1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

ভোট দিন এক্ষুণি!

ওলে টানগেন / এআই৩১ মার্চ ২০১৬

ডয়চে ভেলের দ্য বব্স প্রতিযোগিতার চলতি আসরের চূড়ান্ত প্রতিযোগীদের বাছাই করা হয়েছে৷ অনলাইন ব্যবহারকারীরা এখন চাইলে তাঁদের পছন্দের প্রার্থীকে ভোট দিতে পারেন৷

The Bobs 2016 - Start des Votings bei den Bobs Awards
ছবি: DW

‘‘দ্য বব্স – বেস্ট অফ অনলাইন অ্যাক্টিভিজম'' প্রতিযোগিতায়, যা ডয়চে ভেলের ব্লগ প্রতিযোগিতা হিসেবেও পরিচিতি, চলতি বছর ২,৩০০-এরও বেশি মনোনয়ন জমা পড়ে৷ এসবের মধ্য থেকে চারটি মিশ্র বিভাগের এবং ১৪টি ভাষা বিভাগে চূড়ান্ত প্রতিযোগী বাছাই করেছেন আন্তর্জাতিক জুরিমন্ডলী, যাদের মধ্যে বাংলা ভাষার পক্ষে আছেন ব্লগার রাফিদা বন্যা আহমেদ৷

বাংলা ভাষার প্রার্থীদের ভোট দিতে ভিজিট করুন: http://thebobs.com/bengali/

চলতি বছর চারটি মিশ্র বিভাগে বাংলা ভাষার প্রতিদ্বন্দ্বীরা হচ্ছে: সামাজিক পরিবর্তন বিভাগে সুন্দরবন বাঁচাও, প্রগতির জন্য প্রযুক্তি বিভাগে মায়া অ্যাপ, নাগরিক সাংবাদিকতা বিভাগে রেজর'র এজ ভিডিও তথ্যচিত্র এবং শিল্প ও সংস্কৃতি বিভাগে জিএমবি আকাশের ইন্সটাগ্রাম পাতা৷ এসব বিভাগে বাংলা ভাষার প্রার্থীরা লড়ছেন অন্য ১৩টি ভাষার প্রতিযোগীদের সঙ্গে৷

পাশাপাশি ভাষাভিত্তিক বিভাগে রয়েছে পাঁচটি বাংলা ব্লগ৷ এগুলো হচ্ছে ইস্টিশন, জার্মান প্রবাসে, ইতুর ব্লগ, অগ্নি সারথির ব্লগ এবং প্রবীর বিধানের ব্লগ৷ এই পাঁচ প্রতিযোগির মধ্যে থেকে অনলাইন ভোটে বিজয়ী পাবেন ‘ইউজার'র চয়েস অ্যাওয়ার্ড৷' এ সম্পর্কে আরো বিস্তারিত জানতে ক্লিক করুন এখানে

দ্য বব্স প্রতিযোগিতার চূড়ান্ত প্রতিযোগীদের অভিনন্দন জানিয়েছেন ডয়চে ভেলের ইনোভেটিভ প্রোগ্রামিং বিভাগের উপপ্রধান জুলিয়া ব্রান্সটর্ফ৷ তিনি বলেন, ‘‘সমাজ পরিবর্তন এবং বাকস্বাধীনতা নিশ্চিতে সংগ্রামরত কঠোর পরিশ্রমী মানুষদের স্বীকৃতি প্রদানও এক গর্বের ব্যাপার৷''

ऑनलाइन एक्टिविज्म का बॉब्स

00:36

This browser does not support the video element.

যেভাবে ভোট দেবেন

ভোট দিতে হলে প্রথমেই যেতে হবে thebobs.com/bengali ঠিকানায়৷ এরপর সাইটটিতে উল্লেখিত যে কোনো উপায়ে ‘লগ-ইন' করতে হবে৷ এ জন্য চাইলে আপনার ফেসবুক বা টুইটার আইডিও ব্যবহার করতে পারেন৷ এরপর আপনার পছন্দের প্রার্থীর বিভাগ ও নাম বাছাই করে ভোট দিন বাটন টিপে দিলেই হবে৷ তবে একটি বিভাগে প্রতি ২৪ ঘণ্টায় একবারের বেশি ভোট দেয়া যাবে না৷

প্রসঙ্গত, চলতি বছর দ্য বব্স প্রতিযোগিতা ১৪ বছরে পদাপর্ন করেছে৷ গত কয়েকবছরে বিশ্বের বিভিন্ন দেশের ব্লগারদের বাংলাদেশের বেশ কয়েকটি ব্লগ এবং অনলাইন উদ্যোগ দ্য বব্সের সম্মানজনক ‘জুরি অ্যাওয়ার্ড' জয় করেছে৷ অনলাইন ভোটাভুটির পাশাপাশি আন্তর্জাতিক জুরিমন্ডলী বার্লিনে এক বৈঠকে ‘জুরি অ্যাওয়ার্ড' বিজয়ীদের নির্বাচন করে থাকেন৷

আপনার কি কিছু বলার আছে? লিখুন নীচের মন্তব্যের ঘরে৷

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য
স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ

ডয়চে ভেলে থেকে আরো সংবাদ