1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

ঢাকায় বিজ্ঞান কংগ্রেস

আরাফাতুল ইসলাম৩০ আগস্ট ২০১৪

ঢাকায় আয়োজিত শিশু-কিশোর বিজ্ঞান কংগ্রেসে ওড়ানো হয়েছে মনুষ্যবিহীন বিমান ড্রোন৷ আকারে ছোট এই উড়োযান দেখে বিস্ময়ের সীমা ছিল না শিশু-কিশোরদের৷ আয়োজকরাও প্রকাশ করেছেন সন্তুষ্টি৷

Standbild DW Video Kamera-Drohnen für Jedermann
ফাইল ফটোছবি: DW

ঢাকার আগারগাঁওয়ে শুক্রবার শুরু হয় দু'দিনব্যাপী ‘ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক শিশু-কিশোর বিজ্ঞান কংগ্রেস ২০১৪'৷ দ্বিতীয়বারের মতো আয়োজিত এই আসরে গত বছরের চেয়ে চারগুণ বেশি সাড়া পাওয়া গেছে বলে জানিয়েছেন ‘জিরো টু ইনফিনিটি' ম্যাগাজিনের সম্পাদক আব্দুল্লাহ আল মাহমুদ৷ ডয়চে ভেলেকে তিনি বলেন, ‘‘শিশু-কিশোররা বিভিন্ন ধরনের প্রকল্প নিয়ে কংগ্রেসে অংশ নিচ্ছে৷ বিজ্ঞান বিষয়ক বিভিন্ন নিবন্ধের পাশাপাশি তারা বিভিন্ন পোস্টার এবং বিজ্ঞান প্রকল্পও উপস্থাপন করছে৷''

শিশু-কিশোর বিজ্ঞান কংগ্রেস দীর্ঘ পরিশ্রমের ফসল বলে মনে করেন মাহমুদ৷ এই আয়োজনের আগে আয়োজকরা বাংলাদেশের ৬৪টি জেলাতে কর্মশালা করেছেন৷ আয়োজন করা হয়েছে একাধিক সামার ক্যাম্পও৷ কার্যত গোটা দেশে বিজ্ঞান জনপ্রিয় করতে এত উদ্যোগ তাদের৷

প্রসঙ্গত, শুক্রবার বিজ্ঞান উৎসবের উদ্বোধন করেন এশিয়া প্যাসিফিক বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. জামিলুর রেজা চৌধুরী৷ এসময় তিনি বলেন, ‘‘বিজ্ঞানকে জনপ্রিয় করে তুলতে এ ধরনের উদ্যোগ আমাদের শিক্ষার্থীদের জন্য দারুণ৷ গণিত অলিম্পিয়াড যেমন বর্তমানে শিক্ষার্থীদের মাঝে গণিতভীতি দূর করার ব্যাপারে কাজ করছে, তেমনি বিজ্ঞানের বিষয়গুলো জনপ্রিয় করে তুলতে এ ধরনের উদ্যোগ সহায়তা করবে৷'' বাংলাদেশের জনপ্রিয় দৈনিক পত্রিকা প্রথম আলো চৌধুরীর এই মন্তব্য প্রকাশ করেছে৷

উল্লেখ্য, ‘ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক শিশু-কিশোর বিজ্ঞান কংগ্রেস ২০১৪' এর মূল আয়োজক বাংলাদেশ বিজ্ঞান জনপ্রিয়করণ সমিতি৷ এছাড়া সহ-আয়োজক হিসেবে রয়েছে বাংলাদেশ ফ্রিডম ফাউন্ডেশন৷ আর ইভেন্টটির ম্যাগাজিন পার্টনার হিসেবে রয়েছে ডয়চে ভেলের দ্য বব্স অ্যাওয়ার্ড জয়ী ম্যাগাজিন ‘জিরো টু ইনফিনিটি৷'

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ

ডয়চে ভেলে থেকে আরো সংবাদ