ডয়চে ভেলে ফ্রিডম অব স্পিচ অ্যাওয়ার্ড পেলেন টোবর ওভুওরি
৩ মে ২০২১
নাইজেরিয়ার সাংবাদিক টোবর ওভুওরিকে এ বছর ‘ডয়চে ভেলে ফ্রিডম অব স্পিচ অ্যাওয়ার্ড’ দেয়া হয়েছে৷ মানবাধিকার এবং বাকস্বাধীনতা নিশ্চিতের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখা সাংবাদিকদের মূলত এই পুরস্কার দেয়া হয়৷
বিজ্ঞাপন
নাইজেরিয়ার অনুসন্ধানী সাংবাদিকতায় এক পরিচিত মুখ টোবর ওভুওরি৷ বিভিন্ন সময় প্রতিবেদন প্রস্তুত করতে গিয়ে জীবনের ঝুঁকিও নিয়েছেন তিনি৷ দেশটির মানবপাচার নেটওয়ার্কের অন্ধকার দিক তুলে ধরতে ভবিষ্যতে পতিতাবৃত্তিতে জড়াতে পারে এমন এক নারীর ছদ্মবেশেও কাজ করেছেন ওভুওরি৷
দেশে দেশে সাংবাদিক নির্যাতন
বিশ্বব্যাপী সাংবাদিক নিপীড়নের ঘটনা বেড়েই চলছে৷ এ রকম গুরুত্বপূর্ণ ১০ ঘটনা নিয়ে ছবিঘর৷
ছবি: Getty Images/J. Thys
হত্যা
রাজনৈতিক অনিয়ম, দুর্নীতি ও সন্ত্রসী কর্মকাণ্ড বিষয়ে সোচ্চার মেক্সিকোর সাংবাদিক মিরোস্লাভা ব্রিচ ভেলডুসিয়া গত মার্চ মাসে খুন হয়৷ জানা যায়, এ ধরণের সামাজিক অনিয়ম নিয়ে প্রতিবেদন প্রকাশের জন্য দীর্ঘদিন ধরেই হুমকি দেয়া হচ্ছিল তাঁকে৷
ছবি: EPA
অষ্টমবারের মতো গ্রেপ্তার!
অষ্টমবারের মতো গ্রেপ্তার হলেন ফিলিপাইনের সাংবাদিক মারিয়া রেসা৷ গত শুক্রবার ফিলিপাইনের ম্যানিলা বিমানবন্দর থেকে আটক করা হয় তাঁকে৷ পরে জামিনে মুক্ত হন তিনি৷ তার আগে, মানহানির অভিযোগ এনে গত ১৩ ফেব্রুয়ারি আটক করা হয়েছিল তাঁকে৷ গত সপ্তাহে মারিয়া রেসার বিরুদ্ধে বিদেশি গণমাধ্যমের সাথে সম্পৃক্ত থাকার অভিযোগে মামলা দায়ের করে সরকার৷
ছবি: Reuters/E. Lopez
একদিনেই বিচারের রায়!
রাষ্ট্রের বিরুদ্ধে অপপ্রচার ছড়ানোর অভিযোগে ভিয়েতনামের নারী সাংবাদিক ট্রান থি গা’র বিচার করা হয়৷ বিচারের রায় একদিনেই দেয়া হয়েছে এবং এতে তাঁকে নয় বছরের কারাদণ্ড দেয়া হয়৷ সরকারের দুর্নীতি ও পরিবেশবিরোধী কর্মকাণ্ডের বিষয়ে ভিডিও প্রতিবেদন করেছিলেন থি গা৷
ছবি: Reuters
যাবজ্জীবন কারাদণ্ড
নয় বছর ধরে কারাগারে বন্দি আছেন যাবজ্জীবন দণ্ডপ্রাপ্ত কিরগিজস্তানের সাংবাদিক আজিমজন আসকারভ৷ মানবাধিকারের বিষয়ে তাঁর করা কিছু প্রতিবেদন রুষ্ট করে দেশটির সরকারকে৷
ছবি: Sherzod Askarov
বিব্রতকর অবস্থায় ভারতীয় সাংবাদিক
ভারতীয় নারী সাংবাদিক রানা আইয়ুব দেশটির বিভিন্ন সামাজিক কুসংস্কার ও প্রান্তিক জনগোষ্ঠীর অধিকার আদায়ে কাজ করেন৷ নানাভাবে হয়রানির শিকার হচ্ছেন তিনি৷ তাঁর ছবি ফটোশপ করে পর্নোগ্রাফি বানিয়ে তা ছড়িয়ে দেয়া হচ্ছে সামাজিক যোগাযোগ মাধ্যমে৷ সাথে দেয়া হচ্ছে তাঁর মোবাইল নম্বরও৷
ছবি: Marie Claire South Africa
আইনি সহযোগিতা দেয়া হচ্ছে না
ডিসেম্বর মাসে নিকারাগুয়ার পুলিশ দেশটির ‘১০০% নেটিসিয়াস’ নামে টেলিভিশন চ্যানেলে হানা দিয়ে মিগুয়েল মুরা ও লুসিয়া পিনেডা উবেনা নামের দুই সাংবাদিককে আটক করে৷ তাঁদের বিরুদ্ধে ঘৃণা ও সহিংসতা ছড়ানোর অভিযোগ আনা হয়৷ মামলা চলছে তাঁদের বিরুদ্ধে, তবে যথাযথ আইনি সহযোগিতা পাননি এ দুই সাংবাদিক৷ (ছবিতে মিগুয়েল মুরাকে দেখা যাচ্ছে)
ছবি: 100% Noticias
গ্রেপ্তারের হুমকি
আটকে থাকা সহকর্মীদের মুক্তির জন্য লড়াই করে যাওয়া দক্ষিণ সুদানের জুবা মনিটর সংবাদমাধ্যমের সম্পাদক আন্না নিমিরানো প্রতিনিয়তই গ্রেপ্তার হওয়ার আতঙ্কে থাকেন৷ সহকর্মীদের মুক্তির দাবিতে এ লড়াইয়ের জন্য তাঁকে গ্রেপ্তারের হুমকি দেয়ার পাশাপাশি পত্রিকাটি বন্ধ করে দেয়ারও হুমকি দিচ্ছে সরকার৷
ছবি: IWMF
বিচার ছাড়াই আটকে থাকা
মোজাম্বিকের উত্তরাঞ্চলে সেনাবাহিনীর হাতে নির্যাতিত এক পরিবারের ছবি তোলার অপরাধে আটক করা হয় দেশটির সাংবাদিক আমাডে আবুবাকারকে৷ গত জানুয়ারি মাসে আটক হওয়া এ সাংবাদিককে এখনও বিচারের মুখোমুখি করা হয়নি৷ (ছবিতে মোজাম্বিকের গণমাধ্যমকর্মীদের দেখা যাচ্ছে)
ছবি: DW/A. Sebastiao
অপহরণের শিকার
অপহরণ, নজরদারি ও মানসিক নির্যাতনসহ সব অত্যাচারই সহ্য করতে হয়েছে কলম্বিয়ার প্রবীণ অনুসন্ধানী সাংবাদিক ক্লাউডিয়া ডুকুকে৷ ক্লাউডিয়াকে নির্যাতনের অপরাধে সরকারের তিন ঊর্ধ্বতন কর্মকর্তকাকে দোষী সাব্যস্ত করেছিল আদালত৷
ছবি: DW
কারাগারে নির্যাতন
গত ফেব্রুয়ারি মাসে সুদান সরকার দেশটির আল-তায়ার পত্রিকার প্রধান সম্পাদক ওসমান মারঘানিকে আটক করে৷ আটক অবস্থায় তাঁর শারীরিক অবস্থার অবনতি হয়ে বলে জানা যায়৷ কেন তাঁকে আটক করা হয়েছে, এ বিষয়ে এখন পর্যন্ত কিছু বলেননি কর্তৃপক্ষ৷ আটক হওয়ার আগে, দেশটির সরকারবিরোধী আন্দোলন বিষয়ে প্রতিবেদন প্রকাশ করেছিলেন তিনি৷
ছবি: Getty Images/AFP/A. Shalzy
বাকস্বাধীনতা রক্ষায় ডয়চে ভেলে
বিশ্বের বিভিন্ন প্রান্তে সাংবাদিকদের উপর নির্যাতনের বিষয়ে সোচ্চার ডয়চে ভেলে৷ এরই অংশ হিসেবে ‘ওয়ান ফ্রি প্রেস কোয়ালিশন’ নামে গণমাধ্যম উন্নয়ন বিষয়ক একটি আন্তর্জাতিক সংস্থার সাথে যুক্ত হয়েছে ডয়চে ভেলে৷ বিশ্বের বিভিন্ন প্রান্তে সাংবাদিক নির্যাতনের ঘটনা নিয়ে প্রতিমাসে একটি প্রতিবেদন প্রকাশ করে ওয়ান ফ্রি প্রেস কোয়ালিশন৷ সাংবাদিক নির্যাতনের ১০টি ঘটনা নিয়ে এপ্রিলের এ সংখ্যাটি প্রকাশ করেছে তারা৷
11 ছবি1 | 11
ডয়চে ভেলের অ্যাওয়ার্ড জয়ের প্রসঙ্গে তিনি বলেন, ‘‘আমি অত্যন্ত গর্বিত যে ডয়চে ভেলে এভাবে আমার কাজের স্বীকৃতি দিয়েছে৷ এটা আমার কাছে অনেক অর্থ বহন করে, কেননা, আমি নারীদের বাকস্বাধীনতা নিশ্চিতে এবং তাদের কথা তুলে ধরতে বদ্ধপরিকর৷''
ওভুওরি বলেন, ‘‘আমি আশা করি আমার কাজকে দেয়া এই স্বীকৃতি অনেক মেয়ে এবং নারীকে উৎসাহিত করবে, বিশেষ করে গবেষণাভিত্তিক সাংবাদিকতায় আরো অনেকে আগ্রহী হয়ে উঠবে৷''
টোবর ওভুওরিকে ফ্রিডম অব স্পিচ অ্যাওয়ার্ড দেয়া প্রসঙ্গে ডয়চে ভেলের মহাপরিচালক পেটার লিমবুর্গ বলেন, ‘‘আমি মনে করি, যখন কেউ সত্যের সন্ধানে এভাবে ঝুঁকি নেন, সব ধরনের সম্মানই তার প্রাপ্য৷ টোবর ওভুওরিকে সাংবাদিকতার সুবিধাজনক অবস্থা থেকে অনেক বাইরে গিয়ে কাজ করেছেন এবং এমন অনেক মানুষের সঙ্গে মিশেছেন যারা বিপজ্জনক৷ আমি মনে করি, যখন সাংবাদিকরা অন্যায় তুলে ধরতে এমনটা করেন, তা অসাধারণ ব্যাপার৷''
গত দশ বছর ধরে নাইজেরিয়ার প্রথম সারির সংবাদমাধ্যমগুলোতে অনুসন্ধানী সাংবাদিক হিসেবে কাজ করছেন ওভুওরি৷ এখন অবধি সবচেয়ে আলোচিত অনুসন্ধানী প্রতিবেদনটি প্রকাশিত হয় ২০১৪ সালে, যেখানে তিনি যৌন এবং মানবদেহের বিভিন্ন অঙ্গ পাচারের এক আন্তর্জাতিক নেটওয়ার্ক উন্মোচন করেন৷ তার সেই প্রতিবেদনের পর নাইজেরিয়ার কর্তৃপক্ষ মানবপাচারের সঙ্গে জড়িতদের বিরুদ্ধে তদন্ত শুরু করে৷
গুলশানে তরুণীর অপমৃত্যুর বিচার হবে কি?
50:51
টোবর ওভুওরির কাজ থেকে অনুপ্রেরণা নিয়ে একটি চলচ্চিত্র তৈরি করেছে নেটফ্লিক্স৷ সেখানে দেখানো হয়েছে কীভাবে একজন নাইজেরীয় তরুণ সাংবাদিক ছদ্মবেশে কাজ করে মানবপাচারের এক আন্তর্জাতিক চক্রের মুখোশ উন্মোচন করেছে৷
উল্লেখ্য, এখন অবধি সাতজন সাংবাদিককে ফ্রিডম অব স্পিচ অ্যাওয়ার্ড প্রদান করেছে ডয়চে ভেলে৷ ২০১৫ সালে এই অ্যাওয়ার্ড চালু করে জার্মানির আন্তর্জাতিক সম্প্রচারকেন্দ্রটি৷