1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

ডয়চে ভেলে খুঁজছে সেরা ব্লগ, অংশ নিন আপনিও

৪ মার্চ ২০১১

ডয়চে ভেলের সেরা ব্লগ অনুসন্ধানের প্রতিযোগিতা শুরু হয়েছে গত ২৩শে ফেব্রুয়ারি৷ চলবে ১১ মার্চ পর্যন্ত৷ হাতে সময় কিন্তু খুব কম৷ তাই যত দ্রুত সম্ভব জমা দিন আপনার পছন্দের ব্লগটি৷

এবার এ প্রতিযোগিতায় অংশ নেওয়ার প্রক্রিয়াটি করা হয়েছে বেশ সহজ৷ এজন্য ভিজিট করুন : www.thebobs.com ওয়েবসাইট৷ সাইটটিতে আপনার ফেসবুক বা টুইটার অ্যাকাউন্ট ব্যবহার করে লগ ইন করুন৷ এরপর পছন্দের ব্লগটির ওয়েবলিংক জমা দিন৷ এখানেই কাজ শেষ৷ তবে কোন্ ভাষায় এবং কোন্ বিভাগে আপনি আপনার ব্লগটি জমা দিচ্ছেন, তা অবশ্যই খেয়াল রাখতে হবে৷ কারণ এবছর, মূল প্রতিযোগিতাটি হবে ছয়টি বিশেষ বিভাগে৷

সেই বিশেষ বিভাগগুলো হচ্ছে সেরা ব্লগ, সামাজিক সচেতনতায় প্রযুক্তি, সোশ্যাল অ্যাক্টিভিজম, সীমানাবিহীন সাংবাদিক পুরস্কার (রিপোর্টার উইদাউট বর্ডার্স), মানবাধিকার এবং ভিডিও চ্যানেল৷ বাংলা সহ এগারোটি ভাষার ব্লগ এসব বিভাগে জমা দেওয়া যাবে৷ মনে রাখতে হবে, শুধুমাত্র বিশেষ বিভাগের বিজয়ীদেরই আগামী জুন মাসে জার্মানির বন শহরে অনুষ্ঠিতব্য গ্লোবাল মিডিয়া ফোরাম-এ আমন্ত্রণ জানানো হবে৷ আর সেখানে এক অনুষ্ঠানে বিজয়ীদের হাতে তুলে দেয়া হবে পুরস্কার৷

ভাষা বিভাগে বাংলা ভাষার চূড়ান্ত বিজয়ীকে আলাদাভাবে পুরস্কৃত করা হবে৷ এক্ষেত্রে বিষয়বস্তুর কোন বাধ্যবাধকতা নেই৷ তবে অংশগ্রহণকারী প্রতিটি ব্লগকে প্রতিযোগিতার নিয়মনীতি অনুসরণ করতে হবে৷

ডয়চে ভেলের বাংলা ভাষার এবারকার বিচারক রেজওয়ানুল ইসলাম জানান, ববস্'এর নতুন ওয়েবসাইটে'র ব্যবহার বেশ সহজ এবং সাবলীল৷ তিনি বলেন, ‘‘আমি দ্য ববস ডটকম সাইটটিতে গিয়েছি এবং নিজেও দু'য়েকটি ব্লগ নমিনেট করে দেখেছি৷ আমার কাছে এই প্রক্রিয়া বেশ সহজ মনে হয়েছে৷''

উল্লেখ্য, গত বছর ডয়চে ভেলের সেরা বাংলা ব্লগ পুরস্কারটি জয় করেন আলী মাহমেদ৷ এবছর আবারো প্রতিযোগিতা শুরুর খবরে বেশ উচ্ছ্বসিত তিনি৷ চাইছেন, তাঁর মতো অন্য কেউ জয় করুক এ আসর৷

তবে শুধু ভাষা বিভাগে কোনো একটি বাংলা ব্লগের জয় পাওয়া নিয়ে সন্তুষ্ট নন দক্ষিণ এশিয়া বিভাগের সমন্বয়কারী সম্পাদক দেবারতি গুহ৷ তিনি বলেন, ‘‘বাংলা ভাষাকে অন্যান্য ভাষার ব্লগগুলির সঙ্গে হাড্ডাহাড্ডা লড়াই করতে হবে৷ লড়াই করতে হবে ঐ ছয়টি বিশেষ বিভাগে জয়ী হওয়ার জন্য৷ তবেই না বাংলা ব্লগ একটি আন্তর্জাতিক প্রতিযোগিতায় আসল সম্মানের অধিকারী হয়ে উঠতে পারবে৷''

প্রতিবেদন: আরাফাতুল ইসলাম

সম্পাদনা: আব্দুল্লাহ আল-ফারূক

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য
স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ

ডয়চে ভেলে থেকে আরো সংবাদ