুল আমিন এবং রিয়াদ খান নামে দুই ব্রিটিশ জঙ্গিকে ড্রোন হামলা চালিয়ে হত্যা করার কথা সংসদকে জানিয়েছেন৷ তারপর থেকেই চলছে বিতর্ক৷ প্রশ্ন উঠেছে – কাউকে বিচারের মুখোমুখি না করে ড্রোন হামলা চালিয়ে মেরে ফেলা কতটা বৈধ?

কারো কারো মতে, এভাবে ড্রোন হামলা চালিয়ে কোনো ভয়ংকর অপরাধীর মৃত্যুদণ্ড কার্যকর করাও অন্যায়৷

ব্রিটেনের প্রচলিত আইন যে এমন পদক্ষেপকে সমর্থন করে না, সে বিষয়টিও তুলে ধরেছেন কেউ কেউ৷

তবে অনেকেই মনে করেন, অপরাধীর অপরাধ সীমা ছাড়িয়ে গেলে এবং তাকে বা তাদেরকে ধরে কাঠগড়ায় দাঁড় করানো প্রায় অসম্ভব মনে হলে ড্রোন হামলা অবশ্যই সমর্থনযোগ্য৷ সাধারণ মানুষ এবং রাজনীতিবিদরা তো বটেই, এমনকি জঙ্গিদের নিকটাত্মীয়রাও বলছেন এই কথা৷

ড্রোন হামলায় নিহত আইএস জঙ্গিদের মাঝে বাংলাদেশি বংশোদ্ভূত ব্রিটিশ নাগরিকও আছেন৷ তার নাম রুহুল আমিন৷ ঘরে ঘরে যিনি পিৎসা দিয়ে আসতেন, তিনি কীভাবে, কাদের প্ররোচনা বা আশ্রয়-প্রশ্রয়ে ভয়ংকর জঙ্গি হয়ে উঠেছিলেন সেই কাহিনিও উঠে আসছে সংবাদমাধ্যমে

বিবিসি-কে রুহুল আমিনের এক বন্ধু জানিয়েছেন, দুর্ধর্ষ জঙ্গি হিসেবে রুহুল তাঁর প্রাপ্যই পেয়েছেন বলে তিনি মনে করেন৷ তিনি আরো জানান, রুহুল আমিনের জঙ্গি হয়ে মানুষ হত্যায় নেমে পড়ার পেছনে তার পরিবারের কোনো ভূমিকা নেই৷ সে কারণে পরিবারটির প্রতি সমবেদনাও জানিয়েছেন তিনি৷

সংকলন: আশীষ চক্রবর্ত্তী

সম্পাদনা: দেবারতি গুহ

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ

ডয়চে ভেলে থেকে আরো সংবাদ