1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

ঢাকার বুড়িগঙ্গা নদীর অবৈধ দখলদার ৪ হাজার

২১ জানুয়ারি ২০১০

বুড়িগঙ্গা নদীর ৪ হাজার দখলদারকে চিহ্নিত করেছে জেলা প্রশাসন৷ মার্চ মাস থেকে শুরু হচ্ছে অভিযান৷ অন্যদিকে, বুড়িগঙ্গার বর্জ্য অপসারণ পদ্ধতি বিতর্কের মুখে পড়েছে৷ পরিবেশ বিজ্ঞানীরা মনে করেন, এতে করে পরিবেশ বিপর্যয় ঘটবে৷

ছবি: AP

বাংলাদেশের রাজধানী ঢাকার প্রাণ প্রবাহ বুড়িগঙ্গা৷ কিন্তু বুড়িগঙ্গা নদী এখন বিষাক্ত৷ পানিতে অক্সিজেনের মাত্রা শূন্যের কোঠায় পৌঁছে যাওয়ায় নদী এখন মাছ ও জলজ প্রানী শূণ্য৷ প্রতিদিন ট্যানারির ২০ হাজার টন বিষাক্ত বর্জ্য, শিল্প আর সিউয়েরেজের বর্জ্য বুড়িগঙ্গাকে বিষাক্ত করে তুলেছে৷ এর সঙ্গে যুক্ত হয়েছে নদীর তলদেশে পলিথিনের পুরু স্তর৷

তাই ‘বুড়িগঙ্গা বাঁচাও' আন্দোলনে নেমেছে নগরবাসী৷ সরকার এতে সাড়া দিয়ে বুড়িগঙ্গার বিষাক্ত বর্জ্য অপসারণ শুরু করেছে দু' সপ্তাহ আগে৷ কিন্তু অপসারণের আধুনিক ও পরিবেশবান্ধব ব্যাবস্থা নেয়া না গেলে তা নতুন বিপর্যয় ডেকে আনতে পারে৷ ডয়চে ভেলেকে একথাই বললেন ‘বুড়িগঙ্গা বাঁচাও' আন্দোলনের অন্যতম নেতা পরিবেশ বিজ্ঞানী ও প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক আমস শফিউল্লাহ৷

অন্যদিকে, দখলের কারণে শীর্ণ হয়ে গেছে বুড়িগঙ্গা৷ ৬৯ কিলোমিটার নদী ও নদীর তীর দখল হয়ে যাওয়ায় মরতে বসেছে এই প্রাণ প্রবাহ৷ তাই ৪ হাজার দখলদারকে চিহ্নিত করে তাদের তালিকা জমা দেয়া হয়েছে হাইকোর্টে৷ ডয়চে ভেলেকে এ তথ্য জানান, ঢাকার জেলা প্রশাসক মো.জিল্লার রহমান৷ তিনি বলেন, মার্চ মাস নাগাদ এই অবৈধ দখল উচ্ছেদ অভিযান শুরু হবে৷ বুড়িগঙ্গা উদ্ধার করে চিহ্নিত করা হবে সীমানা পিলার দিয়ে৷

প্রতিবেদক: হারুন উর রশীদ স্বপন, ঢাকা, সম্পাদনা: আব্দুল্লাহ আল-ফারূক

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ

ডয়চে ভেলে থেকে আরো সংবাদ