1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

Dhaka, ঢাকা, বন, Bonn, Germany, Bangladesh

৯ জুলাই ২০১০

বন্যা, জলাবদ্ধতা ও যানজটমুক্ত ঢাকা গড়তে শহরের পূর্বাঞ্চলে বন্যা প্রতিরোধক বাঁধ তৈরির বিকল্প নেই৷ তবে এই বাঁধ তৈরির সাথে সাথে নিশ্চিত করতে হবে সঠিক পয়ঃনিষ্কাশন ব্যবস্থা৷

Dhaka, ঢাকা, বন, Bonn, Germany, Bangladesh
ছবি: picture-alliance/ dpa

এছাড়া ক্রমবর্ধমান নগরায়ন ও আবাসন প্রক্রিয়ায় সঠিক মান নিয়ন্ত্রণে নিতে হবে আরো কঠোর পদক্ষেপ৷

জার্মানির বন শহরে অনুষ্ঠিত ‘প্রাকৃতিক দুর্যোগ এবং জলবায়ু পরিবর্তনের শিকার ঢাকা' শীর্ষক কর্মশালায় এসব মন্তব্য করলেন বিশেষজ্ঞরা৷ জার্মানির বন বিশ্ববিদ্যালয়ের আবহাওয়া বিষয়ক ইন্সটিটিউট আয়োজন করে এই কর্মশালা৷ মূলত জলবায়ু পরিবর্তনের ফলে বাংলাদেশ এবং বিশেষ করে রাজধানী ঢাকার উপর যে নেতিবাচক প্রভাব পড়ছে সেবিষয়টিই বন কর্মশালার মূল প্রতিপাদ্য৷ তবে পরিবেশ বিপর্যয়ের ফলে রাজধানীর উপর যে অতিরিক্ত চাপ এসে পড়ছে সেটিই চলে আসে আলোচনার কেন্দ্রে৷ আর কর্মশালায় উপস্থিত বাংলাদেশের পরিবেশ, পানি এবং জলবায়ু নিয়ে গবেষণারত বিজ্ঞানীরা এসব সুপারিশ তুলে ধরেন৷

উঠে আসে খাবার পানি সরবরাহ এবং পয়ঃনিষ্কাশন ব্যবস্থাকে নিরাপদ দূরত্বে সরিয়ে স্বাস্থ্য ঝুঁকি থেকে ঢাকাবাসীকে রক্ষার সুপারিশ৷ জলবায়ু পরিবর্তন এবং প্রাকৃতিক দুর্যোগের ফলে দ্রুত কমে আসছে কৃষি জমির পরিমাণ৷ তাই ঢাকার বস্তিবাসীদের জন্য পরিকল্পিত বহুতল ভবন নির্মাণ করে তাদেরকে পুনর্বাসনের দাবি উঠেছে৷ একইসাথে ঢাকার বাইরেও সারাদেশে জমির যথেচ্ছ ব্যবহার বন্ধেরও প্রস্তাব করা হয়৷ গ্রাম পর্যায়েও সরকারি উদ্যোগে পরিকল্পিত বহুতল ভবন নির্মাণ করে সকল মানুষের জন্য আবাসন সুবিধা নিশ্চিত করার আহ্বান জানানো হয়৷

বাংলাদেশ প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সহযোগী অধ্যাপক ড. এ কে এম সাইফুল ইসলাম বললেন, বন্যা এবং পানি নিষ্কাশনের কাজের সাথে জড়িত রয়েছে পাঁচটি দপ্তর৷ এসব দপ্তর বা প্রতিষ্ঠানকে একটি সমন্বিত প্রক্রিয়া এবং নগর পরিকল্পনার আওতায় এনে কাজ করাতে হবে৷ গত দশ বছরেরও বেশি সময় ধরে আমরা ইস্টার্ন বাইপাস রোড, যেটা বন্যা প্রতিরোধ বাঁধ হিসেবেও কাজ করবে, সেটার কথা বলে আসছি৷ কিন্তু এখনও সেটা হয়নি৷

বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ডের উপ-পরিচালক ড. আনোয়ার জাহিদ বললেন, ঢাকায় একসময় ৪০-৫০ টা খাল ছিল৷ এগুলোর অধিকাংশই ভরাট হয়ে গেছে কিংবা অবৈধভাবে দখল হয়ে গেছে৷ এগুলোকে দখলমুক্ত করে নাব্যতা ফিরিয়ে আনা যায়, তাহলে একদিকে বন্যার সময় এগুলো পানির আধার হিসেবে কাজ করবে৷ অন্যদিকে ড্রেনেজ সিস্টেম হিসেবেও ভালো কাজে লাগবে৷

বাংলাদেশ ইন্সটিটিউট অব ডেভেলপমেন্ট স্টাডিজ এর উর্ধ্বতন গবেষক ড. আনওয়ারা বেগম বলেন, বাংলাদেশের জমি বাঁচাতে হবে৷ কারণ ফসল তুলতে হবে৷ ২০৫০ সালের মধ্যে দেশের সব কৃষিজমি হারিয়ে যাবে যদি আমরা অপরিকল্পিতভাবে গৃহায়ন করতে থাকি৷ তাই গ্রামের বাড়িগুলোকে পরিকল্পিতভাবে বহুতল বিশিষ্ট করে গুচ্ছগ্রাম আকারে সঠিক আবাসনের সুপারিশ করেন তিনি৷

কর্মশালায় অন্যান্যের মধ্যে প্রবন্ধ উপস্থাপন করেন বুয়েটের অধ্যাপক ড. হামিদুল হক, বন বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. ক্লেমেন্স জিমার এবং গবেষক ইনজা থিলে-আইশ, কোলন বিশ্ববিদ্যালয়ের আমন্ত্রিত অধ্যাপক ড. এ জেড এম শোয়েব এবং গবেষক টিবর আসওয়ার৷ সমন্বয় করেন কোলন বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. বোরিস ব্রাউন৷

প্রতিবেদন: হোসাইন আব্দুল হাই

সম্পাদনা: আব্দুল্লাহ আল-ফারূক

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য
স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ

ডয়চে ভেলে থেকে আরো সংবাদ