1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

ঢাকার পশুর হাটেও করোনা রোগী

১৯ জুলাই ২০২১

ঢাকার উত্তর সিটি কর্পোরেশনের নয়টি পশুর হাটে ছয় জনের করোনা ভাইরাসের সংক্রমণ ধরা পড়েছে৷ আক্রান্তদের শনাক্ত করা গেলে হাটে আসা অন্যদের স্বাস্থ্য ঝুঁকি কমবে মনে করেন বিশেষজ্ঞরা৷

গাবতলী পশুর হাটছবি: Sazzad Hossain

স্বাস্থ্য অধিদপ্তরের সহায়তায় এবং উত্তর সিটির পরিচালনায় কোরবানির হাটে ‘সুরক্ষা কর্নার' বসিয়ে ক্রেতা-বিক্রেতাদের অ্যান্টিজেন পরীক্ষা করছেন ব্র্যাকের কর্মীরা৷ ডয়চে ভেলের কনটেন্ট পার্টনার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে ব্র্যাকের স্বাস্থ্য, পুষ্টি ও জনসংখ্যা কর্মসূচির ব্যবস্থাপক ডা. মিরানা জামান জানান, শনিবার ৫৬ জনের নমুনা পরীক্ষা করে ২ জনের এবং রোববার ৩৬ জনের নমুনা পরীক্ষায় ৪ জনের, অর্থাৎ মোট ছয়জনের কোভিড ধরা পড়ে৷ ঈদের আগের দিন মঙ্গলবার পর্যন্ত প্রতিদিন সকাল ৮টা থেকে রাত ৮টা পর্যন্ত এ কার্যক্রম চলবে৷

ক্রেতা-বিক্রেতাদের মধ্যে যাদের করোনাভাইরাসের উপসর্গ, যেমন- জ্বর, সর্দি, কাশি, গলাব্যথা ও শ্বাসকষ্ট রয়েছে, কিংবা করোনা আক্রান্ত রোগীর সংস্পর্শে এসেছেন, এমন ব্যক্তিরা নমুনা জমা দিতে পারবেন৷

এ পরীক্ষার জন্য সরকারের নির্ধারিত ১০০ টাকা ফি দিতে হবে৷ তবে আগে থেকে রেজিস্ট্রেশনের প্রয়োজন পড়বে না৷ ফলাফল পজিটিভ হলে তা ৩০ মিনিটের মধ্যে জানিয়ে দেওয়া হবে এবং ৩-৪ ঘণ্টার মধ্যে ওয়েবসাইটে আপলোড করা হবে৷ 

এই কার্যক্রমে সহায়তা করছে যুক্তরাজ্য সরকারের ফরেন, কমনওয়েলথ অ্যান্ড ডেভেলপমেন্ট অফিস (এফসিডিও)৷ রোববার ভাটারার সাঈদনগর হাটে এ কার্যক্রমের উদ্বোধন করেন ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের মেয়র আতিকুল ইসলাম ৷

তিনি বলেন, "মহামারির এই সংকটকালে ব্র্যাকের এই উদ্যোগ সত্যিই প্রশংসনীয়৷ আমরা অন্যান্য প্রতিষ্ঠানকেও এভাবে যার যার সাধ্যমত এগিয়ে আসার আহ্বান জানাচ্ছি৷''

এই পশুর হাটগুলোতে অ্যান্টিজেন পরীক্ষা চলছে,  বাড্ডা ইস্টার্ন হাউজিং (আফতাবনগর) ই ব্লকে সেকশন-৩–এর খালি জায়গা, কাওলা শিয়ালডাঙ্গা সংলগ্ন খালি জায়গা, উত্তরখান মৈনারটেক শহীদ নগর হাউজিং (আবাসিক) প্রকল্পের খালি জায়গা, উত্তরা ১৭ নম্বর সেক্টর এলাকায় অবস্থিত বৃন্দাবন থেকে উত্তর দিকে বিজিএমইএ পর্যন্ত খালি জায়গা, ভাটারা (সাইদনগর) অস্থায়ী পশুর হাট; মোহাম্মদপুরের বছিলায় ৪০ ফুট সড়কসংলগ্ন রাজধানী হাউজিং, স্বপ্নধরা হাউজিং-বছিলা গার্ডেন সিটির খালি জায়গা, ৪৩ নম্বর ওয়ার্ডের আওতাধীন ৩০০ ফুট সড়কসংলগ্ন উত্তর পাশেরসালাম স্টিল লিমিটেড-যমুনা হাউজিং কোম্পানি- ব্যক্তিমালিকানাধীন খালি জায়গা এবং মিরপুরের গাবতলী পশুর হাট৷

অ্যান্টিজেন টেস্টে নমুনা পরীক্ষায় সময় লাগবে সর্বোচ্চ ৩০ মিনিট, যা সরকারের চলমান করোনাভাইরাস শনাক্তকরণ কার্যক্রমকে আরও গতিশীল করবে বলে আশা করছে ব্র্যাক৷

অ্যান্টিজেন পরীক্ষার মাধ্যমে আক্রান্ত ব্যক্তিদের শনাক্ত করা গেলে হাটে আসা অন্যদের স্বাস্থ্য ঝুঁকি কমবে বলে মনে করেন ব্র্যাকের স্বাস্থ্য, পুষ্টি ও জনসংখ্যা কর্মসূচির পরিচালক মোর্শেদা চৌধুরী৷

এনএস/এসিবি (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)  

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ

ডয়চে ভেলে থেকে আরো সংবাদ