1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

ঢাকার আকাশে আজ দেখা যাবে আতশবাজির আলোকচ্ছটা

১০ নভেম্বর ২০১০

ঢাকার আকাশে আজ দেখা যাবে নানা রঙের আতশবাজির আলোকচ্ছটা৷ বিশ্বকাপ ক্রিকেট আসরের শুরু আর কিছুদিন পরই৷ তাই আজ মধ্যরাত থেকেই শুরু হবে ক্ষণগণনা৷ এ উপলক্ষ্যেই ফুটবে বাজি, জ্বলবে আলো!

ছবি: picture-alliance/dpa

আগামী ১৭ ফেব্রুয়ারি রাজধানী ঢাকার বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে উদ্বোধনী অনুষ্ঠান এবং ১৯ ফেব্রুয়ারি বাংলাদেশ-ভারত ম্যাচ দিয়েই শুরু হবে ক্রিকেটের সবচেয়ে বড় প্রতিযোগিতা৷ এই আসরের ক্ষণগণনাকে স্মরণীয় করে রাখতে জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় আজ বুধবার রাতে আয়োজন করা হয়েছে এক জমকালো অনুষ্ঠানের৷ সেখান থেকেই রাতের ঢাকা দেখবে আতশবাজি৷ এই অনুষ্ঠান সকলের জন্য উন্মুক্ত বলেই খবর৷ বাংলাদেশ ক্রিকেট বোর্ডের এই বিশ্বকাপ ক্ষণগণনা অনুষ্ঠান সবার জন্য উন্মুক্ত থাকবে৷

আগামী বছরে অনুষ্ঠিত এই বিশ্বকাপের আয়োজক বাংলাদেশ, ভারত এবং শ্রীলঙ্কা৷ দক্ষিণ এশিয়ায় তৃতীয়বারের মত অনুষ্ঠেয় ক্রিকেটের সর্বোচ্চ এ আসরকে স্মরণীয় করে রাখার উদ্যোগ যৌথ আয়োজক তিন দেশের৷

ইতিমধ্যে তিন দেশের প্রস্তুতিমূলক কর্মকাণ্ডের বেশ প্রশংসা করেছে ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিল (আইসিসি)৷ আইসিসি প্রধান নির্বাহী হারুন লোর্গাট বার্তা সংস্থা এএফপি'কে বলেন, ‘‘টুর্নামেন্টের প্রস্তুতি বেশ ভালভাবে এগিয়ে চলছে এবং আয়োজক দেশগুলোর মধ্যে বোঝাপড়াও বেশ চমৎকার৷''

৪৩ দিনব্যাপী এই আসরে হবে ৪৯টি ম্যাচ৷ টুর্নামেন্টের অধিকাংশ ২৯ ম্যাচ অনুষ্ঠিত হবে ভারতে৷ ক্যান্ডিতে নবনির্মিত ২৫ হাজার আসনবিশিষ্ট পাল্লেকেলে ও দক্ষিণাঞ্চলের হ্যাম্বান্ডোতা স্টেডিয়ামসহ শ্রীলঙ্কার তিন ভেন্যুতে মোট ১২টি ম্যাচ অনুষ্ঠিত হবে৷ একটি কোয়ার্টার ফাইনাল ও একটি সেমিফাইনালসহ সপ্তম ম্যাচটির জন্য তৃতীয় ভেন্যু হতে পারে কলম্বোর প্রেমাদাসা স্টেডিয়াম৷ বাংলাদেশে অনুষ্ঠিতব্য ৮টি ম্যাচ হবে ঢাকার মিরপুরস্থ শেরে বাংলা জাতীয় স্টেডিয়াম ও চট্টগ্রামের জহুর আহমেদ স্টেডিয়ামে৷

আগামী ৩০ নভেম্বরের মধ্যে সকল স্টেডিয়ামের নির্মাণ ও সংস্কার কাজ শেষ হবে এবং ৩১ ডিসেম্বরের মধ্যে সকল ভেন্যু ম্যাচের জন্য প্রস্তুত হয়ে যাবে বলেই আশা আয়োজকদের৷

ভারত-পাকিস্তান যৌথভাবে ১৯৮৭ সালে উপমহাদেশে প্রথমবার এবং শ্রীলঙ্কাকে সঙ্গে নিয়ে ১৯৯৬ সালে দ্বিতীয়বার বিশ্বকাপ ক্রিকেটের আয়োজন করেছিল এবার উপমহাদেশের তৃতীয় আসর, তিনটি দেশ আয়োজক৷

প্রতিবেদন: সাগর সরওয়ার

সম্পাদনা: সঞ্জীব বর্মন

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ

ডয়চে ভেলে থেকে আরো সংবাদ