1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

ঢাকাইয়া ‘গাল্লি বয়' এর গানটি শুনেছেন?

৭ জুন ২০১৯

বলিউডে গত ফেব্রুয়ারি মাসে মুক্তি পাওয়া মুভি ‘গাল্লি বয়' হয়ত অনেকেই দেখেছেন৷ তারই আদলে এবার ঢাকায় একজন ‘গাল্লি বয়' অর্থাৎ গলির ছেলের দেখা পাওয়া গেল৷

Bangladesch Rohingya Flüchtlingscamp Cox's Bazar
প্রতীকী ছবিছবি: Getty Images/AFP/M. Uz Zaman

রানা নামের এই ছেলের গাওয়া একটি ব়্যাপ গান সম্প্রতি ফেসবুকে প্রকাশ করা হলে সেটি ভাইরাল হয়ে যায়৷ ‘ঢাবি মেট্রো - ১৯২১' নামের ফেসবুক পাতায় ভিডিওটি ৩১ মে আপলোড করা হয়৷ এখন পর্যন্ত তা ১৪ লাখের বেশিবার দেখা হয়েছে৷

গানটির কথা লিখেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র মাহমুদ হাসান তবীব৷ তিনিই ভিডিওটি নির্মাণ করেছেন৷

তবীব জানিয়েছেন, ক'দিন আগে ঢাকা বিশ্ববিদ্যালয়ের এসএম হলের সামনে রানার সঙ্গে দেখা হওয়ার পর তিনি তাকে একটি গান শোনাতে বলেছিলেন৷ সেই সময় রানা তাকে একটি হিপ হপ গান শোনালে তার প্রতিভা দেখে মুগ্ধ হন তবীব৷ এরপরই ভাইরাল হওয়া গানটি লিখে রানাকে দিয়ে সেটি রেকর্ড করান তিনি৷

জেডএইচ/কেএম

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ

ডয়চে ভেলে থেকে আরো সংবাদ