1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

পার্সেল পরিবহনে ড্রোন

১৬ ফেব্রুয়ারি ২০১৪

ড্রোন বস্তুটি প্রায় সবসময় আলোচিত৷ এতদিন জঙ্গি দমনে এর ব্যবহারের কথা শোনা গেলেও এবার কাগজপত্র ও পার্সেল পরিবহনে ড্রোনকে কাজে লাগানোর পরিকল্পনার কথা জানা যাচ্ছে৷

VAE Vereinigte Arabische Emirate Zukunftsmesse Drohne in Dubai Scheich Muhammad bin Raschid Al Maktum
ছবি: Reuters

কয়েকদিন আগে অ্যামাজন জানিয়েছিল যে, তারা ড্রোনে করে বাড়ি বাড়ি পার্সেল পৌঁছে দেবে৷ অবশ্য পরিকল্পনাটা এই দশকের মধ্যে বাস্তবায়ন করা সম্ভব হবে কিনা, তা নিয়ে ইতিমধ্যেই সন্দেহ প্রকাশ করেছেন প্রকৌশলীরা৷

সম্প্রতি এমন আরেকটি খবর দিয়েছে আরব আমিরাত৷ দেশটির সরকার বলছে, আগামী এক বছরের মধ্যে তারা নাগরিকদের কাছে ড্রোনে করে সরকারি কাগজপত্র পাঠানোর পরিকল্পনা করছে৷ যে ধরনের ড্রোনে করে বিষয়টা সম্পাদন করা হবে তার একটা ‘প্রোটোটাইপ' সাংবাদিকদের দেখানো হয়েছে৷ দেশটির এক মন্ত্রী মোহাম্মদ আল-গেরগাউই জানিয়েছেন, পরিকল্পনা বাস্তবায়ন করা গেলে তা হবে বিশ্বে এ ধরনের প্রথম ঘটনা৷

আব্দুলরহমান আলশেরকাল নামে আরব আমিরাতের এক প্রকৌশলী ব্যাটারিচালিত এই ড্রোন তৈরি করেছেন৷ সাদা রংয়ের এবং আমিরাতের পতাকাশোভিত এই ড্রোনে করে পরিচয়পত্র, ড্রাইভিং লাইসেন্স বা এই জাতীয় কাগজপত্র পৌঁছে দেয়া হবে বলে জানা গেছে৷

তবে যে দেশে তাপমাত্রা প্রায় সময়ই ৪০ ডিগ্রি সেলসিয়াসের ওপরে ওঠে এবং যেখানে প্রায়ই মরুঝড়ের আবির্ভাব ঘটে সেখানে ড্রোনের বিষয়টি কতটা সফল হবে, তা নিয়ে প্রশ্ন দেখা দিয়েছে৷ মন্ত্রী আল-গেরগাউই হয়ত বিষয়টা উপলব্ধি করেছেন৷ তাই তিনি বলেছেন, ‘‘আগামী ছয় মাস ড্রোনের কার্যকারিতা ও দক্ষতা বিষয়টি পরীক্ষা করে দেখা হবে৷ তারপর সিদ্ধান্ত নেয়া হবে এটা দিয়ে কি ধরনের এবং কতটুকু সেবা দেয়া সম্ভব হবে৷''

জেডএইচ/ডিজি (রয়টার্স, ডিপিএ)

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য
স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ

ডয়চে ভেলে থেকে আরো সংবাদ