1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

ঢাকার রাস্তায় রক্ত: কোনটা সত্য, কোনটা মিথ্যা?

১৫ সেপ্টেম্বর ২০১৬

রক্তে লাল ঢাকার রাস্তার অসংখ্য ছবি ঘুরে বেড়াচ্ছে ইন্টারনেটে৷ ইতোমধ্যে আন্তর্জাতিক গণমাধ্যমও বিষয়টি নিয়ে প্রতিবেদন প্রকাশ করেছে৷ রাস্তায় এত রক্ত দেখে বিস্মিত অনেকে, কেউ কেউ পাচ্ছেন বাংলাদেশ সম্পর্কে নেতিবাচক ধারণা৷

কোরবানি ঈদের পর ঢাকার রাস্তায় রক্ত
ছবি: picture alliance/AP Photo

ঘটনার ঈদের দিনে৷ কোরবানির ঈদে পশু কোরবানি দেয়া হয়েছে ঢাকার অলিগলিতে৷ যদিও নির্দিষ্ট কিছু জায়গায় কোরবানি দিতে অনুরোধ করেছিল নগর কর্তৃপক্ষ৷ বিপত্তি বাঁধে বৃষ্টি হওয়ায়৷ বৃষ্টির সঙ্গে সঙ্গে ঢাকার রাস্তাগুলো পরিণত হয় রক্তের নদীতে:

ঢাকার পানি নিষ্কাষণ ব্যবস্থা বহু আগে থেকেই নাজুক৷ সামান্য বৃষ্টিতে তাই পানি উঠে যায় রাস্তায়, জনগণের জীবনযাপন হয়ে ওঠে দুর্বিষহ৷ ঈদের দিনে সেই পানিতে পশুর রক্ত মিশে যাওয়ায় রাস্তাগুলো বিভৎস আকার ধারণ করে৷ ওঠে সমালোচনার ঝড়৷

এদিকে, ফেসবুকে শুরু হয়েছে ভিন্ন এক আলোচনা৷ কেউ কেউ রক্তাক্ত রাস্তার ভিন্ন ছবি আপলোড করে বোঝাতে চাচ্ছেন রাস্তা আসলে তেমন লাল ছিলে না ঈদের দিনে৷ ডয়চে ভেলে এরকম কিছু ছবি পরীক্ষা করে দেখেছে যেগুলো কম্পিউটারে ‘এডিট' করে লাল রং বদলে সবুজ করা হয়েছে৷ ডয়চে ভেলের ঢাকা প্রতিনিধি হারুন উর রশীদ টুইটারে সেরকম একটি ছবি (বামেরটি কম্পিউটারে রং পরিবর্তন করা) প্রকাশ করেছেন৷

রক্ত পানির কিছু ছবিতে আবার লাল রং প্রকট করতে ফিল্টার ব্যবহার করা হয়েছে৷ তবে ঢাকার কয়েকটি রাস্তা ঈদের সময় বৃষ্টির কারণে রক্ত লাল পানিতে ঢেকে যাওয়ার খবরটি যে ভুয়া নয় সেটা নিশ্চিত হওয়া গেছে৷ একাধিক আন্তর্জাতিক বার্তাসংস্থাও এ সংক্রান্ত ছবি প্রকাশ করেছে যার একটি এই প্রতিবেদনের শুরুতে দেখা যাচ্ছে৷ আরো নিশ্চিত হতে দেখুন এই ভিডিওটি:

সংকলন: আরাফাতুল ইসলাম

সম্পাদনা: দেবারতি গুহ

আপনার কি কিছু বলার আছে? লিখুন নীচের মন্তব্যের ঘরে৷

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ

ডয়চে ভেলে থেকে আরো সংবাদ

ইউরোপ