1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

জঙ্গি সংশ্লিষ্টতার সন্দেহ শাবি ভিসির

সমীর কুমার দে ঢাকা
৩ মার্চ ২০১৮

বিশিষ্ট লেখক ও শিক্ষাবিদ এবং শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) অধ্যাপক ড. মুহম্মদ জাফর ইকবালকে মাথায় ছুরিকাঘাত করা হয়েছে৷ এই হামলায় জঙ্গি সংশ্লিষ্টতার সন্দেহ করছেন প্রতিষ্ঠানটির উপাচার্য৷

Dr. Zafar Iqbal
ছবি: DW/M. Rahman

শনিবার বিকাল ৫টা ৪০ মিনিটে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে এ ঘটনা ঘটে৷ হামলাকারীকে আটক করা হয়েছে৷ তবে এখনো তার পরিচয় নিশ্চিত করতে পারেনি পুলিশ বা বিশ্ববিদ্যালয় প্রশাসন৷ 
এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ফরিদ উদ্দিন আহমেদ ডয়চে ভেলেকে বলেন, ‘‘হামলাকারীর পরিচয় নিশ্চিত হওয়া যায়নি৷’’ আরেক প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘‘এটা জঙ্গি হামলা বলেই আমাদের সন্দেহ হচ্ছে৷ তবে এই মুহুর্তে আমাদের কাছে ড. জাফর ইকবালের চিকিৎসাই গুরুত্বপূর্ণ৷’’
প্রধানমন্ত্রীর নির্দেশে তাঁকে এয়ার এম্বুলেন্সে করে সিলেট ওসমানি মেডিকেল কলেজ হাসপাতাল থেকে ঢাকায় সম্মিলিত সামরিক হাসপাতালে নেয়ার সিদ্ধান্ত হয়৷ 
জানা গেছে, বিশ্ববিদ্যালয়ের শহীদ মিনার এলাকায় গত শুক্রবার থেকে ইলেকট্রিক ও ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ারিং বিভাগের দু’দিনব্যাপী অনুষ্ঠান চলছিল৷ শনিবার বিভাগীয় সভাপতি হিসেবে এর উদ্বোধন করেছিলেন ড. জাফর ইকবাল৷ বিকেলে এর সমাপনী অনুষ্ঠানে যাওয়ার পথে ক্যাম্পাসের মুক্তমঞ্চ এলাকায় এ হামলার ঘটনা ঘটে৷
ড. জাফর ইকবালের ব্যক্তিগত সহকারী জয়নাল আবেদীন জানিয়েছেন যে, মাথায় আঘাতের পাশাপাশি গলায় দুটি ছুরিকাঘাতের আঘাত রয়েছে৷ আঘাতের পর সঙ্গে সঙ্গে তাঁকে সিলেট ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়৷ সেখানে এক চিকিৎসক জানান, ড. ইকবালকে নিউরোলজি বিভাগে ভর্তি করা হয়েছে৷ 
প্রাথমিক অস্ত্রোপচারের পর তাঁকে আশঙ্কামুক্ত মনে হচ্ছিল৷ তবে পুরোপুরি নিশ্চিত হতে উচ্চ চিকিৎসার জন্য ঢাকায় পাঠানোর সিদ্ধান্ত নেয়া হয়৷ 
বিশ্ববিদ্যালয়ের ছাত্র উপদেশ ও নির্দেশনা পরিচালক রাশেদ তালুকদার জানিয়েছেন, মুক্তমঞ্চ এলাকায় পেছন থেকে ধারালো অস্ত্র দিয়ে ড. জাফর ইকবালের মাথায় আঘাত করা হয়৷ তবে সঙ্গে সঙ্গে হামলাকারীকে আটক করা হয়েছে৷ 
হামলাকারী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী না-কি বহিরাগত তা এখনও নিশ্চিত করা সম্ভব হয়নি৷ তবে সে ‘বহিরাগত’ বলেই সন্দেহ করছেন প্রত্যদর্শীরা৷ হামলাকারীর বয়স ২০ থেকে ২৫ বছর৷ সে সিলেট শহরের একটি কম্পিউটারের দোকানের কর্মচারী বলে কয়েকজন ফেসবুকে উল্লেখ করলেও পুলিশ তা নিশ্চিত করতে পারেনি৷ 
সিলেট মহানগর পুলিশের অতিরিক্ত কমিশনার পরিতোষ ঘোষ ডয়চে ভেলেকে বলেন, ‘‘হামলাকারীকে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা আটক করেছে৷ তবে উত্তেজিত ছাত্রদের কারণে তাকে আনা যাচ্ছে না৷’’
জালালাবাদ থানার পরিদর্শক (তদন্ত) আনোয়ার হোসেন জানান যে, তারা হামলাকারীর পূর্ণ পরিচয় জানার চেষ্টা করছেন৷ তিনি বলেন, ক্যাম্পাসে এখন উত্তপ্ত অবস্থা চলছে৷ ক্ষুব্ধ শিক্ষার্থীরা ভাংচুর করছে৷ পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা করছে৷ 
বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ ইলিয়াসুর রহমান বিশ্বাস হাসপাতালে উপস্থিত সংবাদ মাধ্যমকে জানান, যে ছেলেটি স্যারকে আঘাত করেছে, তার রাজনৈতিক পরিচয় এখনও জানা যায়নি৷ এ ঘটনার প্রতিবাদে বিশ্ববিদ্যালয়ের একাডেমিক ভবন-২ এর সামনে জড়ো হয়ে বিক্ষোভ-মিছিল করেছেন শিক্ষার্থীরা৷ 
এদিকে, এ ঘটনার প্রতিবাদে রাজধানীতেও বিক্ষোভ ও প্রতিবাদ হয়েছে৷ 
ড. জাফর ইকবাল বরাবরই জঙ্গিবাদ ও সাম্প্রদায়িকতার বিরুদ্ধে উচ্চকণ্ঠ৷ কয়েক বছর আগে লেখক, অধ্যাপক, অনলাইন অ্যাক্টিভিস্টদের উপর জঙ্গি হামলার সময় তিনিও হুমকি পাচ্ছিলেন৷ তখন তাঁর পাহারায় পুলিশ মোতায়েন করে সরকার৷ 
সম্প্রতি বিশ্ববিদ্যালয়ে র‌্যাগিং নিয়ে ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানিয়েছিলেন জাফর ইকবাল৷ র‌্যাগিংয়ের দায়ে পাঁচ ছাত্রের শাস্তি দেওয়া হলে তিনি বলেছিলেন, এদের শাস্তির পরিমাণ কম হয়েছে, তাদের পুলিশে দেওয়া উচিৎ৷ হামলার পর শাহজালাল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা বিক্ষোভ শুরু করেছে৷  

‘হামলাকারীকে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা আটক করেছে’

This browser does not support the audio element.

‘এটা জঙ্গি হামলা বলেই আমাদের সন্দেহ হচ্ছে’

This browser does not support the audio element.

ঘটনাটি নিয়ে আপনার প্রতিক্রিয়া লিখুন নিচের ঘরে৷ 

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ

ডয়চে ভেলে থেকে আরো সংবাদ