1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

‘আম-লিচুতে ভয়ংকর ফরমালিন’

সমীর কুমার দে, ঢাকা১৩ জুন ২০১৪

বাংলাদেশের রাজধানী ঢাকার আম, জাম, লিচুসহ মৌসুমী ফলে মিলেছে ভয়ংকর মাত্রার ফরমালিন৷ যে কোনো সময় রাজধানীর জনস্বাস্থ্য চরম হুমকির মুখে পড়তে পারে৷ চেকপোস্টে তল্লাশি চালিয়ে ভয়াবহ চিত্র ধরা পড়ছে৷

Bangladesch Litschies Ernte
ছবি: DW/M. Mamun

বিশেষজ্ঞরা বলছেন, একজন মানুষের দেহে ১ দশমিক ৫ পিপিএম (পার্টস পার মিলিয়ন) মাত্রার ফরমালিন সহনীয়৷ কিন্তু চেকপোস্ট বসিয়ে ঢাকায় প্রবেশ করা মৌসুমী ফলে তল্লাশি চালিয়ে দেখা গেছে ১২৫ পিপিএম মাত্রার ফরমালিন, যা মানবদেহের জন্য চরম ঝুঁকিপূর্ণ৷

বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের মেডিসিন বিভাগের চেয়ারম্যান ড. এ বি এম আবদুল্লাহ বলেছেন, ‘‘১২৫ পিপিএম মাত্রার ফরমালিন মানুষের শরীরে প্রবেশ করলে লিভার নষ্ট হওয়ার পাশাপাশি শিশুদের অঙ্গ-প্রত্যঙ্গ বিকলাঙ্গ হয়ে যেতে পারে৷ প্যারালাইসিসসহ নানা ধরনের জটিল রোগে আক্রান্ত হওয়ার সম্ভাবনা বেশি৷ সবচেয়ে বড় কথা একজন মানুষ এই ফরমালিনের প্রভাবে যে কোনো সময় স্ট্রোক হয়ে মারা যেতে পারেন৷'

বুধবার সন্ধ্যা থেকে রাজধানীতে প্রবেশ করা সবগুলো ফলের ট্রাকে তল্লাশি চালাচ্ছে ঢাকা মেট্টোপলিটন পুলিশ৷ এর জন্য চেকপোস্টের পাশাপাশি ও ফরমালিন পরীক্ষার জন্য বিশেষজ্ঞও রাখা হয়েছে৷ প্রথম রাতের অভিজ্ঞতা বর্ণনা করতে বৃহস্পতিবার এক সাংবাদিক সম্মেলনের আয়োজন করেছিল ঢাকা মেট্টোপলিটন পুলিশ৷ সেখানে ঢাকা মেট্টোপলিটন পুলিশের মুখপাত্র যুগ্ম কমিশনার মনিরুল ইসলাম বলেন, বুধবার রাত আটটা থেকে বৃহস্পতিবার ভোর পর্যন্ত মোট ২০৮টি ফলবাহী ট্রাক রাজধানীতে প্রবেশ করেছে৷

মনিরুল ইসলাম বলেন, রাজধানীতে প্রবেশ করা এসব ট্রাকে আম, জাম, লিচু, খেজুর, কলা, তাল, আনারস, লটকন, আপেল ও মাল্টা ছিল৷ তিনি বলেন, পুলিশ ঢাকায় আসা ফলে বিশেষ করে আম, জাম ও লিচুতে পরীক্ষা চালায়৷ এসব পরীক্ষায় মানবদেহের জন্য অতি ক্ষতিকর ও ভয়ংকর মাত্রায় ফরমালিনের ব্যবহার পাওয়া যায়৷ আমে পাওয়া গেছে ২ দশমিক ৪৮ থেকে ১২৫ পিপিএম মাত্রায় ফরমালিন৷ লিচুতে ১ দশমিক ৪৯ থেকে ৩১ পিপিএম মাত্রা পর্যন্ত ফরমালিন পাওয়া গেছে৷ আর জামে পাওয়া গেছে ৩৩ থেকে ৩৫ পিপিএম মাত্রায় ফরমালিন৷ তিনি বলেন, বিশেষজ্ঞরা বলেছেন, এই মাত্রা মানবদেহের জন্য অত্যন্ত হুমকিস্বরূপ৷

ঢাকা মেট্টোপলিটন পুলিশের উপ-কমিশনার মাসুদুর রহমান ডয়চে ভেলেকে বলেন, চেকপোস্টগুলোতে অভিযানে ফরমালিনযুক্ত তিন হাজার মণ আম, ২০০ মণ জাম ও আনুমানিক ১৫ লাখ লিচু জব্দ করে ধ্বংস করা হয়েছে৷ এ জন্য দুইজনের ছয় মাস ও একজনের ১৫ দিনের কারাদণ্ড ও ১২ জনের কাছ থেকে ৮৫ হাজার টাকা করে জরিমানা আদায় করা হয়েছে৷ তিনি বলেন, ঢাকা মেট্রোপলিটন পুলিশের এই অভিযান অব্যাহত থাকবে৷

ফলের ট্রাকে তল্লাশি চালাচ্ছে ঢাকা মেট্টোপলিটন পুলিশছবি: gemeinfrei

মাসুদুর রহমান বলেন, ফল ব্যবসায়ীরা পুলিশের এই অভিযানের কারণে কৌশল বদলে ফেলেছে৷ তারা দিনের বেলায় ঢাকার আশপাশে ফল এনে রাখছেন৷ এরপর বাস, বাসের ছাদে করে এগুলো রাজধানীতে প্রবেশ করাচ্ছে৷ এগুলো রোধেও কার্যকর ব্যবস্থা নেয়া হচ্ছে৷ চেকপোস্ট ছাড়াও রাজধানীর বিভিন্ন বাজারেও ফরমালিন বিরোধী অভিযান চালানো হচ্ছে৷ বিশেষ করে এ বিষয়ে গোয়েন্দা তত্পরতা বৃদ্ধি করা হয়েছে৷ যেখানে ফরমালিন বিষয়ে তথ্য পাওয়া যাচ্ছে, সেখানেই অভিযান চালানো হচ্ছে৷ মৌসুমী ফলের এই সময়ে অভিযান অব্যাহত থাকবে৷

মনিরুল ইসলাম বলেন, ফরমালিন আমদানিকারকদের তালিকা সংগ্রহ করা হয়েছে৷ দেশে ফরমালিনের চাহিদা ৪০ টন৷ এর বাইরে বেশি পরিমাণে ফরমালিন আমদানি করা হচ্ছে৷ আমদানিকারকদের গুদামেও অভিযান চালানো হবে৷ তিনি বলেন, সর্বোপরি, জনগণকে সচেতন হতে হবে৷ ব্যবসায়ীদের ফরমালিন মেশানোর প্রবণতা কমাতে হবে৷ জনস্বাস্থ্যের দিক বিবেচনা করে ফরমালিন না মেশাতে ব্যবসায়ীদের প্রতি অনুরোধ করেন তিনি৷

এদিকে ফরমালিন আমদানি ও নিয়ন্ত্রণে আলাদা সনদ প্রদানকারী কর্তৃপক্ষ (লাইসেন্সিং অথরিটি) গঠনের নির্দেশনা চেয়ে একটি আবেদন করা হয়েছে৷ বৃহস্পতিবার সুপ্রিম কোর্টের সংশ্লিষ্ট শাখায় আবেদনটি করা হয়েছে৷ আগামী রবিবার আবেদনটি শুনানির জন্য দাখিল করা হতে পারে বলে জানিয়েছেন আবেদনকারীর আইনজীবী সৈয়দ মহিদুল কবির৷ লিগ্যাল অ্যাকশন বাংলাদেশ ফাউন্ডেশনের সহকারী পরিচালক ফরিদ আহমেদ ইতিপূর্বে করা এক রিট আবেদনের ধারাবাহিকতায় সম্পূরক এই আবেদনটি করেন৷ আবেদনে ফরমালিনের ব্যবহার নিয়ন্ত্রণে কী পদক্ষেপ নেয়া হয়েছে, সে বিষয়ে প্রতিবেদন দাখিল করার নির্দেশনাও চাওয়া হয়েছে৷

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য
স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ

ডয়চে ভেলে থেকে আরো সংবাদ