1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

ড. ইউনূসের অপসারণ বৈধ ও আইনসম্মত : আদালত

৮ মার্চ ২০১১

গ্রামীণ ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালকের পদ থেকে নোবেলজয়ী ড. মুহাম্মদ ইউনূসের অপসারণের বৈধতা চ্যালেঞ্জ করে রিট আবেদন খারিজ করে দিয়েছে হাইকোর্ট৷

মুহাম্মদ ইউনূস

আদালত বলেছেন, বাংলাদেশ ব্যাংক ড. ইউনূসকে অপসারণের যে আদেশ দিয়েছে, তা বৈধ এবং আইনসম্মত হয়েছে৷ ড. ইউনূসের ৬০ বছর বয়স সীমা অতিক্রম করার পর তার কার্যকালকেও অবৈধ বলে মন্তব্য করেন আদালত৷ আর ড. ইউনূসের আইনজীবী ব্যারিস্টার সারা হোসেন বলেছেন, তারা ন্যায় বিচার পাননি৷ ড. ইউনূসের সঙ্গে আলোচনা করে তারা পরবর্তী আইনী পদক্ষেপ নেবেন৷ গ্রামীণ ব্যাংকের পক্ষ থেকে বলা হয়েছে, ব্যাংক কোনভাবেই ক্ষতিগ্রস্ত হবেনা৷ ড. ইউনুস এখনো তার দায়িত্ব পালন করে যাচ্ছেন৷

হাইকোর্টের বিচারপতি মো. মমতাজ উদ্দিন আহমেদ এবং বিচারপতি গোবিন্দ চন্দ্র ঠাকুর বিকেল ৩টার কয়েক মিনিট পর তাদের আদেশ দেয়া শেষ করেন৷ তারা ড. মুহাম্মদ ইউনূসের পক্ষে করা ২টি রিট আবেদনই খারিজ করে দেন৷ আদালত বলেন, গ্রামীণ ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক হিসেবে ড. মুহাম্মদ ইউনূসের নিয়োগের ব্যাপারে ১৯৯৯ সালের পর বাংলাদেশ ব্যাংকের কোন অনুমোদন নেয়া হয়নি৷ এমনকি বয়স ৬০ বছর উত্তীর্ণ হওয়ার পরও কোন অনুমোদন নেয়নি৷ আদালত মন্তব্য করেন, ৬০ বছরের পর ড. ইউনূসের কার্যকাল অবৈধ৷ তাই বাংলাদেশ ব্যাংক তাকে অপসারণের আদেশ দিয়ে সঠিক আইনী পদক্ষেপ নিয়েছে৷ যা সাংবাদিকদের জানান এটর্নি জেনারেল মাহবুবে আলম৷ তিনি আদালতের রায়ে সন্তোষ প্রকাশ করে বলেন, কোন প্রতিষ্ঠান এক ব্যক্তি নির্ভর হতে পারেনা৷ আদালত তার রায়ে এবং পর্যবেক্ষণে তা পরিষ্কার করেছেন৷ আইন সবার জন্য সমান৷

তিনি সাংবাদিকদের অন্য এক প্রশ্নের জবাবে জানান, পার্বত্য শান্তি চুক্তির জন্য শেখ হাসিনা এবং সন্তু লারমার নোবেল পুরস্কার পাওয়া উচিত ছিল৷

রায়ের পর প্রতিক্রিয়া জানাতে গিয়ে ড. ইউনূসের আইনজীবী ব্যারিস্টার সারা হোসেন বলেন তারা ন্যায় বিচার পাননি৷ ড. ইউনূসের সঙ্গে আলাপ করে পরবর্তী আইনী পদক্ষেপ নেবেন৷

এদিকে গ্রামীণ ব্যাংকের পক্ষ থেকে উপ-মহাব্যবস্থাপক এবং মিডিয়া সমন্বয়কারী জান্নাত কাওনাইন জানিয়েছেন, ড. মুহাম্মদ ইউনূস এখনো তার কাজ করেছেন৷ তিনি নিয়মিত অফিস করছেন৷ গ্রামীণ ব্যাংক কোন ক্ষতি বা ঝুঁকির মুখে পড়বেনা৷ তবে হাইকোর্টের আদেশে তারা ব্যথিত৷

গত বুধবার বাংলাদেশ ব্যাংক ড. মুহাম্মদ ইউনূসকে গ্রামীণ ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালকের পদ থেকে অপসারণের আদেশ দেয়৷ পরদিনই ড. ইউনূস এই আদেশের বিরুদ্ধে হাইকোর্টে রিট করেন৷ পরে আরো একটি রিট করেন পরিচালকরা৷ ৩ দিন শুনানির পর আজ আদেশ দেয়া হল৷ আদেশের সময় ড. ইউনূস আদালতে উপস্থিত ছিলেন না৷

প্রতিবেদন: হারুন উর রশীদ স্বপন, ঢাকা

সম্পাদনা: সঞ্জীব বর্মন

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ

ডয়চে ভেলে থেকে আরো সংবাদ