1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

নতুন মহাপরিচালক

১ অক্টোবর ২০১৩

১লা অক্টোবর ডয়চে ভেলের মহাপরিচালকের দায়িত্ব গ্রহণ করছেন পেটার লিমবুর্গ৷ প্রায় ১২ বছরের কার্যকালের পর মহাপরিচালক হিসেবে বিদায় নিচ্ছেন এরিক বেটারমান৷

ছবি: DW/M. Magunia

পেটার লিমবুর্গ এমন একটা সময়ে ডয়চে ভেলের দায়িত্ব নিচ্ছেন, যখন বৈদেশিক সম্প্রচার কর্মসূচি সম্পর্কেই নানা মৌলিক প্রশ্ন উঠছে৷ জার্মানির মতো দেশের আদৌ ডয়চে ভেলের মতো সংবাদ-মাধ্যমের প্রয়োজন আছে কি না, তা নিয়ে চলছে তর্ক-বিতর্ক৷ তার উপর রয়েছে ব্যয় সংকোচের ধাক্কা৷ এমন পরিস্থিতি সম্পর্কে কী মনে করেন পেটার লিমবুর্গ?

দায়িত্ব গ্রহণের ঠিক আগে জার্মান বার্তা সংস্থা ডিপিএ-কে দেয়া এক সাক্ষাৎকারে তিনি বলেন, ডয়চে ভেলে গোটা বিশ্বে জার্মানির এক বাস্তব চিত্র এবং বিভিন্ন গুরুত্বপূর্ণ প্রশ্নে জার্মানির অবস্থান তুলে ধরে৷ ডয়চে ভেলে নিরপেক্ষতার সঙ্গে এমন সব তথ্য তুলে ধরে, অনেক মানুষ নিজেদের দেশে সেন্সরশিপের কারণে যার নাগাল পান না৷ গোটা বিশ্বের কাছে ডয়চে ভেলে জার্মানির কণ্ঠ – বিশেষ করে যাঁরা গুরুত্বপূর্ণ পদে বসে সিদ্ধান্ত গ্রহণ করছেন, তাঁদের কাছে৷

ব্রিটেন, ফ্রান্স ও রাশিয়ার মতো দেশের বৈদেশিক সম্প্রচার কেন্দ্র আছে৷ সে ক্ষেত্রে জার্মানিরও কি আলাদা করে একই কাজ করার প্রয়োজন রয়েছে? এই প্রশ্নের উত্তরে পেটার লিমবুর্গ বলেন, বিভিন্ন প্রশ্নে জার্মানির অবস্থান অন্যান্য দেশের থেকে ভিন্ন৷ এমনকি সহযোগী ও বন্ধুদের সঙ্গেও সব সময়ে সব বিষয়ে মতের মিল হয় না৷ যেমন সামরিক অভিযানের প্রশ্নে ফ্রান্স ও ব্রিটেনের মনোভাব জার্মানির তুলনায় ভিন্ন৷ ইউরো সংকটের বিষয়ে ব্রিটেনের অবস্থান জার্মানির সম্পূর্ণ বিপরীত৷ অর্থাৎ ব্রিটিশ ও ফরাসিরা জার্মানদের হয়ে কথা বললেই চলবে – এমনটা মনে করা যায় না৷

‘‘ডয়চে ভেলে গোটা বিশ্বে জার্মানির এক বাস্তব চিত্র এবং বিভিন্ন গুরুত্বপূর্ণ প্রশ্নে জার্মানির অবস্থান তুলে ধরে’’ছবি: DW/M. Magunia

লিমবুর্গ আরও মনে করিয়ে দেন, জার্মানির মতো দেশ রপ্তানি-বাণিজ্যের উপর অত্যন্ত নির্ভরশীল৷ তাছাড়া জার্মানির পররাষ্ট্র নীতির ভিত্তিই কিছু বিশেষ মূল্যবোধের উপর দাঁড়িয়ে৷ তাই গোটা বিশ্বে সংবাদ মাধ্যমের ক্ষেত্রেও জার্মানির নিজস্ব উপস্থিতি প্রয়োজন আছে বলে মনে করেন লিমবুর্গ৷ তাঁর মতে, অনেক প্রতিযোগিতার মাঝে ডয়চে ভেলেকে আরও শক্তিশালী করে তুলতে হবে৷ চীন, রাশিয়া, ইরান ও পারস্য উপসাগরীয় অঞ্চলের কিছু দেশ নিজস্ব লক্ষ্য পূরণে বৈদেশিক সম্প্রচার চালাচ্ছে, যা জার্মানির তুলনায় ভিন্ন৷ এই কাজে তারা প্রচুর অর্থও লগ্নি করছে৷ এমন অবস্থায় জার্মানির আত্মগোপন করে থাকার কোনো প্রয়োজন নেই, বলেন লিমবুর্গ৷

এমন চ্যালেঞ্জের মুখে ডয়চে ভেলেকে শক্তিশালী করতে প্রথমেই বাড়তি অর্থের দাবি করতে চান না পেটার লিমবুর্গ৷ তাঁর মতে, ডয়চে ভেলে-র জাতীয় দায়িত্ব রয়েছে৷ আন্তর্জাতিক আঙিনায় জার্মানিকে তুলে ধরা তার মধ্যে পড়ে৷ যে সব সংসদ সদস্য ডয়চে ভেলের বাজেটের বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেন, তাঁদের এ বিষয়ে ভাবনা-চিন্তা করতে হবে৷

জার্মান ভাষায় সম্প্রচার ও ওয়েবসাইট চালু রাখতে এআরডি জেডডিএফ – এই দুই জাতীয় সম্প্রচার কেন্দ্রের সঙ্গে সহযোগিতা আরও জোরদার করতে চান পেটার লিমবুর্গ৷ তবে তাঁর মতে, বেশিরভাগ মানুষের কাছে ডয়চে ভেলে পৌঁছে যায় তাদের নিজস্ব ভাষায়৷ আঞ্চলিক প্রয়োজনকে মনে রেখে সেই ‘কনটেন্ট' তৈরি করা হয়৷ তাছাড়া জার্মান নয় – ইংরেজিই গোটা বিশ্বের মূল ভাষা৷

এসবি/ডিজি (ডিপিএ)

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য
স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ

ডয়চে ভেলে থেকে আরো সংবাদ

বাংলাদেশ