1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

ড. ইউনূসের বিরুদ্ধে মামলা চলবে

৮ মে ২০২৩

শ্রম আইন লঙ্ঘনের অভিযোগে গ্রামীণ টেলিকমের চেয়ারম্যান ও নোবেলজয়ী ড. মুহাম্মদ ইউনূসের বিরুদ্ধে করা মামলাটি শ্রম আদালতে চলবে৷

ছবি: Getty Images/S. Vlasic

ওই মামলা বাতিলের আবেদন খারিজের বিষয়ে ড. মুহাম্মদ ইউনূসের লিভ টু আপিল সোমবার খারিজ করে দিয়েছেন সুপ্রিম কোর্টের আপিল বিভাগ৷

বিচারপতি মো. নুরুজ্জামানের নেতৃত্বে আপিল বিভাগের তিন সদস্যের বেঞ্চ হাইকোর্টের রায়কে চ্যালেঞ্জ করে ড. মুহাম্মদ ইউনূসের করা এই আবেদন খারিজ করে এ আদেশ দেন৷ এর ফলে ড. ইউনূস ও আরও তিনজনের বিরুদ্ধে শ্রম আদালতে মামলা চলবে৷

যদিও আপিল বিভাগের পূর্ণাঙ্গ আদেশ এখনো বিস্তারিত জানা যায়নি৷ আদালতে ড. মুহাম্মদ ইউনূসের পক্ষে শুনানি করেন ব্যারিস্টার আবদুল্লাহ আল মামুন৷ রাষ্ট্র পক্ষে ছিলেন অ্যাটর্নি জেনারেল এ এম আমিন উদ্দিন এবং কলকারখানা ও প্রতিষ্ঠান অধিদপ্তরের পক্ষে ছিলেন আইনজীবী খুরশিদ আলম খান৷

আইনজীবী খুরশীদ আলম খান দ্য ডেইলি স্টারকে বলেন, ‘‘শ্রম আইন লঙ্ঘনের অভিযোগে কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তর গ্রামীণ টেলিকমের ড. মুহম্মদ ইউনুসসহ আরও তিন জনের বিরুদ্ধে ২০২১ সালে ৯ সেপ্টেম্বর মামলাটি দায়ের করে৷''

‘‘সুপ্রিম কোর্টের আদেশের পর শ্রম আদালতের এই মামলার বিচার কার্যক্রম পুনরায় চালু করতে কোনো আইনি বাধা নেই৷''

অধ্যাপক ইউনূসের পক্ষের আইনজীবী ব্যারিস্টার আবদুল্লাহ আল মামুন জানান, গ্রামীণ টেলিকম একটি অলাভজনক প্রতিষ্ঠান, তার ক্লায়েন্ট গ্রামীণ টেলিকমের সঙ্গে সক্রিয়ভাবে জড়িত নন৷

উল্লেখ্য, ২০২১ সালের ১২ অক্টোবর ঢাকার একটি শ্রম আদালত শ্রম আইন লঙ্ঘনের মামলায় নোবেল বিজয়ী ড. ইউনূসকে জামিন দেন৷

মামলায় শ্রম আইন লঙ্ঘনের অভিযোগ আনা হয়েছে৷ এর মধ্যে আছে কয়েকজন শ্রমিক-কর্মচারীকে স্থায়ী করার কথা থাকলেও তাদের স্থায়ী করা হয়নি৷ শ্রমিকদের অংশগ্রহণের তহবিল ও কল্যাণ তহবিল গঠন করা হয়নি৷ এছাড়া শ্রমিক কল্যাণ ফাউন্ডেশনে নির্দিষ্ট লভ্যাংশ দেওয়ার কথা থাকলেও তা দেওয়া হয়নি৷

জেকে/জেডএইচ (ডেইলি স্টার)

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ

ডয়চে ভেলে থেকে আরো সংবাদ

ইউরোপ