1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

ঢাকার এক রেস্তোরাঁয় বিদেশি অতিথিদের যাওয়ায় নিষেধাজ্ঞা

৬ জুলাই ২০১৭

ঢাকার উত্তরায় অবস্থিত একটি রুফটপ বার্বিকিউ রেস্টুরেন্ট বিদেশি অতিথিদের জন্য তাদের দরজা বন্ধ করে দিয়েছে৷ জঙ্গি হামলার ভয়ে এই সিদ্ধান্ত নেয়া হয়েছে বলে বৃহস্পতিবার জানান রেস্টুরেন্টটির মালিক৷

Dhaka Restaurant Lake Terrace
ছবি: Facebook/Lake Terrace

রেস্তোরাঁর দরজায় লাগানো এক নোটিশে বলা হয়েছে, বিদেশি কোনো অতিথি স্বাগত নন৷ রেস্টুরেন্টের মালিক শাহ তাঞ্জিল বলছে, ভবনের মালিকের কাছ থেকে নির্দেশনা আসার কারণ এরকম সিদ্ধান্ত নেয়া হয়েছে৷ বার্তা সংস্থা এএফপিকে তিনি বলেন, ‘‘মালিকের নির্দেশনা আসায় আমাদের আর কোনো উপায় ছিল না৷ কারণ, আমরা তো হঠাৎ করে আমাদের রেস্টুরেন্ট বন্ধ করে দিতে পারিনা৷ এটা আমাদের জীবিকা নির্বাহের একমাত্র পথ৷''

পাঁচতলা ঐ ভবনের মালিক নাম প্রকাশ না করার শর্তে স্থানীয় ইংরেজি দৈনিক ডেইলি স্টারকে বলেছেন, ‘‘কোনো কিছু ঘটলে কে দায়িত্ব নেবে?'' তিনি মনে করেন জঙ্গি হামলার অন্যতম লক্ষ্য হচ্ছেন বিদেশিরা৷

উল্লেখ্য, গত বছরের ১ জুলাই ঢাকার হোলি আর্টিজান রেস্টুরেন্টে জঙ্গি হামলায় বেশ কয়েকজন বিদেশিসহ কমপক্ষে ২২ জন নিহত হয়েছিলেন৷ তথাকথিত ইসলামিক স্টেট বা আইএস ঐ হামলার দায়িত্ব স্বীকার করেছিল৷

এদিকে, যুক্তরাষ্ট্র ভিত্তিক সাইট ইন্টেলিজেন্স গোষ্ঠী জানিয়েছে, আবু শফিক আল বেঙ্গলি বুধবার প্রকাশিত এক ভিডিও বার্তায় বাংলাদেশ সহ মিয়ানমার ও পশ্চিমবঙ্গে হাজার হাজার জনকে প্রশিক্ষণ দেয়ার কথা জানান৷

এই বার্তাটি আসল কিনা তা যাচাই করে দেখা হচ্ছে বলে এএফপিকে জানিয়েছেন ব়্যাবের মুখপাত্র মুফতি মাহমুদ খান৷

জেডএইচ/ডিজি (এএফপি)

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য
স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ

ডয়চে ভেলে থেকে আরো সংবাদ