1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

ডয়চে ভেলে গ্লোবাল মিডিয়া ফোরাম সম্মেলন শুরু

২৭ মে ২০১৯

রাজনীতি এবং সমাজের ক্ষমতা কার হাতে? ডয়চে ভেলের গ্লোবাল মিডিয়া ফোরামে আন্তর্জাতিক অংশগ্রহণকারীরা আরো অনেক বিষয়ের সঙ্গে এই প্রশ্নেরও উত্তর খুঁজবেন৷

Opening ceremony Peter Limbourg
ছবি: DW/P. Böll

জার্মানির বন শহরের ‘ওয়ার্ল্ড কনফারেন্স সেন্টারে' ২৭ মে থেকে শুরু হয়েছে দু'দিনব্যাপী আন্তর্জাতিক সম্মেলন ‘গ্লোবাল মিডিয়া ফোরাম'৷ বিশ্বের ১৪০টি দেশের দুই হাজার অংশগ্রহণকারী গণমাধ্যম সম্পর্কিত এই সম্মেলনের ৭০টি ইভেন্টে যোগ দিচ্ছেন৷ চলতি বছর এই সম্মেলনের মূল থিম হচ্ছে ‘শিফটিং পাওয়ার'৷

গ্লোবাল মিডিয়া ফোরামের দ্বাদশ এই আয়োজনের বিষয়ে ডয়চে ভেলের মহাপরিচালক পেটার লিমবুর্গ বলেন, ‘‘সবক্ষেত্রের পপুলিস্টরা ইউরোপের অখণ্ডতাকে হুমকি দিচ্ছে৷ তথ্যে প্রবেশাধিকারের উপর নিয়ন্ত্রণ আরোপ ক্ষমতার এক হাতিয়ারে পরিণত হয়েছে৷''

মত প্রকাশের স্বাধীনতা ক্রমশ সঙ্কুচিত হয়ে যাচ্ছে বলেও মনে করেন টানা দ্বিতীয় মেয়াদে ডয়চে ভেলের মহাপরিচালকের দায়িত্ব পালনরত এই সাংবাদিক৷

উল্লেখ্য, ডয়চে ভেলের এই আয়োজনে এ বছর বেশ কয়েকজন বাংলাদেশি সম্পাদক, সাংবাদিক এবং গণমাধ্যম ব্যক্তিত্ব অংশ নিচ্ছেন৷ তাঁদের মধ্যে রয়েছেন দ্য ডেইলি স্টার পত্রিকার সম্পাদক মাহফুজ আনাম, বিডিনিউজ টোয়েন্টিফোরডটকম-এর প্রধান সম্পাদক তৌফিক ইমরোজ খালিদি প্রমুখ৷

এআই/এসিবি (ডয়চে ভেলে)

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য
স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ

ডয়চে ভেলে থেকে আরো সংবাদ