1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

ঢাকার ৪ নদীর অবৈধ স্থাপনা উচ্ছেদে সময় আর ৪ মাস

৫ আগস্ট ২০১০

রাজধানীর পাশের চারটি নদী থেকে অবৈধ স্থাপনা উচ্ছেদে হাইকোর্টের রায় পুনর্বিবেচনার জন্য বিআইডব্লিউটিএ-এর আবেদন বৃহস্পতিবার খারিজ করে দিয়েছে সুপ্রিমকোর্ট৷

বুড়িগঙ্গা নদীছবি: AP

আইনজীবীরা জানিয়েছেন, এর ফলে এই বছরের ৩০শে নভেম্বরের মধ্যেই চারটি নদী থেকে অবৈধ স্থাপনা অপসারণ সরকারের জন্য বাধ্যতামূলক হলো৷ আদালতের রায়ে সাধারণ মানুষের জরুরি প্রয়োজনে নির্মিত সরকারি স্থাপনা ছাড়া অন্য সব স্থাপনাকে অবৈধ স্থাপনা উল্লেখ করা হয়েছে৷

প্রতিদিনই দখল হয়ে যাচ্ছে রাজধানীকে ঘিরে থাকা বুড়িগঙ্গা, শীতলক্ষ্যা, তুরাগ আর বালু নদী৷ মুমূর্ষু এই নদীগুলো রক্ষায় বিভিন্ন সময়ে সরকারি উদ্যোগ ব্যর্থ হওয়ায় শেষ পর্যন্ত নদী বাঁচাতে শুরু হয় আইনি লড়াই৷ হিউম্যান রাইটস অ্যান্ড পিস ফর বাংলাদেশের করা রিট আবেদনের শুনানির পর নদীর সব অবৈধ স্থাপনা উচ্ছেদের নির্দেশ দেয় হাইকোর্ট৷ যা বহাল থাকে আপিল বিভাগেও৷

তবে রায় পুনর্বিবেচনার আবেদন জানায় বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ পরিবহণ কর্তৃপক্ষ- বিআইডব্লিউটিএ৷ অভিযোগ রয়েছে, অবৈধ দখল টিকিয়ে রাখতেই এই আবেদন করা হয়েছে৷ এখন সেই আবেদনও খারিজ হয়ে গেলো৷ রিট আবেদনকারী আইনজীবী মনজিল মোরসেদ বললেন, ৩০শে নভেম্বরের মধ্যে এই চার নদীতে থাকা সব অবৈধ স্থাপনা উচ্ছেদ করা এখন সরকারের জন্য বাধ্যতামূলক৷

নদী বাঁচাতে বর্তমান সরকারের উদ্যোগ প্রশংসিত৷ নদী রক্ষায় আলাদা অর্থও বরাদ্দ দিয়েছে সরকার৷ সেই বিবেচনায় রিট আবেদনকারী বললেন, সর্বোচ্চ আদালতের রায় নদী রক্ষায় সরকারি পদক্ষেপকে আরও সংহত করবে৷

প্রতিবেদন: হারুন উর রশীদ স্বপন, ঢাকা

সম্পাদনা: দেবারতি গুহ

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য
স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ

ডয়চে ভেলে থেকে আরো সংবাদ