1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

ঢাকার কাছে প্রজাপতি গার্ডেন

৬ আগস্ট ২০১০

ঢাকার অদূরে সাভার এলাকায় বাংলাদেশের সুপরিচিত জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়৷ প্রকৃতির কোলে গড়ে ওঠা এই বিশ্ববিদ্যালয়ে রয়েছে নানা জীব বৈচিত্র্য৷ তবে সবকিছু ছাপিয়ে সবার দৃষ্টি কেড়েছে বিশ্ববিদ্যালয়ের প্রজাপতি গার্ডেন৷

এমন অনেক প্রজাতির প্রজাপতি রয়েছে প্রজাপতি গার্ডেনেছবি: AP

বিশ্ববিদ্যালয়ের প্রাণিবিদ্যা বিভাগের অধ্যাপক ড. মনোয়ার হোসেন ১৪ বছরের সাধনায় গড়ে তুলেছেন ব্যতিক্রমী প্রজাপতির বাগান৷ সেখানে ১১০ প্রজাতির প্রজাপতি রয়েছে৷ আর এর মধ্যে ৬১টি প্রজাতি বাংলাদেশে নতুন৷

প্রজাপতি গার্ডেনে যেমন প্রাকৃতিক প্রজনন কেন্দ্র রয়েছে, তেমনি প্রাণী বিদ্যা বিভাগে মনোয়ার হোসেন গড়ে তুলেছেন কৃত্রিম প্রজনন কেন্দ্র৷ সেই কেন্দ্রে জন্ম নেয়া প্রজাপতিও ছেড়ে দেয়া হয় বাগানে৷ এপর্যন্ত দুটি প্রজাতির শতাধিক প্রজাপতির জন্ম হয়েছে প্রজনন কেন্দ্রে৷

নীল আকাশে প্রজাপতির ঝাঁকছবি: AP

৩০০ একর জায়গার ওপর গড়ে উঠেছে প্রজাপতির বাগান৷ রয়েছে প্রজাপতির উপযোগী বন-বনানী, ফুলের বাগান ও প্রজাতির ঘর৷ শিগগিরই আয়োজন করা হবে প্রজাপতি মেলা৷ আর প্রজাপতি বাগানটি পর্যায়ক্রমে উন্মুক্ত করা হবে দর্শনার্থীদের জন্য৷ তবে প্রজাপতি দেখতে হলে প্রয়োজন প্রস্তুতির আর বিজ্ঞান মনস্ক মন – জানলেন প্রাণী বিজ্ঞানী ড. মনোয়ার হোসেন৷

প্রতিবেদন: হারুন উর রশীদ স্বপন, ঢাকা
সম্পাদনা: সঞ্জীব বর্মন

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ

ডয়চে ভেলে থেকে আরো সংবাদ