ব়্যাব নিয়ে ওঠা ‘অভিযোগ খতিয়ে দেখবে’ যুক্তরাষ্ট্র
৭ এপ্রিল ২০২৩
ঢাকায় মার্কিন দূতাবাসের ফেসবুক পাতায় তার এ বক্তব্য প্রকাশ করা হয়৷ ডয়চে ভেলের বিশেষ তথ্যচিত্রটির সঙ্গে বেদান্ত প্যাটেলের বক্তব্যও শেয়ার করে দূতাবাস৷ সেখানে যুক্তরাষ্ট্রের স্টেট ডিপার্টমেন্টের উপ-প্রধান মুখপাত্র বেদান্ত প্যাটেলকে উদ্ধৃত করে লেখা হয়, ‘‘আমরা এই ... ভিডিওতে থাকা অভিযোগ অত্যন্ত সাবধানতার সাথে খতিয়ে দেখব এবং আমরা আশা করি বাংলাদেশ সরকারও তাই করবে ... মানবাধিকার লঙ্ঘনকারীদের অবশ্যই জবাবদিহি করতে হবে৷’’
প্রসঙ্গত, প্রতিষ্ঠার পর শুরুর দিকে প্রশিক্ষণ এবং উপকরণ দিয়ে ব়্যাবকে সহায়তা করলেও এক পর্যায়ে বিশেষ বাহিনীটির মানবাধিকার লঙ্ঘন নিয়ে উদ্বেগ প্রকাশ করে মার্কিন যুক্তরাষ্ট্র৷ বিচারবহির্ভূত হত্যাকাণ্ডসহ মানবাধিকার লঙ্ঘনের নানা অভিযোগে ২০২১ সালে ব়্যাবসহ-এর সাবেক ও বর্তমান সাত কর্মকর্তার ওপর নিষেধাজ্ঞা জারি করে যুক্তরাষ্ট্র৷
সেসময় মার্কিন প্রশাসনের পক্ষ থেকে বলা হয়, বাংলাদেশ সরকারের মাদকবিরোধী অভিযানের সময় ব়্যাবের বিরুদ্ধে মানবাধিকারের চরম লঙ্ঘনের অভিযোগ রয়েছে৷ বিভিন্ন বেসরকারি সংস্থার বরাত দিয়ে বলা হয়, ২০০৯ সাল থেকে ছয় শতাধিক গুম, ২০১৮ সাল থেকে প্রায় ৬০০ বিচারবহির্ভূত হত্যাকাণ্ড এবং নির্যাতনে ব়্যাব ও অন্যান্য আইন-শৃঙ্খলা বাহিনীর দায় রয়েছে৷
তবে বাংলাদেশ সরকারের পক্ষ থেকেদাবি করা হয়, যুক্তরাষ্ট্র ব়্যাব ও এর সাবেক-বর্তমান সাত কর্মকর্তার উপর যে নিষেধাজ্ঞা দিয়েছে তা তথ্যভিত্তিক নয়৷
সম্প্রতি ডয়েচে ভেলে ও নেত্র নিউজের বিশেষ তথ্যচিত্রে বাংলাদেশের অভিজাত সন্ত্রাসবিরোধী বাহিনীটির বিরুদ্ধে বিচারবহির্ভূত হত্যায় জড়ানোর অভিযোগ উঠে আসে৷ প্রতিষ্ঠার দুই দশক পর এই প্রথম এই বাহিনীতে কাজ করা দুই সাবেক কমান্ডার এই বাহিনীটির ভেতরের কর্মকাণ্ডের বিষয়ে বিস্তারিত তথ্য জানান৷
সেনা এবং পুলিশ সদস্যদের সমন্বয়ে গঠিত এই বাহিনীকে নিয়ে কয়েক মাস ধরে ডয়চে ভেলের ইনভেস্টিগেটিভ ইউনিট অনুসন্ধান চালিয়েছে৷
ডয়চে ভেলের প্রতিবেদন সেনসিটিভ হলেও বাস্তবতা: মির্জা ফখরুল
ব়্যাব নিয়ে ডয়চে ভেলের তথ্যচিত্র প্রকাশের পর এ নিয়ে প্রতিক্রিয়া জানিয়েছে বিএনপি৷ দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বৃহস্পতিবার এক সংবাদসম্মেলনে বলেন, ‘‘জার্মান মিডিয়া ডয়চে ভেলে সম্প্রতি র্যাবের ওপর একটা ডকুমেন্টারি প্রকাশ করেছে৷ এটা খুব সেনসেটিভ হওয়ার কারণে আমাদের দেশের বেশিরভাগ পত্রিকা কোনো নিউজ করেনি, কেউ বলেনও নাই৷ সেনসেটিভ হলেও এটা বাস্তবতা৷ ডয়চে ভেলে করেছে৷’’
তিনি বলেন, ‘‘এই ডকুমেন্টারি প্রমাণ করেছে যে, অনির্বাচিত সরকার আইনশৃঙ্খলা বাহিনীকে অবৈধভাবে ব্যবহার করে ক্ষমতায় টিকে থাকার জন্য এই কাজগুলো করছে৷ আপনারা দেখেছেন যে, কী ভয়ংকর৷ যদি এমন হয় যে, সরকারের সর্বোচ্চ মহল থেকে, শীর্ষ পর্যায় থেকে যদি নির্দেশ দিয়ে এসমস্ত কাজ করা হয় তাহলে এসব সংস্থাগুলো কী ভয়ংকরভাবে জনগণের মানবাধিকার লঙ্ঘন করতে পারে তার প্রমাণ৷’’
সরকার রাষ্ট্রীয় বাহিনীকে ব্যবহার করে ‘মানবাধিকার বিরোধী, সংবিধান বিরোধী’ এসব কাজ করছে- এমন দাবি করে বিএনপি মহাসচিব অবিলম্বে তা বন্ধের দাবি জানান বলেও বাংলাদেশে ডয়চে ভেলের কনটেন্ট পার্টনার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের এক প্রতিবেদনে বলা হয়৷
র্যাব রাজনৈতিক উদ্দেশ্যে ব্যবহৃত হচ্ছে না: পররাষ্ট্রমন্ত্রী
গত সোমবার, অর্থাৎ ডয়চে ভেলের প্রতিবেদন প্রকাশের দিন সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে পররাষ্ট্রমন্ত্রী একে আব্দুল মোমেন বলেন, ‘‘র্যাব রাজনৈতিক উদ্দেশ্য ব্যবহৃত হচ্ছে না৷ সংস্থাটি নিরাপত্তার উদ্দেশ্যে ব্যবহৃত হচ্ছে৷’’
একই বিষয়ে বৃহস্পতিবার নিয়মিত সাপ্তাহিক ব্রিফিংয়ে পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র সেহেলী সাবরীন বলেন, ‘‘কোনো রাজনৈতিক উদ্দেশ্য হাসিলের জন্য র্যাবকে ব্যবহার করা হচ্ছে না, এ ব্যাপারে আমরা নিশ্চিত৷’’
আরআর/এসিবি (ঢাকাস্থ মার্কিন দূতাবাসের ফেসবুক পেজ, বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)