1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

ঢাকায় অর্গানিক পণ্য পাবেন যেখানে

জাহিদুল হক৭ জুন ২০১৪

ধীরে হলেও বিশ্বের অন্যান্য দেশের মতো বাংলাদেশেও অর্গানিক পণ্যের ব্যবহার বাড়ছে৷ ইতিমধ্যে ঢাকায় চালু হয়েছে অর্গানিক খাবারের রেস্টুরেন্ট৷ রয়েছে অর্গানিক পণ্য কেনার দোকান৷

অর্গানিক কপিছবি: Abdus Salam

চাষের ক্ষেত্রে রাসায়নিক সার ও কীটনাশক ব্যবহার না করায় স্বাস্থ্যের কথা ভেবে অনেকেই অর্গানিক খাবার খেতে চান৷ তাঁদের চাহিদা পূরণ করতে ঢাকায় অর্গানিক রেস্টুরেন্ট ও দোকান চালু হয়েছে বলে ডয়চে ভেলেকে জানান বাংলাদেশ অর্গানিক প্রোডাক্টস ম্যানুফ্যাকচারার্স অ্যাসোসিয়েশন, বিওপিএমএ-র প্রেসিডেন্ট মুহাম্মদ আব্দুস সালাম৷

[No title]

This browser does not support the audio element.

তিনি বলেন, ‘‘আমাদের অ্যাসোসিয়েশনের একজন মেম্বার আছেন যাঁর ঢাকা শহরে ৮টি আউটলেট আছে৷ আর আরেকজনের আছে ৪-৫টি৷ এছাড়া আপনি শুনে খুশি হবেন, আমাদের অ্যাসোসিয়েশনের যিনি ভাইস প্রেসিডেন্ট তিনি ‘অর্গানিক রেস্টুরেন্ট' নামেই ঢাকায় রেস্টুরেন্ট খুলেছেন৷

মিরপুর-২ নম্বর স্টেডিয়ামের পশ্চিম পার্শ্বে রয়েছে একটি অর্গানিক রেস্টুরেন্ট৷ সেখানে অন্য মেনুর সঙ্গে অর্গানিক মেনুও পাওয়া যায়৷ সঙ্গে রয়েছে অর্গানিক পণ্যের একটি কর্নার৷ এ প্রসঙ্গে কথা হচ্ছিল মিজানুর রহমানের সঙ্গে৷ তিনি বললেন, মিরপুর-২ ছাড়াও কাফরুল, রূপনগর ও মিরপুর ১৩-তে আরও তিনটি ছোট আউটলেট রয়েছে৷

আগামী এক বছরের মধ্যে বনানিতে একটি শতভাগ অর্গানিক রেস্টুরেন্ট খোলার পরিকল্পনা করছেন মিজানুর রহমান৷

অর্গানিক পণ্যের খোঁজ দিতে গিয়ে তিনি বললেন মীনা বাজারের আউটলেটগুলোতেও অর্গানিক পণ্যের জন্য আলাদা কর্নার রয়েছে৷ এছাড়া ‘হারভেস্ট' নামেও একটি দোকান রয়েছে যেখানে অর্গানিক পণ্য পাওয়া যায়৷

ইদানীং স্বল্প পরিসরে হলেও অনলাইনে অর্গানিক পণ্য কিনতে পাওয়া যাচ্ছে৷ আপাতত ঢাকা শহরের মধ্যে হোম ডেলিভারি দেয়া হচ্ছে৷ বিকাশ-এর মাধ্যমে টাকা পরিশোধ করা যাচ্ছে৷ তবে মিজানুর রহমান জানালেন, অনলাইনে কেনাকাটার প্রসার বাড়ানোর পরিকল্পনা চলছে৷

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য
স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ

ডয়চে ভেলে থেকে আরো সংবাদ