1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

ঢাকার বেইলি রোডে আগুনে ৪৬ জনের মৃত্যু, আশঙ্কাজনক ১২ জন

১ মার্চ ২০২৪

বাংলাদেশের রাজধানীর বেইলি রোডে একটি ছয়তলা ভবনে অগ্নিকাণ্ডে অন্তত ৪৬ জন মারা গেছেন৷ চিকিৎসাধীন ১২ জনের অবস্থা আশঙ্কাজনক।

ফায়ার সার্ভিসের একটি ইউনিট ওপর থেকে ভবনে পানি দিয়ে আগুন নেভানোর চেষ্টা করছে
ফায়ার সার্ভিসের একাধিক ইউনিট কয়েক ঘণ্টার প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনেছবি: Mohammad Ponir Hossain/REUTERS

বাংলাদেশে ডয়চে ভেলের কনটেন্ট পার্টনার দ্য ডেইলি স্টার জানিয়েছে, বৃহস্পতিবার রাত ৯টা ৫০ মিনিটে ভবনটিতে আগুন লাগে৷ ফায়ার সার্ভিসের ১২টি ইউনিট আগুন নেভানোর কাজ করে৷ রাত ১১টা ৫০ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আসে৷ তবে শুক্রবার সকালেও ফায়ার সার্ভিসের দুইটি ইউনিট সেখানে কাজ করছে। 

ভবনে বাইরে আটকে পড়াদের স্বজনেরা উৎকণ্ঠা নিয়ে অপেক্ষায় ছিলেনছবি: Mohammad Ponir Hossain/REUTERS

শুক্রবার সকালে স্বাস্থ্যমন্ত্রী বলেন, ‘‘বেইলি রোডে আগুনের ঘটনায় ৪৬ জন মারা গেছেন৷’’

মন্ত্রী আরও বলেন, ‘‘আগুনে দগ্ধ ১২ জন হাসপাতালে ভর্তি আছেন। তাদের সবার অবস্থা আশঙ্কাজনক৷। কারণ তাদের শ্বাসনালী পুড়ে গেছে।  ১০ জন শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন। ঢাকা মেডিকেল কলেজে দুইজনের চিকিৎসা চলছে।''

তিনি জানিয়েছেন, যারা মারা গেছেন, তাদের বেশিরভাগেরই শ্বাসনালীতে ধোয়া ঢুকে যাওয়ার কারণেই মৃত্যু হয়েছে।।

ফায়ার সার্ভিসের ১২টি ইউনিট আগুন নেভানোর চেষ্টা চালায়ছবি: Mohammad Ponir Hossain/REUTERS

ডেইলি স্টার জানিয়েছে, শুক্রবার সকাল আটটা ৪৫ মিনিটে ফায়ার সার্ভিসের ডিউটি অফিসার এরশাদ হোসাইন বলেছেন, পোড়া জায়গা থেকে এখনো আগুন লাগার ঝুঁকি আছে। তাই সর্তকতামূলক ব্যবস্থা হিসেবে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট সেখানে কাজ করছে।

রাত দেড়টার দিকে ফায়ার সার্ভিসের মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মো. মাইন উদ্দিন জানান, ফায়ার সার্ভিস ভবনটি থেকে তিন জনের মরদেহ উদ্ধার করেছে৷

প্রিয়জনের খোঁজে অনেকে ছুটে আসেন ভবনটির সামনেছবি: Mohammad Ponir Hossain/REUTERS

ফায়ার সার্ভিস মহাপরিচালক বলেন, ‘‘আমাদের ১৩টি ইউনিট আগুন নির্বাপণে কাজ করে। আমরা ৩ জনকে মৃত অবস্থায় উদ্ধার করি। ৪২ জনকে অচেতন অবস্থায় উদ্ধার করেছি এবং জীবিত অবস্থায় ৭৫ জনকে উদ্ধার করেছি।’’

আগুন নেভানোর কাজে যোগ দেন স্বেচ্ছাসেবীরাছবি: Mohammad Ponir Hossain/REUTERS

ফায়ার সার্ভিসের কর্মকর্তা মোহাম্মদ শিহাবের বরাত দিয়ে বার্তা সংস্থা এএফপি জানিয়েছে, বৃহস্পতিবার রাত সাড়ে নয়টার দিকে বিরিয়ানির রেস্টুরেন্ট থেকে আগুনের সূত্রপাত হয়৷ পরে তা দ্রুত অন্য তলাগুলোতেও ছড়িয়ে পড়ে৷ এসময় অনেক মানুষ ভবনে আটকা পড়েন৷ অগ্নিনির্বাপণকর্মীরা দুই ঘণ্টার প্রচেষ্টায় আগুন নেভাতে সক্ষম হন বলে জানান তিনি৷

ভবনের উপরের একটি তলা থেকে আটকে পড়া কয়েকজনকে উদ্ধারের মুহূর্তছবি: Mohammad Ponir Hossain/REUTERS

একটি রেস্টুরেন্টের ম্যানেজার সোহেল এএফপিকে বলেন, ‘‘প্রথম যখন সিঁড়িতে আগুন দেখি তখন আমরা ছয় তলায় ছিলাম৷ অনেক মানুষ সিঁড়িতে ভিড় করেন৷ আমরা পানির পাইপ দিয়ে নিচে নামার চেষ্টা করি৷ উপরের তলা থেকে লাফ দিতে গিয়ে অনেকে আহত হন৷’’

ভবনের ভেতর থেকে ৭৫ জনকে জীবিত উদ্ধার করেন ফায়ার সার্ভিসের সদস্যরাছবি: Mohammad Ponir Hossain/REUTERS

ফায়ার সার্ভিস বিবৃতিতে জানিয়েছে, ভবনের ভেতর থেকে তাদের কর্মীরা ৭৫ জনকে জীবিত উদ্ধারে সক্ষম হয়েছেন৷ ভবনটিতে বিভিন্ন রেস্টুরেন্ট ছাড়াও পোশাক ও মোবাইল ফোনের দোকান ছিল বলে জানা গেছে৷ 

এফএস/এডিকে (দ্য ডেইলি স্টার, এএফপি, রয়টার্স)

২০১৯ সালের ছবিঘর দেখুন...

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য

আরো সংবাদ দেখান
স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ