1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

ড. ইউনূসের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা

৯ অক্টোবর ২০১৯

নির্ধারিত দিনে আদালতে হাজির না হওয়ায় নোবেল বিজয়ী অর্থনীতিবিদ ড. মুহাম্মদ ইউনূসের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছে বাংলাদেশের একটি শ্রম আদালত৷

New York Social Good Summit Dr. Muhammad Yunus
ছবি: Getty Images/S. Vlasic

বুধবার শ্রম আদালতে উপস্থিত হয়ে সমনের জবাব দেওয়ার দিন ধার্য থাকলেও এদিন আদালতে যাননি ড. ইউনূস৷ ফলে ঢাকার তৃতীয় শ্রম আদালতের চেয়ারম্যান রহিবুল ইসলাম তাঁর বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন বলে দৈনিক যুগান্তর এক প্রতিবেদনে জানিয়েছে৷

ইউনূসের আইনজীবী রাজু আহম্মেদ আদালতকে বলেন, ড. ইউনূস সম্মানিত ব্যক্তি, তিনি ব্যবসার কাজে বিদেশে অবস্থান করছেন, দেশে এলে আদালতে উপস্থিত হবেন৷ ‘‘যদিও তিনি বিদেশে থাকায় আমাকে পাওয়ার দেননি তবুও আপনার কাছে তাঁর বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি না করার অনুরোধ করছি৷''

সামাজিক ব্যবসা: লাভজনক উপায়ে দারিদ্র্য দূর

01:31

This browser does not support the video element.

মামলার বাদী প্রস্তাবিত গ্রামীণ কমিউনিকেশন্স শ্রমিক কর্মচারী ইউনিয়নের সাধারণ সম্পাদক আব্দুস সালাম বলেন, ‘‘প্রতিষ্ঠানে ইউনিয়ন গঠন করায় চাকরিচ্যুত হওয়ায় আমরা ড. ইউনূসের বিরুদ্ধে মামলা করি৷ তিনি আজ আদালতে উপস্থিত না হওয়ায় আদালত তাঁর বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন৷''

গত ৩ জুলাই ঢাকার তৃতীয় শ্রম আদালতে ড. মুহাম্মদ ইউনূসসহ তিনজনের বিরুদ্ধে মামলা করেন গ্রামীণ কমিউনিকেশন্সের চাকরিচ্যুত তিনকর্মী৷ আদালত তাঁদের হাজির হওয়ার জন্য সমন জারি করেছিল৷

প্রতিষ্ঠানটির ব্যবস্থাপনা পরিচালক নাজনীন সুলতানা এবং উপ-মহাব্যবস্থাপক খন্দকার আবু আবেদীন আদালতে আত্মসমর্পণ করে জামিন আবেদন করলে আদালত তা মঞ্জুর করেন৷

বাংলাদেশে ক্ষুদ্র ঋণের উদ্ভাবক ড. মুহাম্মদ ইউনুস ও তাঁর প্রতিষ্ঠিত গ্রামীণ ব্যাংককে ২০০৬ সালে শান্তিতে নোবেল দেওয়া হয়৷

এসআই/জেডএইচ (যুগান্তর)

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ

ডয়চে ভেলে থেকে আরো সংবাদ