‘ড. ইউনূসের মামলা নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে জাতিসংঘ’
২৯ ফেব্রুয়ারি ২০২৪শান্তিতে নোবেল বিজয়ী অর্থনীতিবিদ অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের বিরুদ্ধে করা মামলা জাতিসংঘের বাংলাদেশ কার্যালয় খুব নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে৷ জাতিসংঘ মহাসচিবের মুখপাত্র স্টেফান ডুশারিক এ কথা জানান৷
বুধবার (২৮ ফেব্রুয়ারি) জাতিসংঘ মহাসচিবের মুখপাত্রের কার্যালয়ের নিয়মিত প্রেস ব্রিফিংয়ে এক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন ৷
ব্রিফিংয়ে উপস্থিত এক সাংবাদিক প্রশ্ন করেন, ‘‘বাংলাদেশে নোবেলজয়ী অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের বর্তমান পরিস্থিতি জাতিসংঘ কীভাবে পর্যবেক্ষণ করছে?''
জবাবে জাতিসংঘ মহাসচিবের মুখপাত্র স্টেফান ডুশারিক বলেন, ‘‘বাংলাদেশে জাতিসংঘের যে কার্যালয় রয়েছে, তারা গভীরভাবে ড. ইউনূসের এই মামলা পর্যবেক্ষণ করছে৷ অধ্যাপক ইউনূস জাতিসংঘের অত্যন্ত ঘনিষ্ঠ একজন বন্ধু৷ তার ক্যারিয়ারের পুরোটা সময় জুড়েই তিনি আমাদের বিভিন্ন উন্নয়নমূলক কর্মকাণ্ডের সঙ্গে জড়িত ছিলেন৷''
এসএইচ/এসিবি (দ্য ডেইলি স্টার)