1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

ঢাকাকে বিচ্ছিন্ন করার ভাবনা

হারুন উর রশীদ স্বপন, ঢাকা২৮ নভেম্বর ২০১৩

বিএনপির নেতৃত্বে বিরোধী ১৮ দল ঢাকাকে সারাদেশ থেকে বিচ্ছিন্ন করে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে পদত্যাগে বাধ্য করতে চায়৷ এজন্য হরতাল, অবরোধের মতো কর্মসূচি তাঁরা অব্যাহত রাখবেন বলে জানা গেছে৷

People help to control a fire of a burnt compartment of a train at Kamlapur Railway Station in Dhaka March 4, 2013. Three compartments of a train, which runs between Dhaka and Noakhali, stationed at Kamalapur was set on fire on the second day of Bangladesh Jamaat-e-Islam�s country wide two-day strike. Bangladesh Railways Minister Mazibul Hoque accused Bangladesh Jamaat-Shibir activists for the attack, after visiting the site, local media reported. REUTERS/Andrew Biraj (BANGLADESH - Tags: DISASTER TRANSPORT CRIME LAW CIVIL UNREST)
ফাইল ছবিছবি: Reuters

এদিকে, শীর্ষ নেতারা এখন গ্রেফতার এড়িয়ে আত্মগোপনে থেকে সারাদেশে আন্দোলনের দিক নির্দেশনা দিচ্ছেন৷ চূড়ান্ত পর্যায়ে তাঁরা প্রকাশ্যেই আন্দোলন পরিচালনা করবেন৷ বিএনপির কয়েকজন নেতার সঙ্গে কথা বলে এসব তথ্য জানা গেছে৷

সোমবার রাতে অবরোধ কর্মসূচি ঘোষণার পর মাঠে নেই বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর৷ আর ঢাকার আন্দোলন পরিচালনার দায়িত্বপ্রাপ্ত নেতা সাদেক হোসেন খোকা এবং মির্জা আব্বাসসহ ৮ নেতাকেও অবরোধে মাঠে দেখা যাচ্ছে না৷ মাঠে নেই জামায়াতসহ বাকি ১৭টি দলের নেতারাও৷ বলতে গেলে বিএনপির যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী একাই বিএনপি অফিস আগলে রাখছেন, দিচ্ছেন বিএনপি তথা ১৮ দলের পক্ষে বক্তৃতা, বিবৃতি৷

ছবি: Reuters/Andrew Biraj

আগে গ্রেফতার হওয়া মওদুদ আহমেদসহ বিএনপির ৫ শীর্ষ নেতা এখনো কারাগারে৷ সোমবার রাতে গ্রেফতার হন বিএনপির স্থায়ী কমিটির আরেক সদস্য হান্নান শাহ৷ তাঁকে হরতালে গাড়ি ভাঙচুরের একটি পুরনো মামলায় গ্রেফতার দেখিয়ে রিমাণ্ডে নেয়া হয়েছে৷ ফলে শীর্ষ নেতারা গ্রেফতার আতঙ্কে আছেন৷

বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা শামসুজ্জামান দুদু ডয়চে ভেলেকে বলেন, সরকার যেভাবে বিরোধী নেতাদের গণহারে গ্রেফতার করছে তাতে প্রকাশ্যে আন্দোলন করে গ্রেফতার হওয়ার চেয়ে কৌশলে আন্দোলন পরিচালনা করা ছাড়া উপায় নেই৷ তাই অনেক সিনিয়র নেতা এখন প্রকাশ্যে নেই৷ তবে তাঁরা ঢাকাসহ সারাদেশে আন্দোলনের দিক নির্দেশনা দিচ্ছেন বলে জানান তিনি৷

বিএনপির যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীও এই কৌশলের কথা জানান৷ তিনি দাবি করেন তাঁদের দিক নির্দেশনার কারণেই অবরোধ কর্মসূচি সফল হচ্ছে৷

শামসুজ্জামান দুদু বলেন সরকার নিজেকে রক্ষার জন্য সারাদেশের আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ৫০ ভাগ সদস্যকে ঢাকায় মোতায়েন করেছে৷ তাই এখন ঢাকার চেয়ে ঢাকার বাইরে আন্দোলন জোরদার করা হচ্ছে৷ এ কারণেই ঢাকায় সবাইকে দেখা না গেলেও ঢাকার বাইরে বিভাগ, জেলা এবং উপজেলা পর্যায়ের নেতারা প্রকাশ্যেই আন্দোলনে নেতৃত্ব দিচ্ছেন৷ ফলে সেসব এলাকা এখন বিরোধী দলের নিয়ন্ত্রণে চলে যাচ্ছে বলে দাবি করেন তিনি৷ এভাবে পুরো দেশ থেকে ঢাকাকে বিচ্ছিন্ন করে ফেলা হবে বলে জানান শামসুজ্জামান দুদু৷ ঢাকা বিচ্ছিন্ন এবং অবরুদ্ধ হলেই প্রধানমন্ত্রী শেখ হাসিনা পদত্যাগে বাধ্য হবেন বলে তাঁর ধারনা৷

দুদু এবং রিজভী দুজনই মনে করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা পদত্যাগ করলেই আর সংকট থাকবে না৷ তবে তিনি কখন পদত্যাগে বাধ্য হবেন তা তাঁরা নিশ্চিত করে বলতে পারছেন না৷ শামসুজ্জামান দুদু বলেন এর জন্য সময় বেঁধে দেয়া কঠিন৷ তবে লক্ষ্যে পৌঁছতে বিরোধী দল দীর্ঘকালীন আন্দোলনেও প্রস্তুত৷ আন্দোলনের এই পর্যায়ে স্বাভাবিক কারণেই হরতাল অবরোধ থাকবে বলে জানান তিনি৷ দুদু বলেন আওয়ামী লীগের ২২ দিন টানা অবরোধের নজির আছে৷ বিএনপি সেই পথেই হাঁটবে৷

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ

ডয়চে ভেলে থেকে আরো সংবাদ