1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

গ্লোবাল মিডিয়া ফোরামের সূচনা

১৭ জুন ২০১৩

একটি উপলক্ষ্য এক মাইলফলক, অন্যটি একটি বাৎসরিক আয়োজন, যার গুরুত্ব ক্রমেই বেড়ে চলেছে৷ ডিডাব্লিউ-এর মহাপরিচালক এরিক বেটারমান উদ্বোধনী সভাতেই স্বাগত জানালেন তাঁর উত্তরসুরি পেটার লিমবুর্গকে৷

ছবি: DW

বন শহরের সাবেক সংসদভবনে পুরাতনকে অভিবাদন, নতুনকে স্বাগতম৷ জলবায়ু পরিবর্তন, অর্থনৈতিক সংকট আর সন্ত্রাসবাদের মতো চ্যালেঞ্জের সম্মুখীন এই বিশ্বে ডয়চে ভেলেকে জার্মানির ‘‘মিডিয়া কণ্ঠ'' বলে অভিহিত করলেন মহাপরিচালক এরিক বেটারমান৷

ফেডারাল সরকারের সংস্কৃতি ও মিডিয়া কমিশনার বের্ন্ড নয়মান ডয়চে ভেলেকে ‘‘বিভিন্ন সংস্কৃতির মধ্যে সেতুবন্ধনের'' জন্য অভিনন্দন জানান৷ নয়মান বলেন, ডয়চে ভেলে বিগত ছয় দশকে জার্মানির মিডিয়া সংক্রান্ত ‘ভিজিটিং কার্ড' হয়ে দাঁড়িয়েছে৷

বাড়ছে ডয়চে ভেলের পসরা

চলছে গ্লোবাল মিডিয়া ফোরামছবি: DW

জার্মানির মুখ্য সরকারি বেতার ও টেলিভিশনকেন্দ্রগুলিকে মিলিয়ে সৃষ্ট এআরডি সংস্থার সভাপতি লুটৎস মার্মর বিশেষ করে এআরডি ও জেডডিএফ, এই দুটি সরকারি টেলিভিশন সংস্থা ও ডয়েচলান্ডরাডিও-র সঙ্গে ডয়চে ভেলের গত বৃহস্পতিবার যে নতুন সমঝোতা হয়েছে, তার তাৎপর্যকে তুলে ধরেন৷

সমঝোতা অনুযায়ী ভবিষ্যতে ডয়চে ভেলে আরো বেশিভাবে অন্যান্য সহযোগীদের অনুষ্ঠানের অংশ ব্যবহার করতে পারবে৷ প্রযোজনার ক্ষেত্রেও বৃহত্তর সহযোগিতা, এমনকি যৌথ নীতির কথা বলা হয়েছে৷ এই সমঝোতা হল ডয়চে ভেলের ৬০ বছর পূর্তিতে সেরা উপহার, বলেন মার্মর৷

গ্লোবাল মিডিয়া ফোরাম

একই সঙ্গে শুরু হল গ্লোবাল মিডিয়া ফোরাম, যা চলবে বুধবার অবধি৷ এবারকার সম্মেলনের মটো: ‘‘প্রবৃদ্ধির ভবিষ্যৎ: অর্থনীতি, মূল্যবোধ ও মিডিয়া''৷ প্রায় ২,৫০০ অংশগ্রহণকারীদের মধ্যে থাকছেন জার্মান পররাষ্ট্রমন্ত্রী গিডো ভেস্টারভেলে, বিকল্প নোবেল পুরস্কার বিজয়ী ভারতীয় মানবাধিকার আন্দোলনকারী বন্দনা শিবা ও চীনের ব্লগার লি চেংপেং৷

গ্লোবাল মিডিয়া ফোরামে এবার ঠিক সেই প্রশ্নটি নিয়ে আলোচনা হবে, যা সবচেয়ে গুরুত্বপূর্ণ: ক্রমবর্ধমান সমৃদ্ধির জন্য কি প্রবৃদ্ধি অত্যাবশ্যক, অপরিহার্য? নাকি অর্থনৈতিক মূল্যবোধেই পরিবর্তনের সময় আসছে? এক্ষেত্রে মিডিয়ারই বা কি ভূমিকা?

উত্তর আগামীতে৷

এসি/ডিজি (ডিডাব্লিউ)

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য
স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ