1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

পার্সেল পরিবহনে ড্রোন

১৬ ফেব্রুয়ারি ২০১৪

ড্রোন বস্তুটি প্রায় সবসময় আলোচিত৷ এতদিন জঙ্গি দমনে এর ব্যবহারের কথা শোনা গেলেও এবার কাগজপত্র ও পার্সেল পরিবহনে ড্রোনকে কাজে লাগানোর পরিকল্পনার কথা জানা যাচ্ছে৷

VAE Vereinigte Arabische Emirate Zukunftsmesse Drohne in Dubai Scheich Muhammad bin Raschid Al Maktum
ছবি: Reuters

কয়েকদিন আগে অ্যামাজন জানিয়েছিল যে, তারা ড্রোনে করে বাড়ি বাড়ি পার্সেল পৌঁছে দেবে৷ অবশ্য পরিকল্পনাটা এই দশকের মধ্যে বাস্তবায়ন করা সম্ভব হবে কিনা, তা নিয়ে ইতিমধ্যেই সন্দেহ প্রকাশ করেছেন প্রকৌশলীরা৷

সম্প্রতি এমন আরেকটি খবর দিয়েছে আরব আমিরাত৷ দেশটির সরকার বলছে, আগামী এক বছরের মধ্যে তারা নাগরিকদের কাছে ড্রোনে করে সরকারি কাগজপত্র পাঠানোর পরিকল্পনা করছে৷ যে ধরনের ড্রোনে করে বিষয়টা সম্পাদন করা হবে তার একটা ‘প্রোটোটাইপ' সাংবাদিকদের দেখানো হয়েছে৷ দেশটির এক মন্ত্রী মোহাম্মদ আল-গেরগাউই জানিয়েছেন, পরিকল্পনা বাস্তবায়ন করা গেলে তা হবে বিশ্বে এ ধরনের প্রথম ঘটনা৷

আব্দুলরহমান আলশেরকাল নামে আরব আমিরাতের এক প্রকৌশলী ব্যাটারিচালিত এই ড্রোন তৈরি করেছেন৷ সাদা রংয়ের এবং আমিরাতের পতাকাশোভিত এই ড্রোনে করে পরিচয়পত্র, ড্রাইভিং লাইসেন্স বা এই জাতীয় কাগজপত্র পৌঁছে দেয়া হবে বলে জানা গেছে৷

তবে যে দেশে তাপমাত্রা প্রায় সময়ই ৪০ ডিগ্রি সেলসিয়াসের ওপরে ওঠে এবং যেখানে প্রায়ই মরুঝড়ের আবির্ভাব ঘটে সেখানে ড্রোনের বিষয়টি কতটা সফল হবে, তা নিয়ে প্রশ্ন দেখা দিয়েছে৷ মন্ত্রী আল-গেরগাউই হয়ত বিষয়টা উপলব্ধি করেছেন৷ তাই তিনি বলেছেন, ‘‘আগামী ছয় মাস ড্রোনের কার্যকারিতা ও দক্ষতা বিষয়টি পরীক্ষা করে দেখা হবে৷ তারপর সিদ্ধান্ত নেয়া হবে এটা দিয়ে কি ধরনের এবং কতটুকু সেবা দেয়া সম্ভব হবে৷''

জেডএইচ/ডিজি (রয়টার্স, ডিপিএ)

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য
স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ