ড. ইউনূস ও আদিলুর সম্পর্কে জাতিসংঘ যা বললো
৬ সেপ্টেম্বর ২০২৩
মঙ্গলবার (৫ সেপ্টেম্বর) জেনেভায় ভলকারের মুখপাত্র রাভিনা শামসাদানি ও মার্তা হুরতাদো গণমাধ্যমে এ বিষয়ে ব্রিফ করেন৷
ভলকার তুর্ক বলেন ‘‘আমরা উদ্বিগ্ন যে তার বিরুদ্ধে মানহানিকর প্রচারণা অনেক সময়ই সরকারের উচ্চ পর্যায় থেকে আসছে এবং এতে তার আন্তর্জাতিক মানদণ্ডের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ ন্যায় বিচার পাওয়ার অধিকার ক্ষুণ্ণ হওয়ার ঝুঁকি রয়েছে৷''
ড. ইউনূসের মামলা ছাড়াও অধিকারের নেতা আদিলুর রহমান খান ও নাসিরুদ্দিন এলানের বিরুদ্ধে মামলার বিচারকার্য ও নতুন সাইবার নিরাপত্তা আইন জাতিসংঘ নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে বলে জানান তিনি৷
বাংলাদেশে মানবাধিকার কর্মী, সুশীল সমাজের প্রতিনিধিদের ও ভিন্নমতের অনুসারীদের আইনি প্রক্রিয়ায় হেনস্থা করা হয়েছে বলে উল্লেখ করে বিবৃতিতে সে বিষয়েও উদ্বেগ প্রকাশ করা হয়৷
জনগণের ন্যায় বিচার অধিকার নিশ্চিত করতে বাংলাদেশের বিচার বিভাগকে এই মামলাগুলোকে সর্বোচ্চ পর্যালোচনা করার আহ্বান জানান ভলকার তুর্ক৷
এসএইচ / এসিবি (দ্য ডেইলি স্টার)