1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

ডয়চে ভেলে’র সপ্তম ‘বব্স’ – বেস্ট অফ ব্লগস

২৩ ফেব্রুয়ারি ২০১১

এবছর ডয়চে ভেলের ব্লগ প্রতিযোগিতায় খোঁজা হচ্ছে মানবাধিকার সংক্রান্ত সেরা আন্তর্জাতিক ওয়েবলগ এবং সেরা সোশ্যাল অ্যাক্টিভিজম ক্যাম্পেন ব্লগ৷

বেস্ট অফ ব্লগস বা বব্স’এর লোগো

বুধবার শুরু হচ্ছে ডয়চে ভেলে’র ‘‘দ্য বব্স’’ ব্লগ পুরস্কার প্রতিযোগিতার সপ্তম সংস্করণ৷ ২০১১ সালের ১১ মার্চ অবধি সারা বিশ্বের ইন্টারনেট ব্যবহারকারীরা তাদের ফেসবুক অ্যাকাউন্ট বা টুইটারের মাধ্যমে নজর কাড়ার মতো ওয়েবলগ’গুলির নাম প্রস্তাব করতে পারবেন৷ পুরস্কার থাকছে ১১টি ভাষায় এবং প্রতিক্ষেত্রে ছ’টি বিশেষ বিভাগে৷

প্রতি ভাষায় যে ছ’টি বিশেষ বিভাগে প্রতিযোগিতা, সেখানে জোর দেওয়া হচ্ছে মানবাধিকারের ওপর৷ খোঁজা হচ্ছে এমন সব ওয়েবলগ এবং ভিডিও, যেগুলির উপজীব্য মতপ্রকাশের স্বাধীনতা, শিক্ষা অথবা জনস্বাস্থ্য৷ এই প্রথম সেরা সোশ্যাল অ্যাক্টিভিজম পুরস্কার দেওয়া হবে৷ এবং আগের মতোই থাকবে রিপোর্টার্স উইদাউট বর্ডার্স বা সীমানাবিহীন সাংবাদিক পুরস্কার৷ খোঁজ চলছে ১১টি ভাষায় বিশ্ব-সেরা ব্লগগুলিরও – প্রতিযোগিতার এই অংশটিতে বিষয়বস্তুর কোনো বাধ্যবাধকতা নেই৷

এবছর সেরা বাংলা ব্লগ প্রতিযোগিতায় জুরি হিসেবে থাকছেন রেজওয়ানুল ইসলামছবি: Rezwanul Islam

এবছর সেরা বাংলা ব্লগ প্রতিযোগিতায় জুরি হিসেবে থাকছেন রেজওয়ানুল ইসলাম৷ ২০০৩ সাল থেকে ব্লগিং করা শুরু করেন রেজওয়ান৷ এরপর ২০০৫ সালে তিনি যুক্ত হন অন্যতম ইন্টারনেট কমিউনিটি ‘গ্লোবাল ভয়েসেস অনলাইন’এর সঙ্গে৷ বব্স’এর আন্তর্জাতিক জুরিতে এবার রয়েছেন চীনের ব্লগার ইসাক মাও৷ ইনি হলেন ‘‘চীনা ব্লগার সম্মেলনের’’ একজন উদ্যোক্তা : ‘চাইনিজ ব্লগার কনফারেন্স’-টি ২০০৫ সাল যাবৎ গণপ্রজাতন্ত্রী চীনে আয়োজিত হচ্ছে৷ বব্স’এর জুরিতে এবার আরো থাকছেন বাহরাইনের মহিলা সাংবাদিক এবং ব্লগার আমিরা আল হুসেইনি৷

‘‘দ্য বব্স’’ এখন আন্তর্জাতিক পর্যায়ে সবচেয়ে তাৎপর্যপূর্ণ ওয়েবলগ পুরস্কার হিসেবে স্বীকৃত৷ ডয়চে ভেলের বেতার এবং অনলাইন পরিবেশনার দায়িত্বপ্রাপ্ত প্রধান সম্পাদক মার্ক কখ বলেন, ‘‘আমরা মিডিয়ার এই শাখাটিতে বিভিন্ন ভাষার মধ্যে আলাপচারি সৃষ্টির প্রচেষ্টা করছি৷’’ সেক্ষেত্রে একটি লক্ষ্য হল, যে-সব দেশে সংবাদপত্রের স্বাধীনতা সীমিত, সেখানকার ব্লগারদের বিশেষভাবে সাহায্য করা ৷ কখ বলেন, ‘‘টিউনিশিয়া এবং মিশরের ঘটনাবলী থেকে বোঝা গেছে, সোশ্যাল নেটওয়ার্ক এবং ব্লগ কি ধরণের ভূমিকা রাখতে পারে৷’’ প্রসঙ্গত, গত বছর থেকে ডয়চে ভেলের সেরা ব্লগ প্রতিযোগিতায় বাংলা ভাষা যোগ করা হয়েছে৷ ২০১০ সালে এই আয়োজনে বিচারক ছিলেন সৈয়দা গুলশান ফেরদৌস জানা৷ সে’বছর ডয়চে ভেলের সেরা বাংলা ব্লগার নির্বাচিত হন আলী মাহমেদ৷

কবে-কি-কখন

নাম প্রস্তাব করার সময় শেষ হচ্ছে ১১ মার্চে৷ তারপর জুরি চূড়ান্ত প্রতিযোগিতায় অংশগ্রহণকারীদের বাছাই করবেন৷ ২২ মার্চ থেকে ১১ এপ্রিল অবধি বিজয়ীদের নির্ধারণ করা হবে : এর জন্য থাকবে একদিকে জুরির ভোট, অন্যদিকে অনলাইন ভোট - যা কিনা সম্পূর্ণ স্বাধীন৷ বিজয়ীদের নাম ঘোষণা করা হবে ১২ এপ্রিল বন’এ, ডয়চে ভেলে’তে৷

বিভিন্ন বিশেষ বিভাগে বিজয়ীরা তাঁদের পুরস্কার পাবেন ২০ জুন, ২০১১ তারিখে, বন’এ, ‘ডয়চে ভেলে গ্লোবাল মিডিয়া ফোরাম’ শীর্ষক তিনদিনব্যাপী সম্মলনের অবকাশে৷ সম্মলনের মূল আলোচ্য বিষয় : ‘মানবাধিকার এবং বিশ্বায়ন – মিডিয়ার সামনে চ্যালেঞ্জ’৷

ডয়চে ভেলে, বাংলা বিভাগ

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য
স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ

ডয়চে ভেলে থেকে আরো সংবাদ

ইউরোপ